1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিমালয়ের ছায়ায় হুমকিতে পরিবেশ

১৪ ডিসেম্বর ২০১৮

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন– হিমালয়ের হিমবাহ গলে যাবার হার বেড়ে যাওয়ায় পর্বতমালার পাদদেশে ইমজার মতো লেকগুলো আরো এমনভাবে ফুলে ফেঁপে উঠবে যে বন্যায় তলিয়ে যেতে পারে নেপালের একাংশ৷

Nepal Ghorepani, Poon- Hügel, Dhaulagiri in Himalaya
ছবি: picture-alliance/C. Wojtkowski

পরিবেশবিদদের ধারণা, এই বন্যায় পানি, কাদা ও পাথরের ঢল নামতে পারে৷ সেই ঢল নেপালের দক্ষিণাঞ্চলের জনঅধ্যুষিত সমতল, রাস্তাঘাট, গ্রাম, এমনকি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ প্রকল্পগুলো পর্যন্ত ভাসিয়ে নিয়ে যেতে পারে৷

 পরিবেশবিজ্ঞানী অরুন ভক্ত শ্রেষ্ঠ'র মতে, ‘‘দিন দিন ঝুঁকির মাত্রা বাড়ছে৷ এই ভূখন্ডে বাড়ছে মানুষ, বাড়ছে অবকাঠামো৷''  বার্তা সংস্থা এএফপিকে বলেন তিনি৷

গত কয়েক দশকে হিমালয়ের বরফ গলা পানিতে শত শত লেক তৈরি হয়েছে৷ ২০১৪ সালের এক জরিপ বলছে, ১৯৭৭ থেকে ২০১০ সাল পর্যন্ত ১ হাজার ৪শ' ৬৬টি লেক তৈরি হয়েছে৷ এর মধ্যে ২১টি বিপজ্জনক৷

নেপালের পানি ও আবহাওয়া বিজ্ঞান বিভাগের মহাপরিচালক ঋষি রাম শর্মা বলেন, ‘‘ছোট দেশ হিসেবে হিমবাহ থেকে যে বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে, তার খুব অল্পই আমাদের ঠেকানোর সামর্থ্য আছে৷''  

বিপজ্জনক লেকগুলোর একটি সুর্কে গ্রামের ইমজা৷ অদ্ভুত সুন্দর এই লেকটি এক সময় বিপজ্জনক ছিল না৷ ১৯৮০ সালে লেকটি অনেক ছোট ছিল৷ ২০১৪ সাল নাগাদ এর আয়তন বেড়েছে তিনগুণ৷ ৫০১০ মিটার উঁচুর এই লেকটির পানি খুব বেশিদিন ঠেকিয়ে রাখা যাবে বলে মনে করছেন না পরিবেশবিদরা৷

২০১৫ সালে নেপাল ভূমিকম্পের সময় সুর্কে গ্রামের অধিবাসীরা ধরেই নিয়েচিলেন যে, লেকটি থেকে পানি উপচে পড়বে এবং তাদের ভাসিয়ে নিয়ে যাবে৷

গ্রামের অধিবাসী ফুদোমা শেরপা বলেন, ‘‘আমরা তো ভয়ে দৌঁড়ই দিয়েছিলাম৷'' তবে আশ্চর্যজনকভাবে লেক থেকে পানি গড়ায়নি৷ ১২ হাজার মানুষ বেঁচে গেছেন৷

কিন্তু এই ভূমিকম্পে নড়ে চড়ে বসেছে কর্তৃপক্ষ৷ এখন খোঁজা হচ্ছে কীভাবে এই সংকট মোকাবেলা করা যায় তার উপায়৷ এরই মধ্যে লেকের পানি সরিয়ে নেবার বিশাল যজ্ঞ শুরু করা হয়েছে৷ একটি চ্যানেল দিয়ে পঞ্চাশ লাখ কিউবিক মিটার পানি সরিয়ে নেয়া হয়েছে৷ এতে লেকের পানির উচ্চতা কমেছে সাড়ে তিন মিটার৷

তবে এ ধরনের প্রকল্পের খরচ অনেক৷ হিসেব করে দেখা গেছে, পানি সরিয়ে নেয়ার এই প্রকল্পের খরচ ৭৪ লাখ মার্কিন ডলার৷ গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি নামের একটি আন্তর্জাতিক তহবিল থেকে প্রকল্পের ৮০ ভাগ খরচ দেয়া হয়েছে৷ বাকিটা দিয়েছে ইউএনডিপি৷

তবে শুধু লেক ইনজাই নয়, এমন অসংখ্য লেক নেপালের জন্য বিরাট আকারের পরিবেশ সংকট তৈরি করছে৷ এ থেকে বের হবার জন্য নেপালকে আরো বড় আকারে প্রতিরক্ষা ও অভিযোজন প্রকল্প নেয়া দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা৷

জেডএ/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ