1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিযবুত তাহরিরের আন্তর্জাতিক নেটওয়ার্ক খুবই শক্ত: ব়্যাব

২৫ জানুয়ারি ২০১২

বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনের যোগাযোগ আছে৷ তাদের তৎপরতা বন্ধে জঙ্গি বিরোধী কার্যক্রম জোরদার করেছে আইন-শৃঙ্খালা রক্ষাকারী বাহিনী৷

Bangladesh security force Rapid Action Battalion (RAB)
হিযবুত তাহরিরের বিরুদ্ধে ব়্যাব’এর তৎপরতা চলছে (ফাইল চিত্র)ছবি: DPA

সেনা অভ্যুত্থানের ব্যর্থ ষড়যন্ত্রের পরিকল্পনাকারী হিসেবে উঠে এসেছে হিযবুত তাহরিরের সমন্বয়ক মহমুদুল বারীর নাম৷ এই মাহমুদুল বারীকে গত বছর বিমানন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল৷ কিন্তু সে কিছুদিন পর জামিনে ছাড়া পেয়ে আবার হিযবুত তাহরিরের কাজ শুরু করে৷ গোয়ান্দারা বলছেন, এরকম আরো অনেক তাহরির নেতা-কর্মীকে গ্রেফতারের পর তারা জামিনে ছাড়া পায়৷ ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম জানান, জামিন দেয়া আদালতের এক্তিয়ার৷ তবে তাদের কাছে তথ্য রয়েছে, জামিন পাওয়া হিযবুত তাহরির সদস্যরা আবার পুরোমাত্রায় সক্রিয়৷ আর ব়্যাবের পরিচালক কমান্ডার সোহায়েল জানান, শুধু দেশে নয় তাদের আন্তর্জাতিক নেটওয়ার্কও অনেক শক্ত৷

২০০৮ সালেই হিযবুত তাহরিরের ১১ সদস্য গ্রেপ্তার হয়েছিলছবি: Jahangir Alam Akash / DW

এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে৷ বাড়ানো হয়েছে নজরদারি, জানালেন গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার মনিরুল ইসলাম৷

অভ্যুত্থানের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর গত কয়েকদিনে বেশ কিছু হিযবুত তাহরির নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ তাদের মধ্যে চিকিৎসক ও সরকারি কর্মকর্তাও আছেন৷ আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন৷ তিনি বলেন, শুধু গ্রেফতার নয় তাদের তৎপরতা বন্ধ করতে হলে ধর্মের ইতিবাচক দিক তুলে ধরতে হবে৷ ধর্মে যে জঙ্গি তৎপরতার জায়গা নেই তা মানুষকে বুঝাতে হবে৷

গোয়েন্দারা জানান, হিজবুত তাহরির দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও সক্রিয় রয়েছে৷ তারা মেধাবি শিক্ষার্থীদের টার্গেট করছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ