বেগমগঞ্জে থাকলে তিনি হয়ত থানার ওসির মতো ৩২দিন ‘ঘুমাতেন’ না, ধর্ষিতার সব প্রতিবেশী বা সব রাজনীতিবিদের মতো চুপ বা স্থানীয় সাংবাদিকদের মতো নিষ্ক্রিয় থাকতেন না৷
বিজ্ঞাপন
আকারে ছোট, চেহারায় অতি সাধারণ হলেও স্বঘোষিত হিরো আশরাফুল ইসলাম আলম কাজে কিন্তু সত্যিই হিরো৷
কাজে হিরো বলেই ঝুঁকি নিয়েও প্রতিবাদ করতে পারেন৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা মনে করে দেখুন! সেখানে কেমন ভোট হয়েছে তা তো সবাই জানেন৷ বড়-ছোট সব বিরোধী দল এ নিয়ে অনেক কথা বলেছে, বলছে৷ কিন্তু ভোটের দিনে তাদের ভোট কারচুপির বিরুদ্ধে একেবারেই রুখে দাঁড়াতে দেখা যায়নি৷
হ্যাঁ, সেসব দলের বড় বড় নেতারা হয়ত ভেবেছেন সরকারি দল এবং পুলিশের নির্যাতনের শিকার হতে হবে, জেলে যেতে হবে ইত্যাদি ইত্যাদি৷ এমন ভাবার কারণ নিশ্চয়ই আছে৷ কিন্তু হিরো আলম সিংহ মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিতে গিয়ে অমুকে মারবে তমুকে ধরবে ইত্যাদি ভেবে ভোটের দিনে ঘরে বসে থেকে পরে নিরাপদ সময়ে নিরাপদ স্থান থেকে বিবৃতি দেননি৷
জালভোট রুখতে, কারচুপির প্রতিবাদ জানাতে নিজে ছুটে গিয়েছিলেন ভোট কেন্দ্রে৷ জাল ভোট দিতে আসা সন্ত্রাসীরা তাতে ক্ষেপে গিয়ে তার ওপর হামলা চালিয়েছে৷ হিরো আলম তবু লেজ গুটিয়ে পালাননি, ছোটখাটো অতি সাধারণ মানুষটি সেদিন সিংহ মার্কার মর্যাদা রেখেছিলেন প্রতিবাদে সিংহ-হৃদয়ের প্রমাণ রেখে৷
তাতে হিরো আলমের কিন্তু বিশেষ কোনো লাভ হয়নি৷
তাহলে ‘লাভ' হয়েছিল কার?
বিএনপির৷
হ্যাঁ, হিরো আলম প্রতিবাদ করায় লাভ বিএনপিরই হয়েছিল, কারণ, বগুড়া-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হিরো আলম পেয়েছিলেন মাত্র ৬৩৮ ভোট আর এক লাখ ২৬ হাজার ৭২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন বিএনপি প্রার্থী মোশারফ হোসেন৷
সেই হিরো আলম আবারও খবরের শিরোনামে৷ খবরে অবশ্য তিনি সবসময়ই থাকেন৷ সব সময় যে খুব জাতীয় গুরুত্বপূর্ণ বা জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ইতিবাচক ভূমিকার জন্য খবরে আসেন, তা নয়৷ তবে করোনা সংকটের কারণে দীর্ঘদিন ধরে সিনেমা হল, শুটিং বন্ধ থাকার ফলে বাংলাদেশের বিপর্যস্ত চলচ্চিত্র শিল্প যখন আরো বড় বিপর্যয়ে পড়ার আশঙ্কায়, ঠিক তখন ‘সাহসী হিরো আলম’ ছবি নিয়ে তার এগিয়ে আসা নিঃসন্দেহে অকুন্ঠ প্রশংসার দাবি রাখে৷
করোনার আগেও যেখানে হলগুলো ফাঁকা যাচ্ছিলো, এতদিন পর খুলে দিলেও হলগুলোতে ক'জনই বা যেতে চাইবেন, গেলেও সামাজিক দূরত্ব মেনে চলার এ সময়ে তো লগ্নির টাকাও উঠে আসবে না- এসব ভেবে বাংলাদেশের চলচ্চিত্রে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় তারকা শাকিব খান থেকে মাঝারি, ছোট কোনো তারকাই নিজেদের ছবি মুক্তি দেয়ার সাহস দেখাননি৷ বৃহত্তর স্বার্থে লাভের আশা জলাঞ্জলি দেয়ার উদারতা দেখাতে তারা ভয় পেয়েছেন৷ হিরো আলম ভয় পাননি৷ এবারও দুঃসময়ে ঘরে বসে চলচ্চিত্রের দুরবস্থা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনায় নিজেকে ব্যস্ত রাখেননি৷ সে ‘যোগ্যতাও’ হয়ত তার নেই৷ তবু তার ছবি চল্লিশটা হলে চলেছে৷
‘সাহসী হিরো আলম’ কি খুব ভালো মানের ছবি?
মোটেই না৷ হিরো আলমের প্রতিটি কাজের মতো এটাতেও অসংখ্য ত্রুটি আর হাসির খোরাক নিশ্চয়ই খুঁজে পাবেন সকলে৷
ছবিটি কি ব্যবসাসফল হবে?
সে আশা বগুড়ায় চানাচুর ব্যবসায়ী থেকে ক্যাবল ব্যবসায়ী, ক্যাবল ব্যবসায়ী থেকে মিউজিক ভিডিয়োর স্বঘোষিত নায়ক, মিউজিক ভিডিয়োর নায়ক থেকে চলচ্চিত্রেরও নায়ক হয়ে যাওয়া আশরাফুল ইসলাম আলম নিজেও করেননি৷
‘সাহসী হিরো আলম’ মুক্তি পাওয়ার দিনে প্রাডো গাড়িতে ঢাকার এক হল থেকে অন্য হলে ঘুরেছেন তিনি৷ শত শত মানুষ তাকে ঘিরে ধরে উল্লাস করেছে৷ সানন্দে হাত মিলিয়েছে, সেলফি তুলেছে৷ এত কিছুর পরও সংবাদ মাধ্যমকে হিরো আলম শুধু বলেছেন, ‘‘আমি বলবো না আমার ছবি সুপার ডুপার হিট৷ কিন্তু আমার ছবি বিভিন্ন হলে চলছে, মানুষজন দেখতে আসছে৷ এসব দেখেই আমি সন্তুষ্ট৷’’
সংবাদমাধ্যমে সুপারডুপার হিটের তকমা পাওয়া ছবিও কিন্তু ব্যবসাসফল হয় না৷ আয়নাবাজি মুক্তির পর সেই ছবি বক্স অফিস ফাটিয়ে দিয়েছে- এমন খবর আমরা অনেক পড়েছি৷ কিন্তু ‘বক্সঅফিসে আয়নাবাজির রাজত্ব’ শিরোনাম পড়ার দু' বছর পর ছবির পরিচালক অমিতাভ রেজাকে বলতে হয়েছে, ‘আয়নাবাজি করে আমি ধ্বংসের মুখে পড়েছি’৷
হিরো আলম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিততে পারেননি৷ তবে মাত্র ৬৩৮ ভোট পেলেও অন্যায়ের প্রতিবাদটা তিনি তার জায়গা থেকে সীমিত সামর্থ্য নিয়েই করেছিলেন৷
তার ‘সাহসী হিরো আলম’ কোনো চলচ্চিত্র সমালোচকেরই হয়ত একটু প্রশংসাও পাবে না, হয়ত আয়নাবাজির চেয়ে অনেক কম মানুষ দেখবে, হয়ত একেবারে মুখ থুবড়ে পড়বে বক্সঅফিসে৷
তাতে কী?
সেলফিযুগের অনেক সেলফিশের ভিড়ে তার মতো মানুষ সব অঙ্গনেই থাকা খুব দরকার৷
২ অক্টোবরের ছবিঘরটি দেখুন...
‘নিউ নর্মালে’ ফিরছে বিনোদন, খেলাধুলা
করোনার কারণে বিশ্বব্যাপী খেলাধুলা ও বিনোদন জগত একেবারে থমকে গিয়েছিল৷ এখন আবার সবকিছু শুরুর চেষ্টা চলছে, তবে স্বাস্থ্যবিধি মেনে৷
ছবি: Privat
স্বাস্থ্যবিধি মেনে নাটক, সিনেমার শুটিং
কোরবানির ঈদ থেকেই বাংলাদেশে সীমিত পরিসরে শুরু হয়েছে টিভি নাটকের শুটিং৷ ঢাকার অদূরে শুটিং স্পট পূবাইলে ২০-এর অধিক শুটিং হাউজের সবকটিই ব্যস্ত সময় পার করছে৷ ব্যস্ত উত্তরার শুটিং হাউজগুলোও৷ আর সেপ্টেম্বরের শুরু থেকেই একটু একটু করে জমতে শুরু করে ঢাকাই চলচ্চিত্রের প্রধান কেন্দ্র এফডিসি৷ ছবিতে সরকারি অনুদান পাওয়া ‘আশীর্বাদ’ চলচ্চিত্রের শুটিং দেখা যাচ্ছে৷
ছবি: Privat
শর্তসাপেক্ষে সিনেমা হল খুলছে
বাংলাদেশে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে৷ তবে শর্ত হিসেবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রি করতে বলা হয়েছে৷ দর্শকদের মাস্ক পরতে হবে৷ স্বাস্থ্যবিধি মানা না হলে হল বন্ধ করে দেয়া হতে পারে৷
ছবি: DW/M. Mamun
নাটকের মঞ্চায়ন
আগস্টে ঢাকার বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনের মঞ্চে আয়োজন করা হয় শূন্যনের নাটক ‘লাল জমিন’৷ সেপ্টেম্বর মাসে সপ্তাহের শুক্র ও শনিবার দুদিন নিজস্ব মহড়াকক্ষে স্বল্পসংখ্যক দর্শকের জন্য নাট্য প্রদর্শনীর আয়োজন করেছিল ‘প্রাচ্যনাট’৷
ছবি: Dhaka Theater
‘ড্রাইভ ইন মুভি ফেস্ট’
করোনার কারণে বিশ্বের অনেক দেশেই এ ধরনের চল দেখা গেছে৷ এবার বাংলাদেশেও সেটা আয়োজনের চেষ্টা চলছে৷ চলতি মাসেই এমন একটি উৎসব অনুষ্ঠিত হতে পারে৷
ছবি: picture-alliance/dpa
স্টেজে গাইতে না পারার আক্ষেপ
করোনার কারণে স্টেজে গান গাইতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন সাবিনা ইয়াসমিন৷ তবে সম্প্রতি তিনি সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন৷ কবরীর অনুদানের ছবি ‘এই তুমি সেই তুমি’ ছবিতে প্রথমবারের মতো সংগীত পরিচালনা করছেন তিনি৷ সম্প্রতি তেজগাঁওয়ের এক স্টুডিওতে নিজের সুর করা গানেই কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন৷
ছবি: Privat
জয়ার শর্ত
কঠোর স্বাস্থ্যবিধি মেনেই অনুদানের ছবি ‘বিউটি সার্কাস’এর শেষ দৃশ্য ধারণে অংশ নিয়েছেন অভিনেত্রী জয়া আহসান৷ এক্ষেত্রে জয়ার প্রথম শর্তই ছিল শুটিংয়ের সময় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে৷
ছবি: Privat
করোনার কারণে ছোট টিম
‘বিউটি সার্কাস’এর পরিচালক মাহমুদ দিদার জানান, অন্য সময় শুটিং টিমে প্রায় শতাধিক সদস্য থাকতো, এখন তা বড়জোর ২০-২৫ জনে নেমে এসেছে৷
ছবি: Privat
খুলছে শিল্পকলা একাডেমি
এ মাসেই শিল্পকলা একাডেমি খোলা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী এমএ খালেদ৷ তিনি বলেছেন, সামাজিক দূরত্ব বজায় রেখে একাডেমিতে প্রবেশ ও মিলনায়তনগুলোতে বসার ব্যবস্থা করা হবে৷ এ নিয়ে একটি নীতিমালা তৈরি হচ্ছে৷ যে নাট্যদলগুলো হল বরাদ্দ নেবে বা আবেদন করবে, তাদের এই নীতিমালা মেনে হল সরবরাহ করা হবে৷
ছবি: Privat
ভিড় বেশি, তাই আলো বন্ধ
১১ থেকে ২০ সেপ্টেম্বর বার্লিনে অনুষ্ঠিত হয়েছে ১৬তম ‘ফেস্টিভ্যাল অফ লাইটস’৷ এই সময় বার্লিনের বিভিন্ন ভবন আলোকিত করা হয়েছিল৷ তবে এ বছর আলো দেখতে আসা মানুষের ভিড় বেড়ে গেলে কিছু সময়ের জন্য আলো নিভিয়ে দেয়া হয়েছিল, যেন ভিড় কমে যায়৷ করোনার কারণে এই নিয়ম৷
ছবি: picture-alliance/Xinhua News Agency/S. Yuqi
অনলাইন কনসার্ট
সম্প্রতি ইতিহাসের প্রথম কোরিয়ান পপ ব্যান্ড হিসেবে যুক্তরাষ্ট্রের ‘বিলবোর্ড হট হান্ড্রেড’ সিঙ্গেলসের শীর্ষে উঠেছিল দক্ষিণ কোরিয়ার কে-পপ ব্যান্ড বিটিএস-এর প্রথম ইংলিশ সিঙ্গেলস ‘ডায়নামাইট’৷ তবে করোনার কারণে কনসার্ট করতে পারছে না বিটিএস৷ তাই হতাশ সমর্থকদের আনন্দ দিতে অনলাইনে কনসার্ট করার সিদ্ধান্ত নিয়েছে তারা৷ সৌলে অনুষ্ঠিত কনসার্টটি ১০ ও ১১ অক্টোবর অনলাইনে লাইভস্ট্রিম করা হবে৷
ছবি: picture-alliance/Yonhap
অনলাইনে মিউজিয়াম
করোনার কারণে মিউজিয়াম বন্ধ করে দিতে বাধ্য হওয়ার পর অনেক মিউজিয়াম কর্তৃপক্ষ অনলাইনে তাদের সংগ্রহ দেখার ব্যবস্থা করেছিল৷ বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে মিউজিয়াম খুললেও অনলাইনের সুযোগ এখনো রেখে দিয়েছে অনেকে৷
ছবি: TU Darmstadt/Architectura Virtualis
দর্শকহীন মাঠে আন্তর্জাতিক ক্রিকেট
জুলাইয়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরেছিল৷ করোনার কারণে খেলা হয়েছে দর্শকশূন্য মাঠে৷ এছাড়া বল চকচকে দেখাতে থুথু মেশানোর উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়াও ইংল্যান্ড সফর করেছে৷
ছবি: Getty Images/AFP/A. Dennis
আইপিএল-ও ব্যতিক্রম নয়
নিজ দেশের পরিস্থিতি অনুকূলে না থাকায় সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ খেলা হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়াম৷ তবে টিভিতে আইপিএল দেখে রোমাঞ্চিত হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা৷ উপরের ছবিটি গতবছরের৷
ছবি: IANS
বাংলাদেশের ক্রিকেট
শ্রীলঙ্কায় কোভিড-১৯ নিয়ন্ত্রণের জন্য গঠিত টাস্কফোর্সের নিয়মের কারণে সে দেশে এখনই সফরে যেতে পারছেন না টাইগাররা৷ অথচ সেই সফর দিয়েই মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন তারা৷ অপেক্ষায় ছিলেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরাও৷ আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে না পারায় এখন ঘরোয়া ক্রিকেট চালু করতে চাইছে বিসিবি৷
ছবি: Getty Images/AFP/A. Ali
বিশ্ব ফুটবলেও দর্শকহীন ম্যাচ
করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া ইউরোপীয় ফুটবল ফিরেছিল মে মাসে৷ পথ দেখিয়েছিল জার্মানির বুন্ডেসলিগা৷ এরপর একে একে ইংল্যান্ড, ইটালি ও স্পেনের লিগও শুরু হয়৷ অবশ্যই দর্শকহীন স্টেডিয়ামে৷ স্থগিত থাকা গত মৌসুমের ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগও শেষ হয়েছে৷ এখন চলছে ২০২০-২১ মৌসুমের খেলা৷ ছবিতে এক সমর্থককে টিভিতে ২১ জুন অনুষ্ঠিত লিভারপুল-এভারটনের ম্যাচটি দেখতে দেখা যাচ্ছে৷
ছবি: Reuters/M. Childs
আছে ব্যতিক্রমও
২৪ সেপ্টেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপ ফাইনালের সময় স্টেডিয়ামে ১৫ হাজারের বেশি দর্শক উপস্থিত ছিলেন৷ ইউরোপা লিগের সেরা সেভিয়াকে ২-১ গোলে হারায় চ্যাম্পিয়নস লিগের সেরা বায়ার্ন মিউনিখ৷ করোনার পর এই প্রথম দর্শকদের সামনে ফুটবল খেলেছে বায়ার্ন ও সেভিয়া৷ এছাড়া বুন্ডেসলিগার কিছু ম্যাচে অল্প সংখ্যক দর্শককে স্টেডিয়ামে উপস্থিত থাকতে দেয়া হচ্ছে৷
ছবি: Bernadett Szabo/AP Images/picture-alliance
বাংলাদেশের ফুটবল
ফুটবলপাড়া এখন ব্যস্ত নির্বাচন নিয়ে৷ করোনায় গিলে খেয়েছে পেশাদার ফুটবল লিগের একটি মৌসুম৷ বাতিল হয়েছে আন্তর্জাতিক ম্যাচও৷ আগামী ডিসেম্বর থেকে ফেডারেশন কাপ দিয়ে ঘরোয়া ফুটবল চালু হবার কথা৷
ছবি: Mir Farid
টেনিস
সম্প্রতি হয়ে গেল ইউএস ওপেন৷ তবে তাতে অংশ নেননি পুরুষ ও মহিলা এককের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল ও বিয়াঙ্কা আন্দ্রেস্কু৷ করোনা মহামারির স্বাস্থ্যঝুঁকির কারণে প্রথমজন এবং পরেরজন সে কারণেই যথাযথ প্রস্তুতি না নিতে পারায় অংশ নেননি৷ ডমিনিক থিয়েম ও নাওমি ওসাকা হয়েছেন ইউএস ওপেনের নতুন রাজা-রানি৷