যুক্তরাষ্ট্র আশা করে বাংলাদেশ সরকার যেকোনো সংঘর্ষের ঘটনার সুষ্ঠু, পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দোষীদের বিচার নিশ্চিত করবে৷
বাংলাদেশের নির্বাচনগুলো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও জানান ম্যাথিউ মিলার ৷
গত ২৪ মে বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র নতুন ভিসানীতি ঘোষণা করে ৷ এর আগে দেশটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব ও এর কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় ৷
এনএস/কেএম (দ্য ডেইলি স্টার)
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে৷ ছবিঘরে দেখে নিন ভোটের কিছু ঝলক৷
ছবি: Samir Kumar Dey/DWঢাকা ক্যান্টনমেন্ট এলাকা ও ঢাকা সিটি কর্পোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড মিলিয়ে ঢাকা-১৭ আসনটি৷ এই আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি প্রার্থী দিলেও বিএনপিসহ আরো অনেক দলই অংশগ্রহণ করেনি৷ দলই নেই।
ছবি: Samir Kumar Dey/DWএই আসনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫জন৷ ভোটশেষে দেখা গেছে যে অনেকটাই কম ভোটারদের উপস্থিতি৷
ছবি: Samir Kumar Dey/DWএই আসনে প্রতিদ্বন্দ্বী মোট আটজন প্রার্থী, যাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, ও স্বতন্ত্র প্রার্থী হিরো আলম৷
ছবি: Samir Kumar Dey/DWসামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও থেকে দেখা যায়, বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্রে হামলার শিকার হন হিরো আলম৷ তাকে মারার ছবিও প্রকাশ হয়েছে৷
ছবি: privatনির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিয়ম ও অসহযোগিতার অভিযোগ তুলেছেন আরেক স্বতন্ত্র প্রার্থী তারেকুল ইসলাম ভূঞা৷ কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সংবাদমাধ্যমের কাছে ভোট নিয়ে তাদের সন্তোষ প্রকাশ করেন৷
ছবি: Samir Kumar Dey/DWশান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষে রাশেদা সুলতানা৷ কিন্তু একই সাথে তিনি জানান যে এই সংসদের মেয়াদ অল্পদিন বাকি থাকায় ভোটারদের আগ্রহ সেভাবে দেখা যায়নি এই নির্বাচনে৷
ছবি: Samir Kumar Dey/DW