1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিরো পারফরমার চান সাকিব

২৬ অক্টোবর ২০২২

বোলিং করতে নেমে প্রথম দুই বলেই দুই উইকেট নেন তাসকিন আহমেদ৷ আর ঘুরে দাঁড়াতে পারেনি নেদারল্যান্ডস, জয় পায় বাংলাদেশ৷ আগামী ম্যাচগুলোতেও তাসকিনের মতো এমন পারফরমারই খুঁজছেন অধিনায়ক সাকিব আল হাসান৷

ছবি: Getty Images/AFP/M. Uz Zaman

সিডনিতে বৃহস্পতিবার সাউথ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ৷ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি ক্রিকেটের খেলার ধরন নিয়ে আলোচনা করলেন সাকিব৷ তার মতে, টি-টোয়েন্টিতে পারফরমার বেশি থাকবে না৷ তবে যে ভালো করবে তার পারফরম্যান্স যেন বড় হয়৷

নেদারল্যান্ডসের বিপক্ষেই যেমন৷ তাসকিন শুরুতে দলকে এগিয়ে দিয়েছেন৷ পরে আরও দুই উইকেট নিয়ে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার৷ তেমনই কেউ একজন আবার নিজেকে মেলে ধরলে প্রোটিয়াদের বিপক্ষে হাসিমুখে মাঠ ছাড়ার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক৷

‘‘টি-টোয়েন্টি আসলে মোমেন্টামের খেলা তো, মোমেন্টামটা ধরাটা খুব জরুরি এবং সেটা বজায় রাখাটাও গুরুত্বপূর্ণ৷ ওয়ানডে ও টেস্টে সাধারণত পারফরমারের সংখ্যাটা বেশি থাকে৷ টি-টোয়েন্টিতে কিন্তু অত বেশি থাকার সুযোগটা নেই৷ কম পারফরমার থাকবে কিন্তু ওদের পারফরম্যান্সটা একটু বড় হতে হয়৷”

‘‘আমি এটা আশা করছি যে, আগামীকাল (বৃহস্পতিবার) আমাদের জন্য আরেকটা সুযোগ৷ আমাদের ১১ জনের যারা খেলবে তাদের মধ্যে একজনের হিরো হওয়ার সম্ভাবনা আছে৷ তো ওই হিরোটা কে হবে সেটাই দেখার৷ ওগুলোই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করে৷”

কে হবেন সেই হিরো? নির্দিষ্ট করে কারও নাম বলতে রাজি নন সাকিব৷ যার সামনে যে সুযোগ আসবে সেটি কাজে লাগানোর মানসিকতার তাগিদ দিলেন বাংলাদেশ অধিনায়ক৷ খোলা মনে খেলা উপভোগ করার কথা বললেন বিশ্বসেরা অলরাউন্ডার৷

‘‘ওপেনারদের সুযোগ আছে ২০ ওভার ব্যাটিং করার৷ কেন তারা পারবে না? আমি বিশ্বাস করি তারা করতে পারবে৷ কিংবা আমাদের বোলাররা যেভাবে বোলিং করেছে আগেরদিন, কেন আমরা আবার ১০ উইকেট নিতে পারব না৷ তো আমাদের চিন্তাই থাকবে ওরকম৷ আমরা খোলা মনে যেতে চাই, খেলাটা উপভোগ করতে চাই, আক্রমণাত্মক থাকতে চাই৷ অবশ্যই রোমাঞ্চকর ক্রিকেট খেলতে চাই এবং দিন শেষে হাসিমুখে ফিরে আসতে চাই৷”

তাক লাগানো পারফরম্যান্সের ওপর পুরোপুরি নির্ভর করার পক্ষে নন বাংলাদেশ অধিনায়ক৷ দলগতভাবে ধারাবাহিক ভালো করার দিকেই বেশি মনোযোগ সাকিবের৷

‘‘চমকে দেওয়ার মতো কিছু হলে সেটা তো চমকই হলো৷ কিছু কিছু ব্যতিক্রম থাকে যেটা উদাহরণ হতে পারে না৷ উদাহরণ হলো যখন দলগতভাবে পারফর্ম করছে, কেউ না কেউ প্রতিদিন পারফর্ম করছে৷ দলের কেউ হয়তো ধারাবাহিকভাবে ভালো খেলছে৷ সেই দলগুলোই হয়তো দীর্ঘমেয়াদে ভালো খেলে৷ আমরা ওরকমই পারফরম্যান্স চাই৷”

তবে ব্যতিক্রমী পারফরম্যান্সের গুরুত্বটাও জানেন সাকিব৷ এমন কিছু হলে প্রতিপক্ষকে চাপে ফেলা সহজ বলে মনে করেন  বিশ্বসেরা এ অলরাউন্ডার৷  

বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘‘যদি দু-একটা ব্যতিক্রমী পারফরম্যান্স হয় সেটাকে আমরা স্বাদরে গ্রহণ করবো৷ আমরা চাইব প্রতি ম্যাচেই এরকম এক-দুইটা ব্যতিক্রমী পারফরম্যান্স হোক৷ যেটা খেলার মোড়টা ঘুরিয়ে দেয় অনেক বেশি৷ বিশেষ করে এটা যেহেতু অনেক ছোট একটা সংস্করণ৷ ওরকম একটা পারফরম্যান্স হলে প্রতিপক্ষের জন্য ঘুরে দাঁড়ানোটা অনেক বেশি কঠিন হয়ে যায়৷”

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ