1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হিলারি-প্রণব

৬ মে ২০১২

ঢাকায় হিলারি ক্লিন্টনের সঙ্গে বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস এবং ফজলে হাসান আবেদ যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন৷ আর ভারতের অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আরো সুদৃঢ় হবে৷

Mrs Clinton, Prime Minister of Bangladesch Sheikh Hasina and Bangladeshi Foreign Minister Dr Dipu Moni are seen. in Dhaka, Bangladesh, Saturday, May 5, 2012. Zugestellt von A H M Abdul Hai
ছবি: Harun Ur Rashid Swapsan

হিলারি ক্লিন্টন তাদের সঙ্গে আলোচনায় বলেছেন, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে বলে তাঁর সরকারের আশা৷ অন্যদিকে প্রণব মুখার্জি বলেছেন, বাংলাদেশ ভারত সম্পর্ক বৃহত্তর উচ্চতা অর্জন করবে৷ আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকতেই পারে৷ তবে সে সমস্যার সমাধানও সম্ভব৷

ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি সকালে ঢাকায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন৷ তিনি সেখানে বলেন, বাংলাদেশ ও ভারত সীমান্ত দিয়ে ভাগ হলেও দুই দেশের মানুষের রয়েছে সাংস্কৃতিক ঐক্য৷ রয়েছে ভালবাসার বন্ধন৷ আর এই বন্ধন আরো সুদৃঢ় হবে৷

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকতে পারে৷ কিন্তু সেই সমস্যা যে সমাধানও সম্ভব তা প্রমাণিত হয়েছে৷

প্রণব মুখার্জিছবি: AP

এদিকে প্রণব মুখার্জি দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে যেসব চুক্তি করেছে তার সবই বাস্তবায়িত হবে৷ কিছু চুক্তি বাস্তবায়নে সময় লাগছে সত্য৷ কিন্তু এ নিয়ে তাঁর সরকারের আন্তরিকতার অভাব নেই৷ বিকেলে প্রণব মুখার্জি বাংলাদেশের বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন৷

অন্যদিকে, ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন সকালে গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ব্র্যাকের চেয়ারপার্সন ফজলে হাসান আবেদের সঙ্গে বৈঠক করেন৷ বৈঠকে তাঁরা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য বিশেষ করে তৈরি পোষাকের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার চান৷ হিলারি বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন৷ যা সাংবাদিকদের জানান ড. মুহাম্মদ ইউনূস৷

তাদের সঙ্গে হিলারির বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলেচনা হয়৷ তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের আগামী নির্বাচন যেন সব দলের অংশগ্রহণে হয়৷

গ্রামীণ ব্যাংকের সর্বশেষ পরিস্থিতি নিয়েও ড. ইউনূসের সঙ্গে কথা বলেছেন হিলারি৷ তবে এ ব্যাপারে ড. ইউনূস বিস্তারিত কিছু জানাননি৷

এরপর হিলারি শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের প্রশংসা করে বাংলাদেশকে সম্ভাবনাময় দেশ হিসেবে অভিহিত করেন৷

দুই দিনের সফর শেষে হিলারি ক্লিন্টন এবং প্রণব মুখার্জি ঢাকা ত্যাগ করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ