ঝড়ের প্রাথমিক প্রভাবে কার্যত বেসামাল মেক্সিকোর একটি বড় অংশ। ক্যালিফোর্নিয়ায় লাল সতর্কতা জারি।
বিজ্ঞাপন
ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর সীমান্তে ঝড়ের দাপটে বন্যার জল ঢুকে পড়েছে। মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া অঞ্চলে বন্যার জল ঢুকেছে। মেক্সিকোর শহর এনসেনাডা থেকে প্রায় ২৫০ মাইল দূরে ঝড়টি স্থলভাগে প্রবেশ করে। রোববার ঝড়টিস্থলভাগে প্রবেশ করার পর তিহুয়ানার দিকে এগোতে শুরু করে।
ঝড়টি স্থলভাগে প্রবেশ করার আগে থেকেই গোটা অঞ্চলজুড়ে বৃষ্টি শুরু হয়ে যায়। সঙ্গে প্রবল জলোচ্ছ্বাস। তারই দাপটে বাহা ক্যালিফোর্নিয়া-সহ একাধিক জায়গায় বন্য়া শুরু হয়েছে। অ্যামেরিকার ক্যালিফোর্নিয়া এবং মেক্সিকোর বিস্তীর্ণ অঞ্চলে প্রায় ৯০ লাখ মানুষ এই ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। অ্যামেরিকায় অনেককেই নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জুলিয়া ঝড়ে লণ্ডভণ্ড ল্যাটিন অ্যামেরিকা
হারিকেন জুলিয়ার কারণে ল্যাটিন অ্যামেরিকার কয়েকটি দেশে বন্যা দেখা দিয়েছে৷ কমপক্ষে ২৬ জন মারা গেছেন৷ আর ভেনেজুয়েলায় ভূমি ধসে ৪৩ জনের মৃত্যু হয়েছে৷ এখনও নিখোঁজ ৫৬ জন৷
ছবি: Wendell Escoto/AFP
ঝড়ের শুরু
শুক্রবার কলম্বিয়া উপকূলে ঝড়ের সূত্রপাত হয়৷ শনিবার সান আন্দ্রেস দ্বীপে এটি আঘাত হানে৷ এতে ঘরবাড়ি ও কিছু অবকাঠামো সামান্য ক্ষতিগ্রস্ত হয়৷ কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় লা গুয়াখিরা রাজ্যকে দুর্যোগ এলাকা ঘোষণা করা হয়েছিল৷ প্রায় পাঁচ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে৷
ছবি: MICHAEL AREVALO/AFP
ভেনেজুয়েলায় ধ্বংসযজ্ঞ
ভারী বৃষ্টিপাতের কারণে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমের লাস তেহেরিয়াসে ভূমিধস হয়েছে৷ এতে ৪৩ জন মারা গেছেন৷ এখনও নিখোঁজ ৫৬ জন৷
ছবি: Matias Delacroix/AP Photo/picture alliance
কাদায় ঢাকা রাস্তা
বন্যা ও ভূমিধসের কারণে গাছ উপড়ে গেছে, গাড়ি ভেসে গেছে৷ ড্রোন ছবিতে দেখা গেছে, লাস তেহেরিয়াসের রাস্তা কাদায় ঢেকে গেছে৷
ছবি: Matias Delacroix/AP Photo/picture alliance
সুখি পুনর্মিলনী
ঝড়ের পর প্রতিবেশীরা কুকুর উদ্ধার করে দেয়ার পর খুব খুশি এই ব্যক্তি৷
ছবি: Matias Delacroix/AP Photo/picture alliance
ক্যাটাগরি ১ হারিকেন
রোববার রাতে নিকারাগুয়ায় যখন জুলিয়া আঘাত হানে তখন এটি দুর্বল হয়ে ক্যাটাগরি ১-এ পরিণত হয়েছিল৷ তারপরও এর প্রভাবে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া, বন্যা ও ভূমিধস হয়েছে৷
ছবি: Maynor Valenzuela/REUTERS
ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন
ঝড়ে ক্ষতিগ্রস্ত হন্ডুরাসের এই নারী তার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন৷ কারণ এবছর ল্যাটিন অ্যামেরিকায় দ্বিতীয়বারের মতো হারিকেন আঘাত হানলো৷ প্রথম হারিকেন বনি গত জুলাইতে নিকারাগুয়া ও কস্টারিকায় আঘাত হানে৷
ছবি: Wendell Escoto/AFP
প্রার্থনা
ঝড় আসার আগে এল সালভেদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে ৯ অক্টোবরকে ‘প্রার্থনা দিবস’ ঘোষণা করেছিল৷
ছবি: Jessica Orellana/REUTERS
জলবায়ু পরিবর্তন
সাধারণত জুন থেকে নভেম্বর পর্যন্ত আটলান্টিক এলাকায় হারিকেন হয়ে থাকে৷ সাম্প্রতিক সময়ে ফিওনা ও ইয়ান নামে দুটি হারিকেন উত্তর অ্যামেরিকা ও ক্যারিবিয়ানে আঘাত হেনেছিল৷ জলবায়ু পরিবর্তনের কারণে এসব হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা৷
ছবি: NOAA via AP/picture alliance
8 ছবি1 | 8
বাহা ক্যালিফোর্নিয়া এবং অ্যামেরিকার দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে বলে মনে করা হচ্ছে। দুই অঞ্চলেই ফ্লাশ ফ্লাড হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। অ্যামেরিকার ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্যায় আটকাতে রাস্তার ধারে ধারে বালির বস্তা বসানো হয়েছে। ৮৪ বছর পর এই অঞ্চলে এই ধরনের ঝড় আঘাত হেনেছে বলে হাওয়া অফিস জানিয়েছে।
পাম স্প্রিংয়ের মতো শহরে ছয় থেকে ১০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। যেখানে বছরে এখানে বৃষ্টিপাতের পরিমাণ চার দশমিক ছয় ইঞ্চি।
সান দিয়েগোর অধিকাংশ উড়ান বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি গুরুত্বপূর্ণ বেসবল ম্যাচও অন্য অঞ্চলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
এদিকে এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসে পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প হয়েছে। তারই মধ্যে ঝড়ের দাপট। ফলে এলাকার সাধারণ মানুষ রীতিমতো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।