1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হীরার মূল্য ৩ কোটি ৮০ লাখ ডলার!

১৪ অক্টোবর ২০২০

জেনেভায় নিলামে বিক্রি হবে বিশ্বের বৃহত্তম দ্যুতি ছড়ানো পার্পেল-গোলাপি রংয়ের এক টুকরো হীরা৷ বিরল এ হীরা  হংকংয়ে দর্শকদের সামনে তুলে ধরলেন এক মডেল কন্যা৷

Hongkong Diamant The Spirit of the Rose
ছবি: Tyrone Siu/Reuters

অত্যন্ত আকর্ষণীয় এই হীরার টুকরোটির মূল্য নিলামে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ তিন কোটি ৮০ লাখ ডলারে উঠবে বলে আশা করা হচ্ছে৷ নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর, জানিয়েছে জেনেভার বিশ্বখ্যাত নিলাম হাউজ সথেবী৷ রাশিয়ান ব্যালের নাম অনুসারে দ্যুতি ছড়ানো ডিম্বাকৃতির এই বিশেষ হীরাটির নাম রাখা হয়েছে  ‘দ্য স্পিরিট অফ দ্য রোজ'৷ বিশ্বের অত্যন্ত ধনী ব্যক্তিদের সম্পদের পাহাড়ের তালিকায় এখন রয়েছে অতি মূল্যবান ডিম্বাকৃতির এরকম রঙিন হীরে, জহরত ৷

নিলাম হাউজ সথেবী জানায়, রাশিয়ার হীরা ব্যবসায়ী আলরোজার মতে  ১৪.৮৩ ক্যারেটের পার্পেল-গোলাপি এই হীরাটি এখন পর্যন্ত রাশিয়ার খনিতে পাওয়া সব হীরার মধ্যে সবচেয়ে বড় আকৃতির৷

বিশেষজ্ঞদের মতে, দেখতে অত্যন্ত সুন্দর আর চকচকে গোলাপি রংয়ের হীরাটি খুবই বিরল এবং সংগ্রকারীদের কাছে মহামূল্যবান৷ মূল্যবান রত্নটি ১১ই নভেম্বর জেনেভায় নিলামে যাওয়ার আগে হংকং, সিঙ্গাপুর এবং তাইপেতে প্রদর্শন করা হবে৷

এনএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ