1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিয়েলিটি শো

৪ জুন ২০১২

অ্যাঞ্জেলা একজন চমৎকার মডেল, অটি একজন নৃত্য শিল্পী যিনি এখন একটি বাচ্চার জন্য চেষ্টা করছেন, টিফানি পোশাক ডিজাইনার এবং মিয়া একজন গ্রাফিক ডিজাইনার৷ এদের কারো ঘাড় থেকে কিংবা কারো কোমর থেকে শরীরের বাকি অংশ পঙ্গু হয়ে গেছে৷

ছবি: picture-alliance/dpa

পক্ষাঘাতগ্রস্ত এই চার নারীকে নিয়ে মার্কিন এক টেলিভিশন চ্যানেলে প্রচার হচ্ছে রিয়েলিটি শো ‘পুশ গার্লস'৷ মার্কিন সানড্যান্স চ্যানেল সোমবার এই রিয়েলিটি শো'র প্রচার শুরু করে৷ এতে ‘হুইলচেয়ারে' বসে চার নারীর সংগ্রামের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে৷ তারা উচ্চাকাঙ্খী এবং প্রাণবন্ত -- কিন্তু হুইলচেয়ারের বাস্তবতা বড় কঠিন৷ মার্কিন দর্শকরা এই কঠিন বাস্তবতা সম্ভবত আগে কখনো দেখেনি৷

২০০০ সালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান টিফানি অ্যাডামস৷ ২৯ বছর বয়সী এই হুইলচেয়ার ব্যবহারকারী বলেন, ‘‘ অনেক মানুষেরই ধারণা নেই কিভাবে একজন প্রতিবন্ধকতা নিয়ে সারাদিন কাটান, বিশেষ করে সেটি যদি মেরুরজ্জুতে আঘাত হয়৷''

তিনি বলেন, ‘‘আমরা কিভাবে গাড়ির ভেতরে প্রবেশ করি কিংবা বের হই? আমরা কিভাবে স্নানঘরে যাই? আমরা কিভাবে দোকানে যাই? আমরা কিভাবে পোশাক পরিধান করি? আমি মনে করি সারা বিশ্বকে এগুলো দেখানো চমৎকার একটি পরিকল্পনা৷''

‘পুশ গার্ল' রিয়েলিটি শো'য়ে এই চার নারীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে৷ লস এঞ্জেলসের ব্যস্ত শহরে তাদের বিচরণ অন্য সব নারীর মতই৷ তারা নাইট ক্লাবে যাচ্ছে, ছেলেবন্ধুর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছে, বন্ধুদের সঙ্গে ভালোবাসার গল্প করছে এবং কখনো কখনো ভবিষৎ নিয়ে ভাবছে৷ ১৪ পর্বের এই শো'য়ের পরিচালক গে রোসেনথাল এই বিষয়ে বলেন, ‘‘আমি হুইলচেয়ার ব্যবহারকারীদের নিয়ে একটি শো করতে চাচ্ছিলাম৷ এরপর যখন খুঁজতে গেলাম, মেয়েরাই সবার আগে আসল৷''

ঘটনাচক্রে অ্যাঞ্জেলা রকউড এর সঙ্গে পরিচয় হয় রোসেনথাল'এর৷ এরপর তাদের পরিচয় বন্ধুত্বে গড়ায় এবং রোসেনথাল তাঁর জীবনযাপনের ধরণ সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন৷ পেশায় মডেল এবং অভিনেত্রী অ্যাঞ্জেলা ২০০১ সালে গাড়ি দুর্ঘটনায় পঙ্গু হয়ে যান৷ কিছুদিন আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তাঁর৷ রিয়েলিটি শো'তে অ্যাঞ্জেলা'র মডেলিং ক্যারিয়ার ফিরে পাওয়ার লড়াই'এর ছবি ফুটে উঠেছে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম (রয়টার্স, এপি)

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ