1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুইল চেয়ারে বসে ২৫০ মিটার উঁচুতে

১৮ জানুয়ারি ২০২১

রোগীদের জন্য অর্থ সংগ্রহ করতে এক প্রতিবন্ধী হুইল চেয়ারে ২৫০ মিটার উঁচুতে ওঠেন৷ গাড়ি দূর্ঘটনায় পা হারানোর আগে ক্লাইম্বিংয়ে চারবার এশিয়া চ্যাম্পিয়ান হয়েছিলেন হংকংয়ের এই অসম সাহসী৷

BDTD Hongkong gelähmter Hochhaus Kletterer
ছবি: Tyrone Siu/REUTERS

মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন এমন রোগীদের জন্য অর্থ সংগ্রহ করতে শনিবার ১০ ঘণ্টারও বেশি সময় ধরে হুইল চেয়ার চালিয়ে চালিয়ে ২৫০ মিটার উঁচুতে ওঠেন ৩৭ বছর বয়সি লাই চি ওয়াই৷ দশ বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় সাবেক এই পর্বতারোহীর কোমরের নীচের অংশ অবশ হয়ে যাওয়ায় কোলুন উপত্যকার ৩০০ মিটার উঁচু নীনা টাওয়ারের চুড়ায় আর উঠতে পারেননি৷ লাই ২০১১ সালের আগে ক্লাইম্বিংয়ে চারবার এশিয়া চ্যাম্পিয়ানহয়েছেন৷ এক সময় সারা বিশ্বে অষ্টম ছিলেন তিনি ৷

শনিবার প্রায় অসাধ্য সাধনের পর তিনি বলেন, ‘‘আমি সত্যিই ভয় পেয়েছিলাম, পাহাড়ে ওঠার সময় পাথর বা ছোট ছোট গর্তগুলোতে ধরা যায়, কিন্তু এখন আমার গ্লাস দিয়ে শুধু  তারের দড়ির ওপর ঝুলে থাকতে হয় ৷'' তবে তার এই প্রচেষ্টায় রোগীদের জন্য ৬৭০,৬৩৯ ডলার সংগ্রহ করতে পেরে তিনি আনন্দিত৷

দুর্ঘটনার পরেও লাই তার হুইলচেয়ারেবিশেষ পুলি সিস্টেম লাগিয়ে ক্লাইম্বিং চালিয়ে যান৷ পাঁচ বছর আগে তিনি ৪৯৫ মিটার উঁচু লায়ন রক পর্বতে উঠেছিলেন৷

লাই বলেন, ‘‘আমি যে একজন প্রতিবন্ধী তা ভুলে গিয়েছিলাম৷ আমি এখনও স্বপ্ন দেখতে পারি , যা পছন্দ করি সেটা করতে পারি৷ তবে  অনেকেই প্রতিবন্ধীদের অসুবিধাগুলো বুঝতে পারে না৷ তাদের ধারণা, আমরা দুর্বল, অসহায়, আমাদের সাহায্যের প্রয়োজন৷''

 তিনি আরো বলেন, ‘‘আমি শুধু সবাইকে বলতে চাই, প্রতিবন্ধীদের এমন দুর্বল ভাবা উচিত নয়৷ তারাও অন্যদের মতোই এগিয়ে যেতে পারে, দেখাতে পারে অন্যদেরও আশার আলো৷''

এনএস/এসিবি(রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ