হুইস্কি থেকে বায়োফুয়েল!
১৮ আগস্ট ২০১০আর বন জঙ্গল না থাকলেতো সমস্যা হবে পশুপাখিদেরও৷ ফলে দেখা যাচ্ছে, একদিক রক্ষা করতে গিয়ে আরেক দিকে সমস্যা হয়ে যাচ্ছে৷
তবে স্কটল্যান্ডের বিজ্ঞানীরা এবার এমন এক জিনিস ব্যবহার করে বায়োফুয়েল তৈরিতে সমর্থ হয়েছেন, যা অন্য কাজে ব্যবহৃত হয়েছে আগেই৷ অর্থাৎ এই বায়োফুয়েল তৈরির জন্য নতুন করে কোন কিছু ধ্বংস করা হয়নি৷ কারণ জিনিসগুলো হচ্ছে ‘হুইস্কি' তৈরির দুটি উপজাত৷ মানে হুইস্কি তৈরির সময় পাওয়া দুটি উপজাত – ‘পট আলে' ও ‘ড্রাফ' - এর সমন্বয়ে বিউটানল তৈরি করেছেন বিজ্ঞানীরা৷ আর এই বিউটানলই গাড়ি চালাতে ব্যবহার করা যাবে বায়োফুয়েল হিসেবে৷ এমনটাই বলছেন মার্টিন টাঙনে৷ এডিনবার্গ নেপিয়ার বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপকই নেতৃত্ব দিচ্ছেন গবেষণা দলের৷ গত প্রায় দুই বছর ধরে গবেষণা করে এই বায়োফুয়েল তৈরিতে সমর্থ হয়েছেন তাঁরা৷
টাঙনে বলছেন, পেট্রোল বা ডিজেলের সঙ্গে পাঁচ বা ১০ শতাংশ বায়োফুয়েল ব্যবহার করে গাড়ি চালানো যাবে৷ ‘‘পাঁচ বা ১০ শতাংশ বায়োফুয়েল মানে হলো কম তেলের ব্যবহার – যেটা অবশ্যই অনেক, অনেক বড় একটা ব্যাপার,'' বলেছেন টাঙনে৷
এদিকে পরিবেশ রক্ষা বিষয়ে কাজ করেন স্কটল্যান্ডের এমন এক বিশেষজ্ঞ রিচার্ড ডিক্সন বিজ্ঞানীদের এই আবিস্কারের প্রশংসা করেছেন৷ তিনি বলেন, এর ফলে দেশের বন ও জীববৈচিত্র্য ধ্বংসের হাত থেকে রেহাই পাবে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: রিয়াজুল ইসলাম