1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুগলিতে কিশোরীকে ধর্ষণ, হত্যার চেষ্টা

১৮ জুন ২০২১

হুগলির চন্দননগরের বিলরুলি এলাকায় এক কিশোরীকে নর্দমা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ছবি: Kerry Davies/SOLO Syndication/picture alliance

কিশোরীর অভিযোগ, তাকে প্রথমে ধর্ষণের চেষ্টা করা হয়। বাধা দিলে তাকে খুনের চেষ্টা হয়।

ওই কিশোরীর বাড়ি ভদ্রেশ্বরের নবগ্রামের হরিজনপল্লিতে। বাড়িতে ঝগড়া হওয়ায় সে রাত আটটায় বেরিয়ে যায়। তারপর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার তাকে বিলরুলিতে একটি নর্দমায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। স্থানীয় মানুষরাই তাকে দেখতে পান। উদ্ধার করে তারাই কিশোরীকে হাসপাতালে নিয়ে যান।

কিশোরী জানিয়েছে, সে মোবাইল রিচার্জ করতে যাচ্ছিল। সে সময় ঘণ্টা নামে একজন তার মুখে রুমাল দিয়ে টেনে নিয়ে যায়। ঘণ্টাকে সে চেনে। কারণ, ঘণ্টা তাকে বিরক্ত করত। ফোন নম্বর দেয়ার জন্য বলত। ওই ঘণ্টা তাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিতে গেলে সে ওড়না খুলে নিয়ে তাকে শ্বাসরোধ করার চেষ্টা করে। এরপর আর ওই কিশোরীর কিছু মনে নেই।

পুলিশ জানিয়েছে, মেয়েটির পরিবারের সদস্যরা তাদের কাছে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত যুবকের নাম পার্থ চৌধুরী। সে চন্দননগরের বাসিন্দা। তার খোঁজ করা হচ্ছে। এই ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।

জিএইচ/এসজি(আনন্দবাজার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ