1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিইয়েমেন

হুতিদের হামলা রুখতে লোহিত সাগরে আন্তর্জাতিক উদ্যোগ

১৯ ডিসেম্বর ২০২৩

ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হুমকি হয়ে ওঠায় মার্কিন যুক্তরাষ্ট্র পরিস্থিতি মোকাবিলায় এক আন্তর্জাতিক কোয়ালিশনের ঘোষণা করেছে৷

যুক্তরাষ্ট্রের মিসাইলবাহী  জাহাজ (ফাইল ফটো)
যুক্তরাষ্ট্রের মিসাইলবাহী জাহাজ (ফাইল ফটো)ছবি: Taylor A. Elberg/ Us Navy/Handout/dpa/picture alliance

ইসরায়েল ও হামাসের সংঘাতের আঁচ যে সীমানা অতিক্রম করে গোটা অঞ্চলে উত্তেজনা সৃষ্টি করছে, তা বার বার স্পষ্ট হয়ে যাচ্ছে৷ উত্তরে লেবাননে হেজবোল্লাহ থেকে শুরু করে ইরান-সমর্থিত অন্যান্য শক্তিও মাথাচাড়া দিচ্ছে৷ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কার্যকলাপ এমনকি আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত সৃষ্টি করছে৷ ইসরায়েলের দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি হুথিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্যও হুমকি হয়ে উঠছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার একাধিক দেশ যৌথভাবে লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত ও এডেন উপসাগরে টহলদারির সিদ্ধান্ত নিয়েছে৷

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বাহরাইন সফরকালে এই আন্তর্জাতিক উদ্যোগের কথা জানিয়েছেন৷ তার মতে, যৌথভাবে আন্তর্জাতিক এই চ্যালেঞ্জ মোকাবিলা করার সময় এসে গেছে৷ ‘অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান' নামের বহুদেশীয় নিরাপত্তা উদ্যোগে অ্যামেরিকার পাশাপাশি বাহরাইন, ব্রিটেন, ক্যানাডা, ফ্রান্স, ইটালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেশেলস ও স্পেন যোগ দিচ্ছে বলে তিনি জানিয়েছেন৷

ইরান সমর্থিত হুথি গোষ্ঠী মধ্যপ্রাচ্যে বর্তমান সংকট শুরু হবার পর থেকে প্রায় এক হাজার মাইল দূরে ইয়েমেনের রাজধানী সানা থেকে ইসরায়েলের দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে৷ লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের উপরেও হুথি গোষ্ঠী হামলা চালাচ্ছে৷ সোমবারই এক রাসায়নিক বা তেলবাহী ট্যাংকার জাহাজের উপর ড্রোন ও জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল দিয়ে তারা হামলা চালিয়েছে৷ হুথি মুখপাত্র ইয়াহিয়া সারেনা বলেন, জাহাজের আরোহীরা বার্তার জবাব না দেওয়ায় হামলা চালানো হয়েছে৷ হুথিরা ইসরায়েলগামী সব জাহাজের উপর হামলার হুমকি দিয়ে আসছে৷ তাদের মতে, গাজায় প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সরবরাহ নিশ্চিত না করলে এমন হামলা চালিয়ে যাওয়া হবে৷ এমন হুমকির মুখে অনেক বড় জাহাজ কোম্পানি লোহিত সাগর হয়ে সুয়েজ ক্যানাল দিয়ে  জাহাজ চলাচল বন্ধ রেখেছে৷

লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের মোকাবিলা করতে আন্তর্জাতিক কোয়ালিশনের সদস্যরা ঠিক কোন ধরনের পদক্ষেপ নেবে, তা এখনো স্পষ্ট নয়৷ অ্যামেরিকার মতো হুথিদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা বা সরাসরি এই গোষ্ঠীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার মতো পদক্ষেপ নিতে বাকিরা প্রস্তুত কিনা, সেটা এখনো স্পষ্ট নয়৷ মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণার পর কোয়ালিশনের সদস্য দেশগুলি এখনো নিজেদের ভূমিকা স্পষ্ট করে নি৷

এসবি/কেএম (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ