1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুতি ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি আহত

২৪ জানুয়ারি ২০২২

সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র ছোড়েন, এতে একজন বাংলাদেশিসহ দুইজন আহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ৷

হুতি বিদ্রোহীদের সমর্থকরা (ফাইল ছবি)ছবি: Hani Mohammed/AP/dpa/picture alliance

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জেদ্দায় বাংলাদেশের কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক এ বিষয়ে বলেন, ‘‘এ পর্যন্ত যে তথ্য আমরা পেয়েছি, তাতে দুজন আহত হয়েছেন, তাদের একজন বাংলাদেশি৷ তাদের জখম গুরুতর নয়৷ আহত বাংলাদেশির বিষয়ে আমরা আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি৷’’  

দেশটির দক্ষিণাঞ্চলীয় জাযান অঞ্চলের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে রোববার জানিয়েছে ইয়েমেনে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট৷

এ ঘটনায় একজন বাংলাদেশি ও একজন সুদানি নাগরিক আহত হয়েছেন এবং ক্ষেপণাস্ত্রের আঘাতে কয়েকটি ওয়ার্কশপ ও বেসামরিক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে৷

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর এক বিবৃতিতে এ হামলাকে ‘বিদ্বেষপূর্ণ ও নিষ্ঠুর’ হিসেবে বর্ণনা করে ‘দৃঢ়ভাবে’ মোকাবেলা করার কথা বলা হয়েছে৷

এ নিয়ে আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় তৃতীয়বারের মত অন্য দেশের নাগরিক আহত হলেন বলে জানিয়েছে তারা৷  ইয়েমেন থেকে পাঠানো দুটি ড্রোন ধ্বংস করার কথাও জানিয়েছে জোট বাহিনী৷

এই বাহিনী ২০১৫ সাল থেকে ইয়েমেনের হুতি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে আসছে৷ গত সোমবার জোট বাহিনীর আরেক সদস্য দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে নজিরবিহীন এক হামলা চালায় হুতিরা৷ এতে প্রবাসী দুই ভারতীয় এবং এক পাকিস্তানি নাগরিক নিহত হন৷ এছাড়াও হুতিরা সৌদি আরবের বিভিন্ন শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ও ড্রোন পাঠিয়ে হামলার চেষ্টা করে৷

এসব ঘটনার জেরে ইয়েমেনে হুতিদের সামরিক লক্ষ্যস্থলগুলোতে বিমান হামলা জোরদার করেছে সৌদি নেতৃত্বাধীন জোট৷   

হুতিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাত করে রাজধানী সানা থেকে তাড়িয়ে দেওয়ার পর সেই সরকারকে পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট৷

ইয়েমেনের লাখো মানুষ এতে নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে৷ ক্ষমতাধর প্রতিবেশিদের ধারাবাহিক হামলায় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে দেশটি৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

গতবছর আগস্টের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ