1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুমকির মুখে বই, বইমেলা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩ নভেম্বর ২০১৫

প্রকাশক হত্যা এবং প্রকাশদের ওপর হামলার ঘটনায় বই প্রকাশ হুমকির মুখে বাংলাদেশে৷ প্রকাশকদের কথায়, ‘‘আমরা আতঙ্কিত এই ভেবে যে বই প্রকাশ করে আবার কাকে প্রাণ হারাতে হয়৷'' তাই অমর একুশে গ্রন্থমেলা নিয়েও সংশয়ে তাঁরা৷

Ekushey Buchmesse Bangladesch
ছবি: DW/Mustafiz Mamun

প্রকাশনা সংস্থা মুক্তচিন্তার কর্ণধার শিহাব বাহাদুর ডয়চে ভেলেকে বলেন, ‘‘নিহত দীপন এবং আহত টুটুল আমার বন্ধু৷ আজিজ সুপার মার্কেটে আমরা পাশাপাশি বই প্রকাশনার ব্যবসা করি দীর্ঘদিন ধরে৷ এই ঘটনার পর এখন আর অফিসে যাই না, ভয়ে আছি৷''

শিহাব বাহাদুর

This browser does not support the audio element.

তাঁর কথায়, ‘‘সামনের বইমেলার কাজ আমরা আগেই শুরু করেছি৷ পান্ডুলিপি বাছাই করছি৷ নতুন পান্ডুলিপি আসছে৷ কিন্তু এখন চিন্তায় আছি কার বই প্রকাশ করে আবার বিপদে পড়ি৷ আমরা বিবেচনা করি ভালো বই, মুক্তচিন্তার ইস্যুগুলো নিয়ে৷ কিন্তু মুক্তচিন্তার ওপর তো আঘাত আসছে৷ এ কারণে এবার বইমেলা নিয়ে সংশয়ে আছি৷ কী বই প্রকাশ করতে পারবো? আদৌ পারবে কিনা জানি না৷''

সংহতি প্রকাশনের কর্ণধার দীপক রায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘সন্ত্রাসীরা হত্যার মধ্য দিয়ে যদি বলতে চায়, কোন বই প্রকাশ করা যাবে আর কোন বই প্রকাশ করা যাবে না, তাহলে তো আমাদের হাত-পা বেঁধে দেয়া হলো৷ আমরা এই অবস্থা মেনে নিতে পারি না৷ প্রকাশক শুধু নয়, এর আগে লেখক-ব্লগারদের হত্যা করা হয়েছে৷ তাই এটা স্পষ্ট যে বই, মুক্তচিন্তা করেন যাঁরা, লেখক-প্রকাশক সবাই এখন চাপাতির নীচে৷ এটা চলতে পারে না৷''

তিনি আরো বলেন, ‘‘নিরাপত্তার বিষয়ে সরকারকেই দায়িত্ব নিতে হবে৷ তবে আমাদেরও প্রতিবাদী হতে হবে৷ আমাদেরও মাঠে নামতে হবে৷ ঘরে বসে থাকলে চলবে না৷''

দীপক রায়

This browser does not support the audio element.

তাঁর কথায়, ‘‘অমর একুশের বইমেলাকে কেন্দ্র করেই বাংলাদেশে অধিকাংশ সৃজনশীল বই প্রকাশ হয়৷ কিন্তু সৃজনশীল প্রকাশকরা হামলা বা হত্যার শিকার হওয়ায় এবার বইমেলার কী হবে, তা নিয়ে শঙ্কায় আছি৷''

এদিকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, ‘‘ব্লগার হত্যার বিচারে শৈথিল্য কেন? – এ নিয়ে মানুষের মনে প্রশ্ন আছে৷ প্রশানের মধ্যে ধর্মান্ধ লুকিয়ে আছে কিনা, যদি থাকে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে৷ ব্লগার হত্যার বিচার হলে প্রশাকরা হত্যার শিকার হতেন না৷''

ড. মিজান বলেন, ‘‘ব্লগার অভিজিৎ, ওয়াশিকুরের বাবা কি ছেলে হত্যার বিচার চাননি? তাঁরা যদি বিচার পেতেন, তাহলে দীপনের বাবা আজ আক্ষেপ করে ‘বিচার চাই না' – এ কথা বলতেন না৷ এটা তখনই হয় যখন বিচার ব্যবস্থার প্রতি অনাস্থা তৈরি হয়৷''

ব্লগার হত্যার বিচার হলে প্রশাকরা হত্যার শিকার হতেন না – সত্যিই কি তাই? আপনার মন্তব্য জানতে চাই৷ লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ