শুঁয়াপোকার মাথা ভেদ করে বেড়ে ওঠা ফাঙ্গাস বা ছত্রাকের দাম কত হতে পারে বলে আপনার মনে হয়? চীনের বেইজিংয়ে এর সর্বোচ্চ মূল্য মাঝেমধ্যে সোনার দামের চেয়ে প্রায় তিনগুণ ওঠে বলে জানিয়েছেন গবেষকরা৷
বিজ্ঞাপন
এই ছত্রাক ‘ইয়ারসেগাম্বা' নামে পরিচিত৷ চা বানাতে পানি ফোটানোর সময় এটি মেশানো হয়৷ অনেকে স্যুপের সঙ্গেও এটি মিশিয়ে খেয়ে থাকেন৷ কারণ, ইয়ারসেগাম্বা ক্যানসার থেকে শুরু করে নপুংসকতা, প্রায় সব অসুখের মহৌষধ বলে বিশ্বাস অনেকের৷ তাই চীন, নেপাল, ভুটানে এটি ‘হিমালয়ান ভায়াগ্রা' বলে পরিচিত৷ যদিও এর গুণের তথ্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়৷
মার্কিন জার্নাল ‘প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অফ সায়েন্সেস' বা পিএনএএস-এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে ইয়ারসেগাম্বাকে বিশ্বের অন্যতম মূল্যবান বায়োলজিক্যাল পণ্য হিসেবে আখ্যায়িত করা হয়েছে৷
গবেষকরা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ইয়ারসেগাম্বার দাম অনেক বেড়েছে৷ বেইজিংয়ে এর দাম কখনো সোনার চেয়ে তিনগুন বেশিও হতে পারে বলে জানান তাঁরা৷
ভায়াগ্রায় ভরসা
ভায়াগ্রা নিয়ে অনেকেরই অনেক ভুল ধারণা আছে৷ এক নজরে দেখে নেওয়া যাক কী কী ধরনের কাজে ব্যবহৃত হয় এই ওষুধটি৷ কারাই বা ব্যবহার করেন ভায়াগ্রা?
ছবি: Fotolia/jopix.de
প্রি ম্যাচিওর শিশুদের ওষুধ
একটি মেডিক্যাল জার্নাল জানাচ্ছে, প্রি ম্যাচিওর শিশুদের ক্ষেত্রে ভায়াগ্রা খুবই জরুরি ওষুধ৷ বিশেষত যেসব শিশুর জন্ম ৩৭ সপ্তাহের আগে হয়ে যায়, তাদের শরীরে নানারকম সমস্যা দেখা যায়৷ অধিকাংশেরই ফুসফুসে সমস্যা থাকে৷ সে সময় ইনকিউবিটরে রেখে শিশুদের চিকিৎসা হয়৷ ব্যবহার করা হয় ভায়াগ্রা৷ রক্তনালীতে অক্সিজেন সরবরাহে যা সাহায্য করে৷
ছবি: picture-alliance/dpa/M. Kusch
ফুলের ভায়াগ্রা
ফুলের ব্যবসা সারা পৃথিবীতেই হচ্ছে৷ বহু মানুষ এ ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত৷ কিন্তু এ ধরনের ব্যবসায় ঝুঁকিও বেশি, কারণ, ফুল খুব সহজেই নষ্ট হয়ে যায়৷ শুকিয়ে যায়৷ ফুলকে সতেজ রাখার জন্য অনেকেই ব্যবহার করেন ভায়াগ্রা৷ ইসরায়েল এবং অস্ট্রেলিয়ার গবেষকেরা দেখেছেন, ১ মিলিগ্রাম ভায়াগ্রা ফুলদানির জলে মিশিয়ে দিলে ফুলের জীবনকাল দু’গুণ হয়ে যায়৷
ছবি: picture-alliance/dpa/R. Hirschberger
জেট ল্যাগে ভায়াগ্রা
২০০৭ সালে আর্জেন্টিনার গবেষকেরা আবিষ্কার করেন যে, জেট ল্যাগে ভায়াগ্রা একটি অব্যর্থ ওষুধ৷ তবে মানুষের ওপর তাঁদের পরীক্ষাটি করেননি ওই গবেষকেরা৷ ফলে জেট ল্যাগ হলে সত্যিই ভায়াগ্রা মানুষের উপকারে আসবে কিনা, সে বিষয়ে বহু সমালোচনাও আছে তাঁদের বিরুদ্ধে৷
ছবি: picture-alliance/dpa/beyond
সাইকেল চালালে ভায়াগ্রা
অতীতে অ্যাথলিটদের কর্মক্ষমতা বাড়াতে ভায়াগ্রা তেমন সাহায্য করে না বলেই জানিয়েছিলেন গবেষকেরা৷ কিন্তু ২০০৬ সালের একটি গবেষণা বলছে, উঁচু পাহাড়ে সাইক্লিস্টদের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, ভায়াগ্রা তাদের অতিরিক্ত কর্মক্ষম করে তুলেছে৷
ছবি: picture-alliance/dpa/O. Berg
বন্যজন্তুদের বাঁচান
একসময় মনে করা হতো গন্ডারের সিং, হরিণের কস্তুরী, শিল মাছের যৌনাঙ্গ দিয়ে তৈরি ওষুধ খেলে যৌনজীবন সুখের হয়৷ যৌনতা অক্ষম ব্যক্তিদেরও ওই সমস্ত জিনিস দিয়ে তৈরি ওষুধ খাওয়ানো হতো৷ কিন্তু ভায়াগ্রা আবিষ্কারের পর বাজারে ওই সমস্ত ওষুধের চাহিদা কমে৷ বন্যপ্রাণ হত্যার পরিমাণও চোখে পড়ার মতো কমে যায়৷
ছবি: Reuters/Baz Ratner
তালিবানের বিরুদ্ধে যুদ্ধে ভায়াগ্রা
যুদ্ধের সময় শত্রুপক্ষের গোপন তথ্য পাওয়া জন্য স্থানীয় মানুষকে উৎকোচ দেওয়া নতুন কোনো ঘটনা নয়৷ কিন্তু জিনিস বা টাকা দেওয়া পুরনো হয়ে গিয়েছে৷ সব সময় তাতে কাজও হয় না৷ আফগানিস্তানে তালিবানদের বিরুদ্ধে যুদ্ধের সময় মার্কিন সেনারা অনেক সময়েই ভায়াগ্রা উপহার দিতেন৷ স্থানীয় আদিবাসীদের মধ্যে বহু বিবাহের চল আছে৷ বহু বিবাহ সেখানে স্বাভাবিক৷ বহু বয়স্ক মানুষেরই তরুণী বউ৷ ভায়াগ্রা তাদের খুবই উপকারে লাগতো৷
ছবি: F.Belaid/AFP/Getty Images
মেয়েদের ভায়াগ্রা
বহু অনলাইন দোকান মেয়েদের জন্যও ভায়াগ্রা বিক্রি করে৷ তাদের দাবি, মহিলাদেরও যৌন জীবনে ভায়াগ্রা উত্তেজিত করে৷ কিন্তু বাস্তবে তেমন কোনো তথ্য পাওয়া যায় না৷ অনেকেই গবেষণা করে দেখেছেন যে, মহিলাদের জীবনে ভায়াগ্রার কোনো প্রভাব নেই৷ অনলাইন দোকানগুলির তথ্য সম্পূর্ণ ভুয়া৷
ছবি: Reuters/Sprout Pharmaceuticals
ভায়াগ্রা ফ্যান
অভিনেতা মাইকেল ডগলাস মনে করেন, ভায়াগ্রা একটি অসাধারণ ওষুধ৷ভায়াগ্রার বিজ্ঞাপনে দেখা গিয়েছে বব ডোলের মতো মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের প্রার্থীকেও৷ ‘গডফাদার’ ছবির বিখ্যাত অভিনেতা জেমস কান একসময় বলেছিলেন যে, তিনি সামান্য ভায়াগ্রা নিয়ে থাকেন৷ ২০১০ সালে ‘প্লে বয়’ ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হেফনার একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে, ঈশ্বরের সেরা সৃষ্টির অন্যতম ভায়াগ্রা৷
ছবি: picture-alliance/B. Purvis/AdMedia
8 ছবি1 | 8
হিমালয়ের ভূপৃষ্ঠ থেকে প্রায় তিন হাজার মিটার উঁচুতে ইয়ারসেগাম্বা জন্মায়৷ এই ফাঙ্গাস প্রথমে শুঁয়াপোকার শরীরের ভেতরে ঢুকে ধীরে ধীরে তাকে মেরে ফেলে৷ এরপর মৃত শুঁয়াপোকার মাথা থেকে ইয়ারসেগাম্বা মাটি ভেদ করে উপরে উঠে আসে৷
ইয়ারসেগাম্বার জন্য বিশেষ পরিবেশের প্রয়োজন হয়৷ তাপমাত্রা হতে হবে হিমাংকের নীচে, তবে মাটির উপর সবসময় বরফ জমে থাকলে চলবে না৷ কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে এমন পরিবেশ হারিয়ে যাওয়ায় ইয়ারসেগাম্বার উৎপাদনও কমে যাচ্ছে বলে পিএনএএস-এ প্রকাশিত গবেষণায় বলা হয়েছে৷
১৯৭৯ থেকে ২০১৩ সালের মধ্যে হিমালয় রেঞ্জ এলাকায়, বিশেষ করে ভুটানে শীতকাল একটু উষ্ণ হয়ে ওঠায় ইয়ারসেগাম্বার উৎপাদন কমে গেছে৷ এই সময়ে ভুটানে তাপমাত্রা প্রায় সাড়ে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে৷
যেসব খাবার যৌনশক্তি বাড়ায়
সুখি দাম্পত্য জীবনের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ভালো বোঝাপড়া যতটা প্রয়োজন, সুস্থ যৌনজীবনও কিন্তু তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়৷ তাই জেনে নিন যৌনস্বাস্থের জন্য উপকারী কিছু খাবারের কথা৷
ছবি: Gina Sanders - Fotolia.com
উপকারী লাল মাংস
না লাল মাংস শুধু ক্যানসারের ঝুঁকি বাড়ায়, এমন নয়৷ প্রতি সপ্তাহে এক বা দু’বার লাল মাংস খাওয়া আপনার যৌনজীবনের জন্যও উপকারী৷ ইটালিয়ান গবেষকদের এক সমীক্ষা থেকে জানা গেছে এই তথ্য৷
ছবি: unpict - Fotolia.com
দুধের তৈরি খাবার খান
দুধের তৈরি খাবারে থাকে প্রচুর ভিটামিন ডি, যা এক ধরনের যৌন হরমোনের উৎপাদন বাড়াতে সহায়তা করে৷
সহজলভ্য কলা
কলা আমাদের অতি পরিচিত ফল, যা সারা বছর পাওয়া যায়৷ এই কলায় রয়েছে ব্রোমেলিয়ান যা যৌন সম্ভোগের ইচ্ছা বাড়ায়৷
ছবি: Fotolia/Topnat
ডুমুর ফলও ফেলনা নয়
ক্ষুদ্র ক্ষুদ্র দানা বিশিষ্ট ডুমুর ফলে রয়েছে অ্যামিনো অ্যাসিড, যা পুরুষদের যৌনমিলনের সময়টুকুকে আরো দীর্ঘায়িত করতে সাহায্য করে৷ এই ফল তাজা বা শুকনো – দু’ভাবেই খাওয়া যেতে পারে৷
ছবি: Colourbox/N. Evmenenko
রসালো ফল স্ট্রবেরি
স্ট্রবেরিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট নারী এবং পুরষের যৌনশক্তি বাড়াতে যেমন সহায়ক, তেমনি শরীরের ওজন কমাতেও ভূমিকা রাখে৷ জার্মান পুষ্টিবিদ হান্স ডিটার শাউপ তাই ওজন কমানোর জন্য স্ট্রবেরি খাওয়ার পরামর্শ দিয়েছেন৷
প্রাকৃতিক ভায়াগ্রা তরমুজ
তরমুজে থাকা সিট্রুলিন ধমনীকে স্বচ্ছন্দে বা শান্ত রেখে যৌনজীবনকে সুখকর করতে বিশেষ ভূমিকা রাখে৷ অ্যামেরিকার টেক্সাস রাজ্যের এ অ্যান্ড এম ইউনিভার্সিটিসহ কয়েকটি সমীক্ষার ফলাফল থেকে জানা গেছে যে তরমুজ শরীরে যৌন উদ্দীপনা বৃদ্ধি করে৷
ছবি: Getty Images
অ্যাভোকাডো খেতে পারেন
অতি সুস্বাদু এই ফলটিতে রয়েছে প্রচুর পটাশিয়াম এবং ভিটামিন বি-৬, যা নারী পুরুষ উভয়েরই যৌনশক্তি বাড়াতে ভূমিকা রাখে৷ তবে আমাদের অঞ্চলে ফলটি তেমন সহজলভ্য নয়৷
ছবি: imago/Plusphoto
কামশক্তি বাড়ায় আদা
আদার নানা গুণের কথা আমাদের কারো আর অজানা নয়৷ সর্দি, কাশি, ঠান্ডায় আমরা আদা ব্যবহার করি৷ তবে এবার ইটালিয়ান গবেষকদের করা সমীক্ষা থেকে জানা গেছে যে, আদা শরীরের রক্ত চলাচলকে সহজ করে কামশক্তি বাড়াতে সাহায্য করে৷
ছবি: picture-alliance/H. Hollemann
নারীদের জন্য উপকারী কাঠবাদাম
কাঠবাদামে রয়েছে প্রচুর ফ্যাটি অ্যাসিড, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ‘ই’, যা যৌনমিলনের উত্তেজনা জাগায়, বিশেষ করে নারীদের৷
ছবি: margo555/Fotolia
সুগন্ধী এলাচ
পোলাও, কোর্মা, মাংস, রোস্ট, কাবাব, মিষ্টি পায়েস বা সেমাই, জর্দায় সুগন্ধীয় এলাচ ছাড়া রান্নার কথা বাঙালিরা ভাবতেই পারে না! আর মশলা চা? তাতেও যে চাই এলাচ৷ কিন্তু এলাচ যে পুরুষের যৌনশক্তি বাড়াতে প্রাকৃতিক ভায়াগ্রার মতো কাজ করে, সেকথা হয়ত জানা নেই অনেকেরই৷ হ্যাঁ, এই তথ্যই দিয়েছেন ইটালিয়ান গবেষকরা৷
ছবি: Colourbox
ফিট থাকতে হবে
শুধু বিশেষ কিছু খাবার খেয়ে যৌনশক্তি বাড়িয়ে যৌনজীবনকে পুরোপুরি আনন্দময় করা যাবে, এমনটা ভাবা অবশ্য ঠিক নয়৷ এর জন্য শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি৷ সঙ্গে চাই ইতিবাচক চিন্তা, নিয়মিত ব্যায়াম, স্ট্রেস ফ্রি জীবনযাত্রা, বিভিন্ন ভিটামিন যুক্ত খাবার এবং সর্বোপরী সুখী পরিবার৷ কেবলমাত্র তবেই যৌনজীবন পুরোপুরি উপভোগ করা সম্ভব!