1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুমায়ূনের সুস্থতা বাংলা সাহিত্যের জন্যই প্রয়োজনীয়

১৮ সেপ্টেম্বর ২০১১

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় লেখক হুমায়ূন আহমেদের চিকিৎসা শুরু হবে আগামী মঙ্গলবার৷ ক্যান্সারের নিরাময়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন এই প্রতিভাবান সাহিত্যিক ও চলচ্চিত্রকার৷

হুমায়ুন আহমেদছবি: Maskwaith Ahsan

লেখালেখির মধ্য দিয়ে গত কয়েক দশকে বাংলা সাহিত্যকে একটি ভিন্নমাত্রায় তুলে ধরেছেন হুমায়ূন আহমেদ৷ দেশে বিদেশে তার কোটি কোটি ভক্ত তাই তাদের প্রিয় সাহিত্যিকের সুস্থতা কামনা করছেন৷ সম্প্রতি হুমায়ূন আহমেদের বৃহদান্তে ক্যান্সার ধরা পড়ে৷ সেজন্য তিনি বর্তমানে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যান্সার সেন্টারে চিকিৎসা নিচ্ছেন৷ প্রথমদিকে আশঙ্কা তৈরি হলেও পরে চিকিৎসকরা জানান যে আপাতত ভয়ের কিছু নেই৷ অস্ত্রোপচার ছাড়াই তার ক্যান্সারের চিকিৎসা করা সম্ভব হবে৷

তারা আরও জানিয়েছেন, হুমায়ূন আহমেদকে ছয়টি কেমোথেরাপি দেওয়া হবে৷ আগামী মঙ্গলবার এই কেমোথেরাপি শুরু হবে৷ ১১ দিনের বিরতিতে পরবর্তী কেমোথেরাপি দেওয়া হবে৷ চিকিৎসার জন্য বর্তমানে সপরিবারে নিউ ইয়র্কের লং আইল্যান্ডে অবস্থান করছেন এই জনপ্রিয় কথা সাহিত্যিক৷

রসায়ন নিয়ে উচ্চশিক্ষা এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ করলেও হুমায়ূন আহমেদের পরিচিতি ঘটে মূলত তার লেখালেখির মাধ্যমে৷ উপন্যাসের পাশাপাশি টেলিভিশন নাটক এবং পরবর্তীতে চলচ্চিত্রেও অবদান রেখে চলেছেন তিনি৷ বাংলা প্রকাশনা জগতে এই মুহূর্তে সবচেয়ে বেশি চাহিদা হুমায়ূন আহমেদের উপন্যাসের৷ তাই তাঁর আশু সুস্থ্যতা দেশের সাহিত্য জগতের জন্যই অত্যন্ত প্রয়োজনীয়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ