1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুমায়ূন আহমেদের ‘দেয়াল'

২০ জুলাই ২০১২

‘দেয়াল' কোনো রাজনৈতিক উপন্যাস নয়, এ এক ইতিহাস আশ্রিত উপন্যাস৷ এতে ইতিহাসের খলনায়কদেরকে খলনায়ক হিসেবেই দেখানো হয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ও সাহিত্যিক ড. সৈয়দ মনজুরুল ইসলাম৷

ছবি: AP

হুমায়ূন আহমেদের অপ্রকাশিত নতুন উপন্যাস ‘দেয়াল'৷ বাংলাদেশের একটি দৈনিক পত্রিকায় গত সপ্তাহে এই উপন্যাসের দু'টি অধ্যায় প্রকাশের পর দেশব্যাপি ব্যাপক সমালোচনা ও বিতর্ক তৈরি হয়েছে উপন্যাসটি ঘিরে৷

সমালোচকরা বলছেন, বঙ্গবন্ধুর হত্যাকারী কর্ণেল ফারুককে এই উপন্যাসে কিছুটা মহান করে দেখানো হয়েছে এবং বঙ্গবন্ধুর হত্যার ঘটনাটি খন্দকার মুশতাক জানতেন না বলে দেখানো হয়েছে৷

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডকে আশ্রয় করে নির্মিত হয়েছে উপন্যাসের পটভূমিছবি: Public domain

তবে, ড. সৈয়দ মনজুরুল বলেছেন, দেয়াল'এর খসড়া কপি হুমায়ূন আহমেদ তাঁকে পড়তে দিয়েছিলেন৷ ‘‘বইটি পড়ে মনে হয় নি খলনায়কদেরকে মহান করে দেখানো হয়েছে৷ বরং সমগ্র বইটি পড়লে বঙ্গবন্ধুর জন্য একধরনের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জন্মায় আমাদের মনে৷''

তবে, মনজুরুল ইসলাম বলেছেন, ‘‘বইটিতে তথ্যগত ছোটো-খাটো কিছু ভুল আছে'', যা তিনি নিজেও হুমায়ূন আহমেদকে জানিয়েছেন৷ এই ভুলত্রুটিগুলো ঠিক করে নিলে ইতিহাস আশ্রিত উপন্যাস‘দেয়াল' একটি সুখপাঠ্য বই হবে বলেই আশা করেন তিনি৷

১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড সহ অন্যান্য রাজনৈতিক ইতিহাসকে আশ্রয় করে নির্মিত হয়েছে এর পটভূমি৷ কিন্তু ঐতিহাসিক এ ঘটনার কিছু তথ্যকে ‘অসত্য' ও ‘বিকৃত' করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেল এর মৃত্যুর দৃশ্য বইটিতে যেভাবে বর্ণনা করা হয়েছে তা সঠিক হয় নি বলে রুল'ও জারি করেছে বাংলাদেশের আদালত৷ আদালত তার রুলে বলেছে, আদালত আশা করছে হুমায়ূন আহমেদ তার উপন্যাসে বর্ণিত ‘তথ্যগত অসঙ্গতি ও বিভ্রান্তিগুলো' দূর করে ইতিহাসের সঠিক ঘটনা চিত্রায়ন করবেন৷

ইতিহাস আশ্রিত এই গ্রন্থটি নিয়ে যে তুমুল আলোচনা চলছে, সেটিকে ব্যাখ্যা করতে গিয়ে ড. মনজুর বলেন, ‘‘ইতিহাস আর সাহিত্য এক নয়৷ ইতিহাসের আশ্রয়ে কল্পনাকে অবলম্বন করে সাহিত্য রচিত হয়৷ তবে, লক্ষ্য রাখতে হবে কল্পনা যেন ইতিহাসের সত্য থেকে দূরে সরে না যায়৷ হুমায়ূনের ‘দেয়াল'-ও এরকমই একটি গ্রন্থ৷ ইতিহাস থেকে দূরে সরে যায়নি৷''

কল্পনা ও ইতিহাসের মিশ্রণে তৈরি এই উপন্যাসটির দুটি অধ্যায় প্রকাশের পর পাঠকের প্রতিক্রিয়া এবং আদালতের নির্দেশনা পাওয়ার পর হুমায়ূন আহমেদ তাঁর ‘দেয়াল' বইটির খানিকটা পরিমার্জনা করবেন বলেই আশা করেন ড. মনজুরুল ইসলাম৷

প্রতিবেদন: আফরোজা সোমা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ