1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হুমায়ূন আহমেদের মৃত্যু

২০ জুলাই ২০১২

জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি বলে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সাহিত্যিক, শিল্পী এবং নির্মাতারা৷ তাঁর মৃত্যুতে সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া৷ রোববার তাঁর মরদেহ ঢাকায় আনা হবে৷

ছবি: Mustafiz Mamun

ভরা জোৎস্নায় নয়৷ শ্রাবণ মেঘের দিনে চলে গেলেন বাংলা সাহিত্যের নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ৷ একেবারে না ফেরার দেশে৷

ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করলেন ১০ মাস৷ নিউ ইয়র্কের বেলভিউ হাসপাতালে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে তাঁর পার্থিব জীবনের অবসান হল৷ শুধু একজন জনপ্রিয় কথা সাহিত্যিক নয়, আমরা হারালাম একজন নাট্যকার, পরিচালক এবং ব্যতিক্রমী সৃষ্টিশীল এক মানুষকে৷ যেমন বললেন আরেক শক্তিমান কথা সাহিত্যিক সৈয়দ শামসুল হক৷

হুমায়ূন আহমেদ সৃষ্টি করেছেন, নির্মাণ করেছেন, দিয়েছেন নির্দেশনাও৷ নতুন ধারার চলচ্চিত্রে দেখিয়েছেন চমক আর মুন্সিয়ানা৷ বললেন আরেক নাট্যকার নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু৷

হুমায়ূন আহমেদছবি: Mustafiz Mamun

তাঁর সঙ্গে যাঁরা কাজ করেছেন, তাঁরা তাঁর কাছ থেকে নিয়েছেন দু'হাত ভরে৷ আর তিনিও দিয়েছেন উজাড় করে৷ এমনই বললেন জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদ৷

আলী যাকের বললেন, এই অকালের দিনে হুমায়ূন তরুণদের বইয়ের পাতায় ফিরিয়ে নিয়ে গিয়েছেন৷

নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে তাঁর প্রথম দফা জানাজা হয়েছে৷ মরদেহ ঢাকায় আনা হবে রোববার৷ আর তাঁকে চিরনিদ্রায় শুইয়ে দেয়া হবে গাজীপুরে তাঁর নিজ হাতে গড়া প্রিয় নুহাশ পল্লিতে৷ জানালেন ঢাকায় অবস্থানরত তাঁর ছোটভাই আহসান হাবিব৷

১৯৪৮ সালের ১৩ই নভেম্বর নেত্রকোনা জেলায় জন্ম নেন জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ৷ গত বছরের ১৪ই সেপ্টেম্বর তিনি ক্যান্সারের চিকিৎসা করাতে মার্কিন যুক্তরাষ্ট্রে যান৷ মাঝে একবার দেশে ফিরলেও, আবারো তিনি ফিরে যান যুক্তরাষ্ট্রে৷ বলেছিলেন ফিরে আসবেন৷ কিন্তু আর আসবেন না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ