1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্মৃতিচারণ

২৭ আগস্ট ২০১২

প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ভাগনি শবনম হায়দার শর্মি৷ যার কাছে এখনও হুমায়ূন আহমেদ রয়ে গেছেন একজন বড় মামা হিসেবে৷ মামার সাহিত্যের একজন ভক্তও তিনি৷ ডয়চে ভেলের সঙ্গে শর্মির স্মৃতিচারণে উঠে এসেছে বড় মামার নানাদিক৷

ছবি: Adnan Sadeque

পরিবারে হুমায়ূন আহমেদের পরেই ছিলেন তাঁর বোন সুফিয়া হায়দার, যাঁকে হুমায়ূন আহমেদ অনেক বইতে শেফু নামে উল্লেখ করেছেন৷ তাঁর মেয়ে শর্মি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘‘কাজিনরা আমরা প্রায় একই বয়সের৷ আর আমরা বড় মামার সঙ্গেই বেশি ঘনিষ্ঠ ছিলাম৷ প্রতি ঈদে আমরা উপহার পেতাম৷ আমরা সবাই নোভা, শিলা প্রায় একসঙ্গেই থাকতাম৷ বড় মামা আমাদের বকা দিলে আমরা যদি কাঁদতাম তখন তিনি আমাদের খুব ভালো কোনো উপহার দিতেন৷ অবশ্য বড় মামা আমাদের খুব একটা দিতেনা না, তবে দিলে আমাদের খুশিই লাগতো কারণ আমরা জানতাম পরে তিনি আমাদের উপহার দেবেন৷ ঈদের সময় নোভা আর আমি একই রকম জামা পেতাম৷ ঈদের জন্য আমি সব কিছু নতুন কিনতাম, তাতে আমার একটি বাক্স থাকতো, আর মামা আমাদের সব কিছু কিনে দিতো৷ মজা হতো ঈদের সেলামি দেওয়ার সময়৷ মামা যার বয়স যত তার দ্বিগুন সেলামি দিতো, মানে আমার বয়স যদি ছয় হতো তাহলে আমি পেতাম ১২ টাকা সেলামি৷''

Interview of Shabnam Haider Sharmi on Humayun Ahmed - MP3-Mono

This browser does not support the audio element.

ঈদের দিন রাতের বেলায় নানার বাসায় যাওয়ার নিয়ম ছিলো বলে স্মরণ করেন জার্মান প্রবাসী শর্মি৷ তখন মামা হুমায়ূন আহমেদ একটি বক্সে সবার নাম লিখে রাখতেন আর একে একে নানু সেই নামগুলো তুলতো৷ সবশেষে যার নাম উঠবে সে একটি পুরস্কার পাবে৷ কোন সময় চকলেট, খেলনা কিংবা টাকা৷ এভাবে আমরা খুব মজা করতাম৷ নিজের বিয়ের সময় নুহাশ পল্লীতে অনুষ্ঠানের কথা মনে করতে গিয়ে শবনম হায়দার শর্মি বলেন, ‘‘সেই সময় মামা আমার জন্য পাল্কির ব্যবস্থা করেছিলেন৷ আমার বিয়ে উপলক্ষে সেই প্রথম আমার পালকিতে চড়া৷''

মামা হুমায়ূন আহমেদ যখন লিখতেন তখন তাঁকে দেখতেন কিভাবে তিনি একের পর পৃষ্ঠা লিখে রাখছেন৷ ‘‘আমি আর নোভা আগেই সব পড়ে ফেলতাম,'' বলেন শর্মি৷ মামাদের সঙ্গে বসে ভূতের গল্প, এমনকি মাঝে মধ্যে প্ল্যানচেটও করা হতো বলে জানান তিনি৷

হুমায়ূন আহমেদের মাধ্যমে সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও পরিচিত হয়েছেন শর্মি৷ তবে হুমায়ূন আহমেদ তার কাছে বড় মামাই হয়ে থেকেছেন, সাহিত্যিক হিসেবে নয়৷ যদিও তাঁর সব লেখা পড়েছেন শর্মি৷ হুমায়ূন আহমেদের সাহিত্য সম্পর্কে তার মূল্যায়ন, ‘‘খুবই সহজ লেখা, কিন্তু তার ভেতরে অনেক গভীর কথা থাকে৷ তার লেখা আমার কাছে চুম্বকের মত লাগে৷''

সাক্ষাৎকার: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ