আধুনিক নাগরিক জীবনযাত্রা যে বেশিরভাগ ক্ষেত্রে স্বাস্থ্যকর নয়, অনেকেই হাড়ে হাড়ে সেটা টের পান৷ কিন্তু আচমকা বাড়াবাড়ি কসরত করাও উচিত নয়৷ এক ব্যক্তি বিশেষজ্ঞের পরামর্শ মেনে সুস্বাস্থ্যের পথে ফিরে তার সুফল ভোগ করছেন৷
বিজ্ঞাপন
টর্স্টেন ভেন্ট এখন চুটিয়ে খেলাধুলা করেন৷ অথচ তার অতীতটা এমন নয়৷ স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, ‘‘আমি অনেক প্রকল্প আয়োজন করেছি৷ অক্লান্ত পরিশ্রম করেছি৷ সারাক্ষণ বাইরে বাইরে থেকেছি৷ নিজেকে কিন্তু লুকিয়ে রাখতাম৷''
এমন জীবনযাত্রার পরিণাম ভালো হয় না৷ উচ্চতার তুলনায় তাঁর ওজন অস্বাভাবিক মাত্রায় বেড়ে গেছে৷ ফলে হৃদযন্ত্রের উপর মারাত্মক চাপ পড়েছে৷ হৃদরোগ বিশেষজ্ঞ ড. ফ্রাংক ক্র্যুমেল তাঁর জন্য চরম সতর্কতা জারি করেছেন৷ তিনি বলেন, ‘‘হৃদযন্ত্রের পাম্পিং ক্ষমতা অত্যন্ত সীমিত হয়ে পড়েছে৷ আপনার ক্ষেত্রে ৩৬ শতাংশ৷ স্বাভাবিক মাত্রা ৫৫ শতাংশ৷''
তবে একইসঙ্গে তিনি সাহসও দিচ্ছেন৷ টর্স্টেন চাইলে নিজেই অবস্থা বদলাতে পারেন৷ তিনি যথেষ্ট নড়াচড়া করে ওজন কমাতে পারলে তাঁর হৃদযন্ত্রেরও উপকার হবে৷ টরস্টেন ভেন্ট বলেন, ‘‘বোধোদয় ঘটতে মাস তিনেক সময় লাগলো৷ তারপর একবার হাঁটতে বেরিয়ে নিজেকে বললাম, এই মুহূর্ত থেকে তোমার নিজের হাতে নিয়ন্ত্রণ তুলে নিতে হবে৷''
সেই দিন থেকে তিনি ওজনের দিকে নজর রাখছেন৷ প্রতিদিন নিজের ওজন মাপছেন৷ টর্স্টেনের মতো দুর্বল হৃদযন্ত্রের মানুষের জন্য এমনটা করা জরুরি৷ এভাবেই ওজন নিয়ন্ত্রণ করা যায়৷
ডাক্তারের পরামর্শে তিনি নিজের খাদ্যাভ্যাসও বদলে ফেলেছেন৷ অত্যধিক মাংসের বদলে মাছ, শাক-সবজি ও স্বাস্থ্যকর তেল খাচ্ছেন৷ হাতেনাতে ফলও পাওয়া গেছে৷ এক বছরে টর্স্টেন ২০ কিলোগ্রাম ওজন কমিয়েছেন৷ তাঁর মতে, ‘‘আজ আমি সুপারমার্কেটে গেলে আমার ঝুড়ি দেখলে মনে হবে আমি যেন বাগানের উপকরণ কিনছি৷''
হার্ট অ্যাটাকের ছয় লক্ষণ
হার্ট অ্যাটাকের লক্ষণগুলো না জানা বা না বোঝার কারণে ডাক্তারের কাছে যেতে অনেক সময় এতটাই দেরি হয়ে যায় যে, তখন আর কিছুই করার থাকে না৷ তাই হার্ট অ্যাটাক সম্পর্কে সচেতন হতে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণগুলো জেনে নিন৷
ছবি: picture-alliance/dpa
অসহ্য ব্যথা
দেখা গেছে হার্ট অ্যাটাকের আগে বুকে অসহ্য ব্যথা হয় এবং এই ব্যথা কমপক্ষে পাঁচ মনিট স্থায়ী হয়৷ ব্যথা সাধারণত বুক থেকে হাতে এবং পেটের ওপরের দিকে যায়৷ তাছাড়া কোমর, ঘাড়, গলা এবং চোয়ালেও অনুভূত হতে পারে এই ব্যথা৷ তবে শুধু ব্যথা নয়, সেই সাথে বুকে জ্বালাও হয় অনেক সময়৷
ছবি: Colourbox/E. Wodicka
বুকে টান বা চাপ লাগে
হার্টের বহু রোগীই জানান, তাঁরা হার্ট অ্যাটাক হওয়ার আগে বুকে ভীষণ চাপ বা টান অনুভব করেছেন৷ এবং সেই সাথে তাঁদের মনে হয়েছে যে, বুকের আশেপাশে শক্ত কী যেন চাপ দিয়ে আটকে রেখেছে৷
ছবি: nebari/Fotolia
বমি, বমিভাব, নিঃশ্বাস নিতে অসুবিধা
বমিভাব, বমি হওয়া বা নিঃশ্বাসে কষ্ট হওয়ার মতো উপসর্গও দেখা দেয় অনেকক্ষেত্রে, বিশেষ করে নারীদের মধ্যে৷ এ সব লক্ষণকে সাধারণ ব্যাপার ভেবে অনেকেই গুরুত্ব দেন না৷ তবে যাঁদের এই লক্ষণগুলো প্রথমবারের মতো একসাথে দেখা দেয়, তাঁদের অবশ্যই যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তি হওয়া উচিত৷
ছবি: Colourbox/absolutimages
ভয়ে ঘেমে যাওয়া ও ফ্যাকাসে চেহারা
যাঁদের হার্ট অ্যাটাক হয়ে গেছে, সেরকম অনেক রোগীই জানিয়েছেন যে, কোনো কারণে ভীষণ ভয় বা আতঙ্ক থেকেও হার্ট অ্যাটাক হতে পারে৷ সে সময় শরীর প্রচণ্ড ঘামতে এবং ত্বক রক্তশূন্য হয়ে ফ্যাকাসে দেখায়৷ এমন অবস্থায় দেরি না করে সাথে সাথেই রোগীকে ইমারজেন্সিতে নিয়ে যেতে হবে৷
ছবি: Colourbox
জরুরি ব্যবস্থা
হার্ট অ্যাটাক বা মস্তিষ্কে রক্তক্ষরণ, অর্থাৎ স্ট্রোক হলে সেক্ষেত্রে রোগীর সুস্থতা নির্ভর করে তাঁকে কত তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়া হয়েছে, তার ওপর৷ তাই এই লক্ষণগুলো দেখা দিলে কোনোভাবেই দেরি নয়! বরং প্রয়োজনে আশেপাশের যে কোনো মানুষের সাহায্য নিতে দ্বিধা না করাই স্রেয়!
ছবি: picture-alliance/dpa
বিশেষ পরীক্ষা
সত্যি হার্ট অ্যাটাক হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য হার্টের অন্যান্য জরুরি পরীক্ষার পাশাপাশি প্রথমেই যে রক্ত পরীক্ষা প্রয়োজন, তা হচ্ছে ‘কার্ডিঅ্যাক ট্রপোনিন’৷ তাই বুকে ব্যথা শুরু হলে দেরি না করে ডাক্তার দেখান অথবা জরুরিভিত্তিতে হাসপাতালে যান৷
ছবি: picture-alliance/dpa
6 ছবি1 | 6
স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে ওজন কমানোর ক্ষেত্রে শুধু সঠিক খাদ্য খেলেই চলবে না, সেইসঙ্গে নিয়মিত খেলাধুলাও করতে হবে৷ টর্স্টেন আলস্য ঝেড়ে ফেলে সেই পথ বেছে নিয়েছেন৷ ফলে তাঁর হৃদযন্ত্রেরও উপকার হচ্ছে৷ হৃদরোগ বিশেষজ্ঞ প্রোফেসর ড. হার্ম ভিনব্যার্গেন বলেন, ‘‘হৃদযন্ত্র একদিকে আরো কম চাপে কাজ করতে শেখে৷ তথাকথিত ‘আফটারলোড' বা প্রতিরোধ কমে যায়৷ দুর্বল হৃদযন্ত্রের ক্ষেত্রে অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যায়৷ নিয়মিত খেলাধুলা করলে সেটা কমে যায়৷''
টর্স্টেন ধীরে ধীরে খেলাধুলা শুরু করে ভালোই করেছেন৷ হৃদরোগ বিশেষজ্ঞও সেই পরামর্শ দিয়েছিলেন৷ সঙ্গে কিছু ব্যায়ামও দেখিয়ে দিয়েছিলেন৷ ড. ক্র্যুমেল বলেন, ‘‘কেউ যদি কখনো হাঁটতে না বেরিয়ে থাকে, তাকে সবার আগে ব্রিস্ক ওয়াকিং করতে বলি৷ তারপর বলি নিজের ক্লান্তি নিজেই অনুভব করো৷ না পারলে কোনোমতেই জোর করে চালিয়ে যাওয়া উচিত নয়৷ তখন গতি কমিয়ে ধীরে ধীরে বাসায় ফিরে যেতে হবে৷ আধ ঘণ্টা হেঁটে বাসায় ফিরে ক্লান্ত হয়ে পড়াই আদর্শ অবস্থা৷''
নিজের বাসার একটি ঘরে টর্স্টেন ছোট একটি জিম গড়ে তুলেছেন৷ সেখানে বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের সঙ্গে তিনি ব্যায়াম করেন৷
এক বছর অনুশীলনের পর এখন তাঁর অবস্থার অনেক উন্নতি হয়েছে৷ হৃদযন্ত্র অনেক ভালোভাবে কাজ করছে এবং তিনি নিজে বেশ ভালো বোধ করছেন৷
সিগরুন ডামাস/এসবি
মুক্ত হাওয়ায় ব্যায়াম করুন, বেশিদিন তরুণ থাকুন
তারুণ্য ধরে রাখতে কে না চায় ? আর সেজন্য স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি ব্যায়াম করা খুবই জরুরি৷ তবে সে ব্যায়াম বা খেলাধুলা যদি চার দেয়ালের মধ্যে না করে খোলা আকাশের নীচে করা হয়, তাহলে দীর্ঘদিন তারুণ্য ধরে রাখা সম্ভব৷
ছবি: Fotolia/kab-vision
খোলা আকাশের নীচে ব্যায়াম
বাড়ির বাগানে, বড় বারান্দায় কিংবা পার্কের মতো যে কোনো খোলা জায়গায় ব্যায়াম করা যেতে পারে৷ যদি একা করতে ভালো না লাগে, কোনো গ্রুপের সাথে করতে পারেন, কিংবা পরিবারের কাউকে সাথে নিতে পারেন৷ এতে শরীর যেমন ঠিক থাকবে, তেমনি আনন্দও হবে৷
ছবি: dapd
মা ও শিশু
মুক্ত বাতাস সকলেরই প্রয়োজন আর মুক্ত বাতাস উপভোগও শুরু করা যায় শৈশব থেকেই৷ ছবিতে দেখুন সদ্য জন্ম হওয়া সন্তানের মায়েরা তাদের শিশুদের নিয়ে মুক্ত বাতাসে হাঁটছেন৷ এতে মা এবং শিশুর ভালো ঘুম হয় ও শরীর মন ভালো থাকে৷ ফলে পুরো পরিবারেই শান্তি বিরাজ করে৷
ছবি: picture-alliance/dpa/W. Grubitzsch
সাইকেল চালান
সাইকেল চালাতে যদি ভালো লাগে, তাহলে তো কথাই নেই৷ চারিদিকের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে ডায়াবেটিস, স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে পারেন৷ তাছাড়া সাইকেল চালালে শুধু তরুণই থাকবেন না, এ অভ্যাস আপনার শরীরের গঠনকেও করবে আকর্ষণীয়৷
ছবি: picture-alliance/Bildagentur-online/Klein
শৌখিন খেলা গল্ফ
গল্ফ এমন একটি খেলা যা প্রায় সারাজীবন বা বুড়ো বয়সেও খেলা সম্ভব৷ তরুণ্য ধরে রাখতে ও ফিট থাকতে পশ্চিমা বিশ্বের এই শৌখিন খেলাটি অনেকই খেলেন৷ সুযোগ থাকলে যে কেউ খেলতে পারেন৷
ছবি: Fotolia/Kzenon
সুখ হরমোন
জার্মানির অ্যান্টি এইজিং বিশেষজ্ঞ ড. ব্যার্নড ক্লাইনে-গুন্ক জানান, মুক্ত বাতাসে ব্যায়াম বা খেলাধুলা করার সময় শরীরে সুখ হরমোন আরো সক্রিয় হয়, ফলে হৈ চৈ বা আনন্দ করার আগ্রহ আরো বেড়ে যায়৷
ছবি: picture-alliance/dpa/M. Hitij
প্রকৃতির কাছাকাছি থাকুন
নিজের ইচ্ছেমতো যেদিকে হাঁটতে ইচ্ছে করে হাঁটুন বা জগিং করুন৷ তবে তা সবুজ সুন্দর কোনো জায়গায়, কারণ, স্বাস্থ্যকর খাবার আর বদ্ধ ঘরের ব্যায়াম মানুষকে ফিট রাখলেও চেহারায় তারুণ্যের ভাবটি হারিয়ে যেতে পারে৷ তাই সুন্দর, সুস্থ, ও তরুণ থাকতে চাইলে প্রকৃতির কাছাকাছি থাকুন৷ মুক্ত বাতাস সেবন করুন৷
ছবি: picture-alliance/dpa/B. Settnik
স্বাস্থ্যকর খাবার
সুস্থ ও তরুণ থাকতে হলে চাই স্বাস্থ্যকর খাবার আর সেকথা কে না জানে৷ তবে হ্যাঁ, খাবারের সে তালিকায় থাকতে হবে প্রচুর ফলমূল, শাক-সবজি, মাছ, শস্যদানা বা আঁশযুক্ত খাবার৷ এছাড়া যথেষ্ট পানিও অবশ্যই পান করতে হবে৷