1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হৃদয়ের জন্য চিকিৎসা

শ্টেফান ডেগে / আরবি২৯ জুলাই ২০১৩

মাঝে মাঝে উভে রিসকের দৃষ্টি জানালা দিয়ে রাইনের দিকে চলে যায়৷ কিছুদিন আগেই বন্যায় মানুষের সহায় সম্পত্তি বাড়িঘর ভাসিয়ে নিয়েছিল রাইন নদী৷ ক্ষতির পরিমাণ বিলিয়নে দাঁড়িয়েছিল৷

Rote Nelken schwimmen am Sonntag (17.04.2005) vor dem Mahnmal der Gedenkstätte des früheren Konzentrationslagers Ravensbrück bei Fürstenberg auf dem "See der Tränen", in den die Asche der ermordeten Häftlinge gekippt worden war. Bei einer Gedenkveranstaltung wird an den 60. Jahrestags der Befreiung des Lagers gedacht. Zwischen 1939 und 1945 sind 132.000 Frauen und Kinder, 20.000 Männer und 1.000 Mädchen des "Jugendschutzlagers Uckermark" als Häftlinge registriert worden. Foto: Jens Büttner +++(c) dpa - Report+++
ছবি: picture-alliance/ZB

সেই সময় হাজার হাজার মানুষকে সাহায্য দিতে হয়েছে৷ উভে রিসকে জার্মানির রাইনল্যান্ড অঞ্চলের একটি প্রোটেস্ট্যান্ট গির্জার যাজক৷ ‘এমার্জেন্সি কাউন্সেলিং' করেন তিনি৷ অর্থাৎ দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ বা যে কোন সংকটে মানুষের পাশে এসে দাঁড়ান তিনি৷ শোনান সান্ত্বনার বাণী৷

শুধু সাহায্য চাইলেই যেতে পারেন যাজকরা

এলবে নদীর তীরে বন্যার কবলে পড়া মানুষদের সাহায্য করতে চেয়েছিলেন এই যাজক৷ কিন্তু সেখানে তাঁর ডাক পড়েনি৷ শুধু সাহায্য চাইলেই উভে রিসকের মতো যাজকরা ঘটনাস্থলে যেতে পারেন, বিপদে পড়া মানুষদের দিতে পারেন প্রবোধ৷ আর এই রকম দুর্ঘটনা জার্মানিতে অহরহ ঘটছে৷

বড় কোনো দুর্ঘটনা ঘটলে মানুষের জীবন আমূল বদলে যায়৷ যেমনটি ঘটেছে ১২ বছরের মেয়েটির বেলায়৷ বাবাকে করিডোরে মৃত দেখতে পায় সে৷ বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কষ্টটা হৃদয় ছুঁয়ে যায় উভে রিসকের৷ তিনি নিজেও তো ছয় সন্তানের বাবা৷

ভুক্তভোগীদের কাছে যাওয়া, পাশে থাকা, তাদের মনের অবস্থা বুঝতে চাওয়া এই সবই হলো উভে রিসকে-এর জরুরি সাহায্যের রেসিপি৷ অকুস্থলে পৌঁছে প্রায়ই এক বিশৃঙ্খল অবস্থার সম্মুখীন হন তিনি৷ পুলিশ, দমকল বাহিনীর লোকজন ব্যতিব্যস্ত৷ ডাক্তাররা আহতদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছেন৷ এই রকম অবস্থায় সম্ভব হলে সান্ত্বনা দিতে চেষ্টা করেন রিসকে দুর্ঘটনায় পড়া মানুষদের৷

২০১০ সালে ডুইসবুর্গের লাভ প্যারেড সংগীত উত্সবে ভিড়ের চাপে ২১ জন মারা যায়৷ আহত হয় ৫০০ জন৷ ১৬০ জন ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট যাজক বেঁচে যাওয়া মানুষ ও উদ্ধারকর্মীদের সান্ত্বনা দিতে এগিয়ে গিয়েছিলেন৷

মনের অবস্থা তুলে ধরেন

‘‘ভুক্তভোগীরা প্রথমে খোলাখুলি কথা বলেন৷ তাদের মনের অবস্থা তুলে ধরেন৷'' জানান রিসকে৷ ‘‘আমি তাদের সঙ্গে মিলে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করি৷ তাদেরকে কথা বলতে দেই৷ কোনো মন্তব্য করি না৷ কেননা এটাই হলো প্রথম পদক্ষেপ৷ যে পথে তাদের নিজেদেরই যেতে হবে৷'' তিনি শুধু এই পথে সঙ্গী হতে পারেন৷ হয়তো কিছুটা নোঙরের কাজ করতে পারেন, এর বেশি নয়৷ সুরাহা করা তাঁর কাজ নয়৷ ‘‘একথা প্রযোজ্য এমন সব মানুষের জন্যও, যারা কোনো দুর্ঘটনায় নিজেকে দোষী মনে করে, যাদের মনে একটা অপরাধবোধ কাজ করে৷'' যেমন কোনো ট্রেনচালক যদি সিগন্যাল খেয়াল না করে চরম বিপর্যয় ডেকে আনেন৷

উভে রিসকে প্রায় মধ্য বয়সে পৌঁছেছেন৷ যাজকের প্রশিক্ষণ শেষ করে বন শহরের একটি স্কুলে ধর্ম ও ইতিহাস পড়িয়েছেন তিনি৷ তিন বছর ধরে তিনি রাইনল্যান্ড-এর একটি গির্জায় এমারজেন্সি কাউন্সেলিং করছেন৷ অর্থাৎ জরুরি অবস্থায় মানুষকে সহানুভূতির স্পর্শ দেন তিনি৷ সংকটের মুহূর্তে কোথা থেকে শক্তি পান তিনি? এই প্রশ্ন করা হলে উভে রিসকে জানান, পরিবার থেকে তো অবশ্যই৷ তবে বিপর্যস্ত মানুষদের ব্যথার সাথী হওয়ার সময়ও শক্তি অর্জন করেন তিনি৷ এটা যেন একধরনের উপহার৷

বনের জরুরী সেবা কেন্দ্রছবি: DW/S. Dege

‘‘যে ব্যথা বেদনার সম্মুখীন হই আমি, তা অন্য একজন মানুষের৷ এটা আমার যন্ত্রণা নয়৷ তাদের প্রতি অনুকম্পা নয়, সমবেদনা জানাই আমি৷''

প্রয়োজন প্রশিক্ষণের

এসবের জন্য প্রশিক্ষণ প্রয়োজন৷ কঠিন কোনো দুর্ঘটনা ঘটলে টিমের সঙ্গে আলোচনা করে নিতে হয়৷

উভে রিসকে একজন বিনয়ী মানুষ৷ শক্ত সমর্থ৷ সোজা হয়ে হাঁটেন৷ চোখে চশমা৷ সামনের মানুষটিকে গভীর দৃষ্টিতে দেখেন তিনি৷ বোঝার চেষ্টা করেন তার মনের অবস্থা, ঝড়ঝাপটা৷ উভে রিসকে বলেন, ‘‘বিশ্ব হলো ঈশ্বরের সুন্দর সৃষ্টি৷ যতই আমি লক্ষ্য করি যে, সব কিছু কত ভঙ্গুর, ততই আমার নিজের জীবন মূল্যবান মনে হয় আমার কাছে৷'' কোনো কিছুই আপনা-আপনি হয় না৷ এ ব্যাপারে সবসময় সচেতন তিনি৷

‘‘আমার সন্তানদের সুস্থ দেখতে পাওয়া প্রতিটি দিনের জন্য আমি কৃতজ্ঞ৷'' জানান উভে রিসকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ