1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেঁশেলে বলিউডের হিরোইন

২৭ আগস্ট ২০১০

কারিশমা কাপুর, জুহি চাওলা এবং রাভিনা ট্যান্ডনের মত বলিউড স্টাররা যদি হঠাৎ করে হেঁশেলে ঢোকেন তাহলে কেমন হয় বলুনতো? ঠিক এমনটাই কিন্তু হতে চলেছে৷ রান্না-বান্নায় নিজেদের দক্ষতাই এবার জনগণকে দেখাতে চাইছেন তাঁরা৷

বলিউড স্টার জুহি চাওলাছবি: UNI

টেলিভিশনে এক রান্নার অনুষ্ঠান 'কিচেন চ্যাম্পিয়ন'-এ অংশ নিচ্ছেন এই তিন বলিউড স্টার৷ প্রতিদিনের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেত্রী রোনিত রায়৷ গত দুটি মৌসুমে অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে৷ এটি তৃতীয় মৌসুম৷ অনুষ্ঠানের প্রধান অশ্বিনী ইয়ার্দি বলেছেন, গত দুই মৌসুমে সাফল্যের পর, সিদ্ধান্ত নেয়া হয়েছে, তৃতীয় মৌসুমের প্রতি সপ্তাহে সেলিব্রিটিদের আনা হবে৷ আর সেই সিদ্ধান্ত অনুযায়ীই আসছেন এই তিন হিরোইন৷

'কিচেন চ্যাম্পিয়ন'-এর তিন নম্বর এপিসোডটি প্রাচারিত হবে সোমবার৷ এই তিন নম্বর এপিসোডের নাম দেয়া হয়েছে , 'হাসিনাও কা এলান-এ জং'৷ যার বাংলা করলে দাঁড়ায়, যুদ্ধে অবতীর্ণ নারীরা৷ প্রথম দুটি মৌসুমে অংশ গ্রহণ করেছিলেন টেলিভিশন স্টাররা৷ তবে এই তৃতীয় মৌসুমে অংশ নেবেন, ছাত্র-ছাত্রী, গৃহবধূ, কর্মরত নারী, এমন কি নানি-দাদিরাও৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ