1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেলিভিশনে জুলিয়ান আসঞ্জ

১৯ এপ্রিল ২০১২

মঙ্গলবার ছিল উইকিলিক্স'এর প্রতিষ্ঠাতা জুলিয়ান আসঞ্জ'এর নতুন টেলিভিশন অনুষ্ঠানের প্রথম সম্প্রচার৷ আসঞ্জ নিজে এখন যুক্তরাজ্যে গৃহান্তরীণ৷ সেখান থেকেই ভিডিও কনফারেন্স, হেজবোল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ'র সঙ্গে৷

ছবি: Reuters

‘‘আমার নাম জুলিয়ান আসঞ্জ৷ আমি উইকিলিক্স'এর সম্পাদক৷ আমরা বিশ্বের গোপন তথ্য উন্মুক্ত করেছি৷ ক্ষমতাশীলদের আক্রমণের সম্মুখীন হয়েছি৷ ৫০০ দিন যাবৎ আমি কোনো মামলা ছাড়াই বন্দি, কিন্তু তা' আমাদের রুখতে পারবে না৷ আমরা আজ যে সব বিপ্লবী ধ্যান-ধারণার খোঁজে, তা' আগামী বিশ্বকে বদলে দেবার শক্তি ধরে৷''

বললেন আসঞ্জ তার অনুষ্ঠানের সূচনায়৷ স্টুডিও'টা কিন্তু ততো'টা চমকে দেবার মতো নয়৷ একটি ছোট. অন্ধকার অফিসঘর, তা'তে একটি টেবিল ও একটি জানলা৷ ইংল্যান্ডেই কোথাও৷ ক্রেমলিন থেকে সম্প্রচারিত ইংরিজি ভাষার চ্যানেল ‘রাশিয়া টুডে'৷ অনেক রুশীর কাছে প্রচারণার মাধ্যম ছাড়া আর কিছু নয়৷ আসঞ্জ তাঁর ‘দ্য ওয়ার্ল্ড টুমরো' অনুষ্ঠানের আগে বড় গলা করে বলেছিলেন, তাঁর অনুষ্ঠানে অতিথিরা এমন সব কথা বলবেন, যা তাঁরা কোনো মেইনস্ট্রিম চ্যানেলে বলতেন না৷ কিন্তু বাস্তবে নাসরাল্লাহ তাঁর সাক্ষাৎকারের সূচনাতেই একাধিকবার ঘোষণা করলেন যে, প্যালেস্টাইন শুধুমাত্র ফিলিস্তিনিদের এবং যুক্তরাষ্ট্র সিরিয়ার স্থিতি বিনষ্ট করার চেষ্টা করছে - যা সবই পুরনো কাসুন্দি৷

হেজবোল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহছবি: dapd

সরকারঘেঁষা চ্যানেল রাশিয়া টুডে'র দপ্তর মস্কোয়৷ তারা ২০০৫ সাল যাবৎ দিনে ২৪ ঘণ্টা ইংরিজি, স্প্যানিশ ও আরবি ভাষায় সম্প্রচার করে আসছে৷  চ্যানেলটির অর্থসংস্থান করে সরকার স্বয়ং৷ চ্যানেলটিতে নাকি বিভিন্ন বিষয়ে রাশিয়ার অবস্থান বিধৃত করা হয়৷ তবে সব মিলিয়ে পশ্চিমা-বিরোধী মনোভাবটা স্পষ্ট৷ তাঁর নিজের প্রোগ্রামের জন্য রুশ তরফ থেকে কোনো চাপ আসেনি, বলেছেন আসঞ্জ৷ তার একটা কারণ হয়তো এই যে, উইকিলিক্স রাশিয়ার উপর বিশেষ তথ্য কি নথিপত্র ফাঁস করেনি৷ কাজেই তাঁর প্রযোজনার জন্য আরটি সঠিক, বলেছেন আসঞ্জ, এবং সেই সঙ্গে আল-জাজিরা'রও নাম করেছেন৷

আধ ঘণ্টার প্রোগ্রাম, সপ্তাহে একবার করে৷ গত সপ্তাহে লন্ডনে নাকি ১০টি এই ধরণের সাক্ষাৎকার ফিল্ম করা হয়েছে৷ উইকিলিক্স প্রতিষ্ঠাতা সেখানেই তাঁর সুইডেনে বহিষ্কার সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য গৃহান্তরীণ অবস্থায় অপেক্ষা করছেন৷ তাঁর বিরুদ্ধে সুইডেনে দু'জন মহিলাকে যৌন হয়রানি ও ধর্ষণ করার অভিযোগ রয়েছে৷

৪২ বছর বয়সী অস্ট্রেলীয় আসঞ্জ'এর কাছে টেলিভিশনের কাজ করাটা হল এক ধরণের থেরাপি৷ দর্শকদের কাছে তাঁর প্রতিশ্রুতি: তাঁর অতিথিরা এমন সব মানুষ, যারা এ'পর্যন্ত কোনো সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎ করেননি৷ কিন্তু তিনি যখন সাক্ষাৎকার নেন, তখন ব্যাপারটা আলাদা:

‘‘আমার সাথে কথা বলার সময় তাঁরা বুঝতে পারেন, তাঁরা শুধু একজন সঞ্চালকের সঙ্গে কথা বলছেন না, শুধু একজন রিপোর্টারের সঙ্গে কথা বলছেন না৷ তাঁরা যার সম্মুখীন হয়েছেন, সে একটি অতি কঠিন, বিপজ্জনক ও সমস্যাজনক রাজনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে৷ এক অর্থে আমারা পরষ্পরের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারি, কেননা তাঁরা জানে যে, আমি তাঁদের সমস্যাটা বুঝি৷''

হেজবোল্লাহ প্রধানের পরে তিনি আর কার কার সঙ্গে কথা বলছেন, সে-ব্যাপারে আসঞ্জ স্বয়ং অথবা রাশিয়া টুডে মুখ খুলতে নারাজ৷ তবে তার মধ্যে যে চীনের ভিন্নমতাবলম্বী শিল্পী আই ওয়েওয়ে কিংবা রুশ সরকারবিরোধীরা নেই, সে'টা ধরে নেওয়া যেতে পারে৷

প্রতিবেদন: হাইডে রাশে/অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ