জার্মান প্রশাসনের অভিযোগ, ওই ব্য়ক্তি জার্মানিতে এসে ড্রোনের বিভিন্ন অংশ কিনছিলেন।
বিজ্ঞাপন
জার্মানির সালসগিটার শহর থেকে ওই ব্য়ক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আটক ব্য়ক্তির নাম ফাদেল জেড। সোমবার তাকে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়।
অভিযোগ, ওই ব্য়ক্তির সঙ্গে হেজবোল্লার সরাসরি সম্পর্ক আছে। হেজবোল্লার জন্য় তিনি ড্রোনের বিভিন্ন অংশ কিনছিলেন। ওই ব্য়ক্তি লেবাননের নাগরিক।
ইসরায়েল গাজায় অভিযান চালানোর পর লেবানন থেকে হেজবোল্লা ইসরায়েলে লাগাতার আক্রমণ চালাচ্ছে। ড্রোনের সাহায্যে তারা ইসরায়েলে বিস্ফোরণ ঘটাচ্ছে। ইসরায়েলও পাল্টা আক্রমণ চালাচ্ছে। এই পরিস্থিতিতে হেজবোল্লার প্রচুর ড্রোনের প্রয়োজন বলে মনে করা হচ্ছে। সেই ড্রোনের অংশবিশেষ কিনতেই লেবাননের ওই ব্য়ক্তি জার্মানিতে এসেছিলেন বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলের আক্রমণে হেজবোল্লা কমান্ডার নিহত
ইসরায়েলের আক্রমণে হেজবোল্লা কমান্ডার নিহত হয়েছে৷ দক্ষিণ লেবাননে তার গাড়িতে বোমা বর্ষণ করেছে ইসরায়েল। অন্য়দিকে একটি মলে এক ইসরায়েলির উপর ছুঁরি নিয়ে আক্রমণ হয়েছে।
ছবি: Ayal Margolin/REUTERS
হেজবোল্লার বয়ান
বুধবার হেজবোল্লার তরফে জানানো হয়েছে, তাদের এক উচ্চপদস্থ নেতাকে হত্য়া করা হয়েছে। এদিকে ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীরে ইসরায়েল আবার আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় চারজনের মৃত্য়ু হয়েছে বলে জানা গেছে।
ছবি: Ayal Margolin/REUTERS
ইসরায়েলের বক্তব্য়
ইসরায়েলের তরফে জানানো হয়েছে, তারা হেজবোল্লার উচ্চপদস্থ নেতা মোহাম্মেদ নামেহ নাসেরকে হত্য়া করেছে। অভিযোগ, হেজবোল্লাহের জঙ্গি সংগঠন আজিজের কমান্ডার ছিলেন তিনি। তার নেতৃত্বেই দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলে হামলা চালানো হচ্ছিল।
ছবি: Ayal Margolin/REUTERS
হেজবোল্লার পাল্টা
হেজবোল্লা জানিয়েছে, তাদের কম্য়ান্ডারকে ইসরায়েল হত্য়া করার পর তারাও পাল্টা আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের দুইটি এলাকায় ১০০টি কাটিয়ুশা রকেট ছোঁড়া হয়েছে বলে জানিয়েছে তারা।
ছবি: RABIH DAHER/AFP/Getty Images
ফালাক রকেট
ইসরায়েলকে লক্ষ্য করে হেজবোল্লা ফালাক রকেট ছুঁড়েছে বলেও অভিযোগ উঠেছে। অতি শক্তিশালী এই রকেট ইসরায়েল ডিফেন্স ফোর্সের ৭৬৯ ব্রিগেডের ঘাঁটি লক্ষ্য় করে ছোঁড়া হয়েছে বলে অভিযোগ।
ছবি: Ayal Margolin/Xinhua/picture alliance
হামাসের প্রস্তাব
পণবন্দিদের নিয়ে হামাস একটি প্রস্তাব দিয়েছে বলে ইসরায়েলের তরফে জানানো হয়েছে। মোসাদকে উদ্ধৃত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ৭ সেপ্টেম্বর হামাস যাদের পণবন্দি করেছিল, তাদের ছাড়ার বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে। ইসরায়েল তা খতিয়ে দেখছে।
ছবি: Ramiz Dallah/Anadolu/picture alliance
ওয়েস্ট ব্য়াংকের ঘটনা
জর্ডনের দিকে থাকা ওয়েস্ট ব্য়াংকের ১২ দশমিক সাত স্কোয়্য়ার কিলোমিটার এলাকা ইসরায়েল দখল করেছে বলে অভিযোগ। ওই অঞ্চলে তারা হামলা চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে। যাতে অন্তত চারজনের মৃত্য়ু হয়েছে।
ছবি: Ahmed Ibrahim/APA/ZUMA/picture alliance
মলে হামলা
উত্তর ইসরায়েলের একটি মলে এক ব্য়ক্তি ছুঁরি নিয়ে দুই ইসরায়েলির উপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় একজন নিহত হয়েছেন। অন্য়জনের আঘাত গুরুতর। আক্রমণকারীকে পুলিশ হত্য়া করেছে।
ছবি: Avi Ohayon/REUTERS
7 ছবি1 | 7
জার্মান প্রশাসন এর বেশি ওই ব্য়ক্তি সম্পর্কে আর কোনো তথ্য দেয়নি। আদালত তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।
জার্মানিতে হেজবোল্লা নিষিদ্ধ
জার্মানি হেজবোল্লাকে শিয়া ইসলামিক জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে। অ্যামেরিকা এবং সুন্নি মুসলিম দেশগুলিও এই সংগঠনকে জঙ্গি বলে চিহ্নিত করে। ইউরোপীয় ইউনিয়ন হেজবোল্লার সশস্ত্র গোষ্ঠীকে জঙ্গি বলে মনে করে।
লেবাননের রাজধানী বৈরুত-সহ একাধিক এলাকায় হেজবোল্লার সশস্ত্র গোষ্ঠী শক্তিশালী। লেবাননের পার্লামেন্টে হেজবোল্লা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল। বর্তমান জোট সরকারেও তারা আছে।
রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য, হেজবোল্লাকে পিছন থেকে মদত দেয় ইরান। ইরানের তত্ত্বাবধানেই সম্প্রতি ইসরায়েলে আক্রমণ চালাচ্ছে তারা। বস্তুত, ইসরায়েল গাজায় আক্রমণ চালানোর পর থেকেই সেখানে বিস্ফোরণ ঘটাতে শুরু করেছে হেজবোল্লা।