1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংগীত জগত

২৮ অক্টোবর ২০১২

জার্মানির বর্তমান সময়ের সবচেয়ে বিখ্যাত সুরস্রষ্টা হান্স ভের্নার হেন্সের মৃত্যুতে শোকাহত সংগীত জগত৷ ৮৬ বছর বয়সে শনিবার ধুলির ধরা থেকে চিরদিনের মতো বিদায় নিয়েছেন বেটোফেনের উত্তরসূরি হেন্সে৷

ARCHIV - Der deutsche Komponist Hans Werner Henze schaut am 18.12.2009 bei der Vorstellung des "Henze-Projekts" im Essener Altotheater zu den Besuchern der Pressekonferenz. Hans Werner Henze, einer der bedeutendsten Komponisten der Gegenwart, ist tot. Foto: Roland Weihrauch/dpa +++(c) dpa - Bildfunk+++
Hans Werner Henze ist totছবি: picture-alliance/dpa

১৯২৬ সালের পহেলা জুলাই গ্যুটের্সলো শহরে জন্ম গ্রহণ করেন হেন্সে৷ বাবা ছিলেন স্থানীয় বিদ্যালয়ের শিক্ষক৷ এছাড়া রাজনৈতিকভাবে তিনি ছিলেন রক্ষণশীল এবং পরে নাৎসি দলের একনিষ্ঠ সদস্য৷ ছয় ভাই-বোনের মধ্যে সবচেয়ে বড় ছিলেন হেন্সে৷ কিন্তু শিল্প-সংগীতের প্রতি ঝোঁক, সমকামিতা এবং রাজনৈতিক দর্শনের জন্য পিতার সাথে তাঁর দ্বন্দ্বের সৃষ্টি হয়৷

১৯৪৪ সালে হেন্সেকে বাধ্যতামূলক সেনা প্রশিক্ষণে পাঠানো হয়৷ সেখানে তিনি বেতার কর্মকর্তা হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন৷ তবে কিছুদিন পরেই ব্রিটিশ সেনাদের হাতে ধরা পড়েন এবং যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধবন্দি হিসেবে আটক ছিলেন৷ তাঁর এসব তিক্ত অভিজ্ঞতা তাঁকে যুদ্ধ এবং নৈরাজ্যবাদকে ঘৃণা করতে শেখায়৷ যুদ্ধের পরও পশ্চিম জার্মানির পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ১৯৫৩ সালে তিনি ইটালি চলে যান৷ তবে যুদ্ধ পরবর্তী সময়ে ডার্মস্টাটের আন্তর্জাতিক সংগীত আসরে হেন্সের সুর সংগীত নিয়মিত বাজানো হতো৷ তবে তরুণ সুরকারদের সেখানে অবহেলা করা হতো এমন অভিযোগ তুলে সেখান থেকে মুখ ফিরিয়ে নেন অভিমানী হেন্সে৷

ছবি: Archiv Schott Music / Ilse Buhs

দীর্ঘ সংগীত জীবনে তিনি ৪০ টিরও বেশি অপেরা এবং মঞ্চ সংগীত, ১০ টি সিম্ফোনি, কনসার্তো, চেম্বার মিউজিক, ওরাটোরিও এবং গানের সুর সৃষ্টি করেছেন৷ প্রায় ছয় দশক ধরে তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করেছে শট মিউজিক৷ তারা হেন্সেকে সমকালীন সুরকারদের মধ্যে অন্যতম সেরা প্রভাবশালী এবং বহুমুখী প্রতিভাধর সুরকার হিসেবে আখ্যায়িত করে৷ মিউনিখের বাভারিয়ান স্টেট অপেরায় বাজানো হয়েছে হেন্সের অনেক সুর সংগীত৷ শনিবার সেখানে হেন্সের ছাত্র ইয়র্গ ভিডমানের একটি নতুন অপেরার আন্তর্জাতিক মহরত হেন্সের নামে উৎসর্গ করা হয়েছে৷

এএইচ / আরআই (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য