1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেফাজতের উত্থানের কারণ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৮ মে ২০১৩

মৌলবাদী শক্তির উত্থানের পেছনে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে দূরত্ব এবং অব্যাহত সংঘাত৷ এই সংঘাত অব্যাহত থাকলে অপশক্তির তৎপরতা আরো বাড়বে৷ আর তারা বেড়ে উঠবে তাদের আশ্রয় প্রশ্রয়েই৷

ছবি: Reuters

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এসব কথা বলেছেন ডয়চে ভেলেকে৷

অধ্যাপক ইমতিয়াজ মনে করেন হেফাজতে ইসলামের উত্থানে বিএনপি যেমন সহায়তা করেছে তেমনি সহায়তা করেছে সরকারও৷ কারণ তারা ভোটের হিসাব করেছে৷ হেফাজতকে সহায়তা করা, তাদের আন্দোলনে সমর্থন দেয়া এসবে পিছপা হয়নি বিএনপি৷ আর সরকারও তাদের ‘গুডবুক'এ রাখার চেষ্টা করেছে৷ আর এই চেষ্টা এখনো থেমে নেই৷

আর সে কারণেই রবিবার মতিঝিলের শাপলা চত্বরে সংঘাতের পর হেফাজতের নেতাদের বিরুদ্ধে কমপক্ষে ১৬টি মামলা হলেও হেফাজতের প্রধান আল্লামা আহমদ শফিকে কোনো মামলায় আসামি করা হয়নি৷ আর রবিবার রাতে শাপলা চত্বর থেকে হেফাজত কর্মীদের অপসারণে যৌথ বাহিনীর অভিযানে ‘গণহত্যার' অভিযোগ তুলে বিএনপি হেফাজতের আগেই দুই দিনের হরতাল ডেকে দেয়৷ অধ্যাপক ইমতিয়াজ বলেন হেফাজতকে নিয়ে দুটি বড় দলই প্রথম থেকে রাজনীতির খেলা খেলেছে৷ তারা হিসেব করেছে সামনের নির্বাচন৷ একারণেই হেফাজতের ১৩ দফা দাবি কোনো দলের পক্ষেই মানা সম্ভব না হলেও তারা হেফাজতের প্রতি সহানুভূতি দেখায়৷ তারা চিন্তা করে দেশের কওমী মাদ্রাসা কেন্দ্রীক ব্যক্তিদের ভোটের কথা৷ তাই সরকার যেমন তাদের সমাবেশ, অবরোধের অনুমতি দেয়, ‘যৌক্তিক দাবি' বিবেচনার আশ্বাস দেয়, তেমনি দাবির সঙ্গে একমত না হয়েও বিএনপি তাদের সমর্থন দেয়৷

তিনি বলেন দুই রাজনৈতিক দলেই গণতন্ত্র না থাকায় তারা বিভিন্ন অপশক্তির ওপর ভর করে ক্ষমতায় যেতে চায় অথবা টিকে থাকতে চায়৷ আর এই সুযোগ নেয় মৌলবাদী চক্রসহ নানা অপশক্তি৷ তারা ডালপালা ছড়ায় এবং রাষ্ট্রের সংবিধান ও প্রচলিত আইনকে চ্যালেঞ্জ করে৷ আর এতে ক্ষতিগ্রস্ত হয় দেশের গণতন্ত্র এবং সাধারণ মানুষ৷

অধ্যাপক ইমতিয়াজ বলেন আগামী নির্বাচন নিয়ে দুই বড়দল যত দিন কোনো সমঝোতায় পৌঁছতে না পারবে ততদিন নানা গ্রুপ এবং শক্তির আবির্ভাব হবে৷ তারা দেশে নানা ধরণের সংঘাত এবং সংঘর্ষের সৃষ্টি করবে৷ আর তারা বেড়ে উঠবে দুই বড় দলের আশ্রয়েই৷ কারণ গণতান্ত্রিক প্রক্রিয়া যখন ব্যাহত হয় তখন অপশক্তির কদর যেমন বাড়ে তেমনি তাদের অবস্থানও শক্ত হয়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ