1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেফাজতের দেশব্যাপী কর্মসূচি

২৪ ডিসেম্বর ২০১৩

আজ (২৪.১২.১৩) ঢাকায় মহাসমাবেশ করার কথা ছিল হেফাজতে ইসলামের৷ কিন্তু শেষ মুহূর্তে সেই মহাসমাবেশ স্থগিত করে তারা৷ এই স্থগিত নিয়ে পুলিশ এবং হেফাজত পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছে৷ বিষয়টি নিয়ে অনেকেই সরব ফেসবুক, ব্লগে৷

Dhaka Protest gegen Blogger
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

ডয়চে ভেলের ফেসবুক পাতায় সোমবার প্রশ্ন করা হয়, ‘‘প্রিয় পাঠক, ঢাকায় মহাসমাবেশ করতে না দেয়ায় এবার গোটা বাংলাদেশে সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম৷ আপনি কি তাদের এই কর্মসূচি সমর্থন করেন?'' এই প্রশ্নের উত্তরে মন্তব্য জমা পড়েছে প্রায় তিনশো'র মতো৷ মাহবুব এলাহী লিখেছেন, ‘‘হেফাজত দাবি করেছিলো তারা একটি অরাজনৈতিক সংগঠন৷ তারা শুধুমাত্র ইসলামের হেফাজতের জন্য আন্দোলন করছে৷ তবে নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবিতে, গণতন্ত্র রক্ষার দাবিতে তাদের সমাবেশ কেনো? নাস্তিকতার ইস্যু দিয়ে জনগণকে আর বোকা বানানো সহজ হবে না৷''

এমডিএইচ হাসান ফেসবুকে লিখেছেন, ‘‘আস্তিকদের ও নাস্তিকদের রাজনীতি বন্ধ করা হোক৷ আস্তিক মৌলবাদ-নাস্তিক মৌলবাদ উভয়েই দেশ ও জাতির দুশমন৷ ইতিহাসে এর অনেক প্রমাণ আছে৷'' সাকিল আহমেদ আদনান লিখেছেন, ‘‘এখানে সাংবিধানিকভাবে তাদের বাধা দেবার কোনো সুযোগ নেই৷ যদি বাধা দেয়া হয় তাহলেতো তাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করা হবে৷ এতে তাদেরকে আরো এক্সট্রিম হতে উৎসাহিত করা হবে৷''

হেফাজতে ইসলাম প্রসঙ্গে জনপ্রিয় বাংলা ব্লগ সামহয়্যার ইন ব্লগে জাকির এ মাহদিন লিখেছেন, ‘‘ (হেফাজতের প্রতি) আমার পরামর্শ হলো, বিএনপি-জামাতের সঙ্গে সম্পর্কহীনতার প্রকাশ্য প্রমাণ ও ঘোষণা দিয়ে এবং তাদের সবরকম সহযোগিতা বর্জন করে ‘জাতীয় ঐক্যের প্রতীক' একটি রাজনৈতিক দল হিসেবে আবির্ভূত হয়ে যে-কোনো কর্মসূচি দিক, আমরা সাথে আছি৷ আশা করি জনগণ সাথে থাকবে৷ একবার মাঠে নামলে আর পিছিয়ে যাবার সুযোগ নেই৷''

আমারব্লগ ডটকমে রাজু আহমেদের নিবন্ধের শিরোনাম, ‘‘আয়াতুল্লাহ খোমেনীর ভূমিকায় আহমদ শফী : পরিবর্তন কি সুনিশ্চিত৷'' এই নিবন্ধের নিচে অনেকে মন্তব্য করেছেন৷

উল্লেখ্য, গত পাঁচ মে হেফাজতের ঢাকা অবরোধ এবং শাপলা চত্বরে সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় ব্যাপক নাশকতা এবং তান্ডবের ঘটনা ঘটে৷ বিপুল সম্পদের ক্ষতি ছাড়াও অন্তত ১২ জন নিহত হয় ঐ ঘটনাকে কেন্দ্র করে৷ সেসময় মতিঝিলের শাপলা চত্বরে র‌্যাব, পুলিশ অভিযান চালিয়ে তাদের হটিয়ে দেয়৷

সংকলন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ