1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হেফাজতের দাবি সংবিধান বিরোধী’

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৮ এপ্রিল ২০১৩

এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান৷ তিনি ডয়চে ভেলেকে জানান, তাদের দাবি সরকার মানতে পারেনা৷ আর সরকার মানলেও দেশের জনগণ তা মানবেনা৷

A police van stands guard at Shahbagh square as activists of Hefajat-e-Islam try to attack activists at a Shahbagh demonstration in Dhaka April 6, 2013. Thousands of activists from Hefajat-e Islam clashed with Shahbagh demonstrators and police officers, after attending the grand rally. The activists from Hefajat-e-Islam were demanding for capital punishment for a group of bloggers, who organised the Shahbagh demonstration, and for the introduction of blasphemy laws, according to local media. REUTERS/Andrew Biraj (BANGLADESH - Tags: POLITICS CIVIL UNREST)
ছবি: Reuters

কথিত নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিসহ ১৩ দফা দাবি আদায়ে হেফাজতে ইসলামের সারা দেশে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে৷ চট্টগ্রামে হেফাজত নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে৷ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের লোকজন রেল এবং সড়ক অবরোধ করায় ঢাকা চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে সব ধরনের যোগাযোগ ৪ ঘন্টার জন্য বিচ্ছিন্ন হয়ে যায়৷ তারা নারায়ণগঞ্জেও রেল লাইন অবরোধ করে৷ ফটিকছড়িতে হেফাজত কর্মীরা ৫০টি দোকান ও ২০টি বাড়ি ভাঙচুর করেছে বলে খবর পাওয়া গেছে৷ তারা বলেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে৷ তবে তাদের সোমবারের হরতালে সমর্থন দেয়নি বিএনপি-জামায়াত৷

‘হেফাজতের দাবি নারী স্বাধীনতা, প্রগতি, আধুনিক শিক্ষা ব্যবস্থা, ঐতিহ্য ও বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি বিরোধী’ছবি: picture-alliance/dpa

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক৷ তাঁর মতে, এই সংবিধান বিরোধী দাবি আদায়ে তারা যদি বারবার কর্মসূচি দিয়ে চাপ সৃষ্টি করে, তাহলে সরকারের উচিত হবে তাদের কর্মসূচির বিরুদ্ধে অবস্থান নেয়া, আইনগত ব্যবস্থা নেয়া৷ দেশের সংবিধান এবং মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নেয়ার মানে হল রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা৷

তিনি বলেন, হেফাজতের দাবি নারী স্বাধীনতা, প্রগতি, আধুনিক শিক্ষা ব্যবস্থা, ঐতিহ্য ও বাংলাদেশের হাজার বছরের সংস্কৃতি বিরোধী৷ তাদের দাবি মেনে নিলে দেশ অন্ধকার যুগে চলে যাবে৷ দেশে মোল্লাতন্ত্র চালু হবে৷ তা এদেশের মানুষ মানবেনা৷

সরকার ও বিরোধী দল উভয়ই হেফাজতের প্রতি যে সহানুভূতি দেখাচ্ছে, তার সমালোচনা করে তিনি বলেন, তারা রাজনীতি করছেন, ভোটের হিসাব করছেন৷ কিন্তু শেষ পর্যন্ত হেফাজতকে আস্কারা দিলে দুটি দলই ক্ষতিগ্রস্ত হবে৷ তিনি আরও বলেন, ব্লাসফেমি আইনেরও কোন প্রয়োজন নেই৷ কারণ ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করলে তার বিচারের জন্য বাংলাদেশের প্রচলিত আইনেই ব্যবস্থা রয়েছে৷

ধর্মীয় অনুভূতিতে কথিত আঘাতের অভিযোগে ব্লগারদের ঢালাও গ্রেফতারের সমালোচনা করেন ড. মিজানুর রহমান৷ তিনি বলেন, হেফাজতের কথামত তাদের গ্রেফতার করে মানবাধিকারের লঙ্ঘন করা হয়েছে৷ মানবাধিকারের লঙ্ঘন করা হয়েছে তাদের সংবাদ মাধ্যমের সামনে হাজির করে৷ তাদের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ এখনো পুলিশ দেখাতে পারেনি৷ আর তাদের ছবি প্রকাশ করে তাদের জীবন ঝুঁকির মুখে ঠেলে দেয়া হয়েছে৷

কথিত নাস্তিক ব্লগারদের ফাঁসির দাবিসহ ১৩ দফা দাবি আদায়ে হেফাজতে ইসলামের সারা দেশে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছেছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছেন, যেই দাবি করুক না কেন ব্লাসফেমি আইন প্রণয়ন করা হবেনা৷ তাঁর মতে, দেশে যেসব আইন আছে তাতেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের শাস্তির বিধান আছে৷ প্রধানমন্ত্রীর এই বক্তব্য বাস্তবভিত্তিক বলে মন্তব্য করেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান৷ তিনি বলেন হেফাজতে ইসলামকে সমাবেশের অনুমতি দেয়ার সঙ্গে তাদের দাবি পূরণের যে কোন সম্পর্ক নেই তা যত স্পষ্ট হবে ততই ভাল৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ