1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হেফাজতের সঙ্গে সখ্যতা আত্মঘাতী'

সমীর কুমার দে ঢাকা
১৫ এপ্রিল ২০১৭

‘‘হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সখ্যতা তাদের জন্যই আত্মঘাতী হতে পারে’’- ডয়চে ভেলের সঙ্গে আলাপকালে বলেছেন মুক্তিযোদ্ধা  ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু৷ তবে আওয়ামী লীগ বলছে হেফাজতের সঙ্গে কোন সখ্যতা হয়নি৷

ছবি: bdnews24.com

পাঠ্যসূচিতে পরিবর্তন থেকে শুরু করে, সুপ্রিম কোর্টের সামনে স্থাপন করা থেমিসের মূর্তি সরানোর ভাবনা এবং সবশেষ কওমি মাদ্রাসা'র সনদের স্বীকৃতি-হেফাজতের সঙ্গে সরকারের এই আপোস সুশীল সমাজ থেকে সাধারণ মানুষ- কেউই ভালোভাবে দেখছে না৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা চলছেই৷ কথিত ‘নাস্তিক ব্লগার'দের শাস্তি, ধর্ম অবমাননাকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস করাসহ ১৩ দফা দাবিতে ‘ঢাকা অবরোধ' এর নামে ২০১২ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজত সমাবেশ করেছিল৷ মতিঝিলে সেই তাণ্ডবের কথা আজও সবাই মনে রেখেছে৷

Bachhu - MP3-Stereo

This browser does not support the audio element.

সাংস্কৃতিক অঙ্গনে প্রতিক্রিয়া:

মুক্তিযোদ্ধা  ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেছেন, ‘‘প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজাতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর সাক্ষাৎ ও পরবর্তী ঘটনাপ্রবাহ সাধারণ মানুষ ভালো ভাবে নেয়নি৷ সাংস্কৃতিক পরিমণ্ডল থেকেও এর প্রতিবাদ করা হচ্ছে৷ কারণ হেফাজত কখনই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না৷'' তিনি বলেন, ‘‘মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল হিসেবে আমরা আওয়ামী লীগকে সমর্থন করি৷ তার অর্থ এই নয় যে, প্রধানমন্ত্রীর নেয়া সব কর্মকাণ্ডকে সমর্থন করতে হবে৷ আমরা তো আর আওয়ামী লীগের কর্মী নই?'' তিনি বলেন, ‘‘বর্তমানে একটা জটিল পরিস্থিতি বিরাজ করছে৷ আওয়ামী লীগের সিদ্ধান্তে কিছু পরিবর্তনের আভাস পাচ্ছি৷ এতে দেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন ঘটে যাবে আগামীতে, চরিত্রেরও পরিবর্তন ঘটবে৷'' এখন যে ঘটনাটি ঘটছে তা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না বলে মন্তব্য করেন তিনি৷ এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে বলেও জানালেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু৷

আওয়ামী লীগের বক্তব্য:

Mahabub hanif - MP3-Stereo

This browser does not support the audio element.

তবে আওয়ামী লীগের মুখপাত্র ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ ডয়চে ভেলের কাছে দাবি করেন, ‘‘হেফাজত কখনও যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে অবস্থান নেয়নি৷ এমনকি ৫ মে'র সমাবেশ যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে ছিল না৷''  আর আওয়ামী লীগের সঙ্গে সখ্যতার বিষয়টিও অস্বীকার করেন তিনি৷ বলেন, ‘‘কওমি মাদ্রাসায় ১৮ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে৷ তাদের মূল স্রোতের সঙ্গে আনার জন্য তাদের সনদের স্বীকৃতি দেয়া হয়েছে৷ তারা তো আগে ইমামতি আর ধর্মীয় অনুষ্ঠান করা ছাড়া কিছুই করতে পারতো না৷ এখন তারা মূল স্রোতে আসছে৷''

এদিকে সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণ এবং কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতিকে ‘লাভ' হিসেবেই দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের৷ শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘কওমি মাদ্রাসার স্বীকৃতির পরে আল্লামা শফি হুজুর গত শুক্রবার এক জনসভায় জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তব্য দিয়েছেন৷ তার জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা লাভ নয় তো কি?''

আওয়ামী লীগ কট্টর ইসলামপন্থিদের সঙ্গে আপোস করছে বলে বিভিন্ন মহল থেকে মন্তব্য এসেছে৷ এতে সন্ত্রাসবাদী দর্শন আরও উৎসাহিত হবে বলেও অভিযোগ উঠেছে৷ তবে ওবায়দুল কাদের একে আপস বলে মানতে নারাজ৷ তিনি বলেছেন, ‘‘অনেকে কওমি মাদ্রাসার স্বীকৃতির সঙ্গে হেফাজতের স্বীকৃতি গুলিয়ে ফেলছে৷ আমাদের স্বীকৃতি হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থার মূল অবকাঠামোর মধ্যে কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদের নিয়ে আসা৷ কওমি মাদ্রাসার শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিকায়ন ও নিয়ম শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা হবে৷'' এই ঘটনাটিকে আওয়ামী লীগের আদর্শচ্যুতির লক্ষণ বলে উল্লেখ করেছে তাদের শরিক দল জাসদসহ কয়েকটি রাজনৈতিক দল৷ এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘‘বাস্তবতাই হচ্ছে প্রগতিশীলতা৷ বাস্তবতাকে বাদ দিয়ে কেউ প্রগতিশীল হতে পারে না৷''

Mossharaf - MP3-Stereo

This browser does not support the audio element.

বিএনপি'র মতামত:

নিজেদের রাজনৈতিক স্বার্থে বিভিন্ন রাজনৈতিক দল হেফাজতকে কাছে টানার চেষ্টা করেছে৷ ৫ মে'র সমাবেশে তো জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ খাবারও পাঠিয়েছিলেন৷ বিএনপিও হেফাজতের দাবির প্রতি একাত্মতা পোষণ করে তাদের খুশি করার চেষ্টা করেছে৷ তবে বিএনপির সঙ্গে তাদের সখ্যতার বিষয়টি অস্বীকার করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন৷ ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমার দল থেকে আওয়ামী লীগের সঙ্গে হেফাজতের সখ্যতার ব্যাপারে এখন কোন প্রতিক্রিয়া দেয়া হয়নি৷ ফলে আমি এ ব্যাপারে কিছু বলতে পারি না৷ তবে, বিএনপির সঙ্গে তাদের কোন সখ্যতা নেই৷ আমাদের কোন জোটেও তাদের কোন নেতাকে রাখা হয়নি৷''

আপনার কি কিছু বলার আছে? লিখুন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ