1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হেফাজতের সাথে সরকারের আঁতাতের কোনো সুযোগ নেই'

১১ ডিসেম্বর ২০২০

বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের ভূমিকা প্রসঙ্গে এ মন্তব্য করেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী৷

Khaled Muhiuddin Asks 041
ছবি: DW

ডয়চে ভেলে বাংলার সাপ্তাহিক ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়'-এর এবারের পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এবং লেখক ও গবেষক আরিফা রহমান রুমা৷ এবারের পর্বে আলোচিত প্রশ্ন ছিল, হেফাজত নিয়ে রাজনৈতিক দলগুলো কেন সরব, কেন নীরব?

অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক প্রশ্ন রাখেন আজিজুল হক ইসলামাবাদীর কাছে৷ জানতে চাওয়া হয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে কোনো ধরনের আঁতাত বা সমঝোতা হেফাজতে ইসলাম করেছে কিনা৷ উত্তরে তিনি বলেন, ‘‘হেফাজতের সাথে সরকারের বন্ধুত্ব বা শত্রুতা নেই৷  আর যে আঁতাতের কথা আপনি বলছেন, সেই হেফাজতের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বা সরকারের কোনো আঁতাতের সুযোগ নেই৷ আমাদের সাথে সরকারের ভালো সম্পর্ক অতীতেও ছিল না৷ আমাদের রাজনৈতিক উচ্চাভিলাষ নেই৷ সরকার তো আমাদের অনেক অফার দিয়েছিলেন, উচ্চাভিলাষ থাকলে তা আমরা গ্রহণ করতাম৷''

অনুষ্ঠানে উপস্থিত অতিথি আরিফা রহমান রুমার কাছে জানতে চাওয়া হয় হেফাজতের দাবি অনুযায়ী আওয়ামী লীগ কাজ করে কিনা৷ প্রশ্ন ওঠে, এই ‘আঁতাত' কতটা সত্য৷ এর উত্তরে আরিফা রহমান রুমা জানান, তিনি এই ‘আঁতাত' শব্দের সাথে দ্বিমত পোষণ করেন৷ তিনি আরো বলেন, ‘‘আওয়ামী লীগ বাংলাদেশের সকল জনগণের জন্য কাজ করে৷ আর হেফাজতে ইসলাম দেশের বাইরের কোনো সংগঠন নয়৷ দেশের জনগণের মধ্যে তারাও রয়েছেন৷ কওমি শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছিলেন এত বছর ধরে, তাদের মূলস্রোতে নিয়ে আসার কাজ করছে সরকার৷ কারণ, এই জনগোষ্ঠীকে মানবাধিকারের প্রশ্নে মূলস্রোতে নিতে হবে৷''

আজকের পর্বে আরো আলোচিত হয় হেফাজতে ইসলামের অভ্যন্তরীণ ভাঙনেরকথা, ভাস্কর্য বিতর্কে সরকার ও হেফাজতের সংলাপ ও হেফাজতের সাথে বর্তমান সরকারের সম্পর্কের নানা দিক৷ উঠে আসে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশ্নটিও৷

এসএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ