বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের ভূমিকা প্রসঙ্গে এ মন্তব্য করেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী৷
বিজ্ঞাপন
ডয়চে ভেলে বাংলার সাপ্তাহিক ইউটিউব টকশো ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়'-এর এবারের পর্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী এবং লেখক ও গবেষক আরিফা রহমান রুমা৷ এবারের পর্বে আলোচিত প্রশ্ন ছিল, হেফাজত নিয়ে রাজনৈতিক দলগুলো কেন সরব, কেন নীরব?
অনুষ্ঠানের শুরুতে সঞ্চালক প্রশ্ন রাখেন আজিজুল হক ইসলামাবাদীর কাছে৷ জানতে চাওয়া হয়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাথে কোনো ধরনের আঁতাত বা সমঝোতা হেফাজতে ইসলাম করেছে কিনা৷ উত্তরে তিনি বলেন, ‘‘হেফাজতের সাথে সরকারের বন্ধুত্ব বা শত্রুতা নেই৷ আর যে আঁতাতের কথা আপনি বলছেন, সেই হেফাজতের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বা সরকারের কোনো আঁতাতের সুযোগ নেই৷ আমাদের সাথে সরকারের ভালো সম্পর্ক অতীতেও ছিল না৷ আমাদের রাজনৈতিক উচ্চাভিলাষ নেই৷ সরকার তো আমাদের অনেক অফার দিয়েছিলেন, উচ্চাভিলাষ থাকলে তা আমরা গ্রহণ করতাম৷''
রাতের আঁধারে সরানো হলো ভাস্কর্য
বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে থেকে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ভাস্কর্যটি সরিয়ে ফেলা হয়েছে৷ ভাস্কর্যটি সরানোর প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ করেছেন একদল প্রতিবাদকারী৷
ছবি: bdnews24.com
ন্যায়বিচারের প্রতীক
রোমান যুগের ন্যায়বিচারের প্রতীক ‘লেডি জাস্টিসের’ আদলে তৈরি এক হাতে তলোয়ার ও অন্য হাতে দাঁড়িপাল্লা ধরা ভাস্কর্যটি ঢাকার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপন করা হয় গতবছরের শেষের দিকে৷ এরপর হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামি সংগঠন ভাস্কর্যটিকে ‘অনৈসলামিক’ আখ্যা দিয়ে সেটিকে সরিয়ে ফেলার দাবি তোলে৷
ছবি: bdnews24.com
গ্রিক দেবী, নাকি বাঙালি নারী?
ইসলামপন্থি নেতারা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাস্কর্যটিকে গ্রিক দেবীর বলে জানালেও ভাস্কর মৃণাল হক গণমাধ্যমকে বলেছেন যে, ‘‘গ্রিক দেবী ঠিক নয়, বলাও ঠিক হবে না৷ এটা গ্রিক ভাস্কর্য নয়, একটা বাঙালি মেয়ে, শাড়ি-ব্লাউজ পরা৷ গ্রিক হলে সেখানে অন্য পোশাক থাকতো৷ ভুল জিনিস মেনে নিতে খুব কষ্ট হয়৷’’
ছবি: bdnews24.com
রাতের বেলা অপসারণ
ভাস্কর্যটি সরিয়ে ফেলা নিয়ে আলোচনার মাঝেই বৃহস্পতিবার হঠাৎ সেটিকে সরিয়ে ফেলার উদ্যোগ নেয়া হয়৷ রাত সাড়ে এগারোটা থেকে ভোর চারটার মধ্যে সেটিকে সুপ্রিম কোর্টের সামনে থেকে নামিয়ে ফেলা হয়৷ এ সময় সংশ্লিষ্ট এলাকায় বাতির সংখ্যা কমিয়ে অনেকটা রাতের আঁধারে মুর্তি সরানোর কাজ পরিচালনা করা হয়৷
ছবি: bdnews24.com
নতুন ঠিকানা অ্যানেক্স ভবন?
ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্যটি সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে হাইকোর্টের অ্যানেক্স ভবনের সামনে প্রতিস্থাপনের কথা শোনা যাচ্ছিল৷ তবে সেটা প্রতিস্থাপনের বদলে শুক্রবার ভোর রাত পাঁচটার দিকে একটি পিকআপ ভ্যানে করে নিয়ে অ্যানেক্স ভবনের ভেতর পানির পাম্পের পাশে ফেলে রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম৷
ছবি: bdnews24.com
প্রতিবাদ, বিক্ষোভ
এদিকে, বৃহস্পিতবার রাতে ভাস্কর্যটি সরিয়ে ফেলার খবর প্রকাশের পরপরই সুপ্রিমকোর্টের সামনে জড়ো হন কয়েকশ’ প্রতিবাদকারী৷ মূলত বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ‘আপোশ, না রাজপথ?-রাজপথ, রাজপথ’, ‘হেফাজতের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘মৌলবাদের আস্তানা, ভেঙে দাও জ্বালিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দিয়ে ভাস্কর্য অপসারণ ঠেকানোর চেষ্টা করেন৷
ছবি: bdnews24.com
বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ
শুক্রবার ঢাকায় প্রতিবাদকারীদের ওপর চড়াও হয় পুলিশ৷ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস, জলকামান এবং রাবার বুলেট ব্যবহার করা হয়৷ কয়েকজন প্রতিবাদকারীকে পুলিশ আটক করেছে বলেও জানা গেছে৷
ছবি: bdnews24.com
ভাস্কর্য পুনঃস্থাপনের দাবি
ন্যায়বিচারের প্রতীক ভাস্কর্যটি পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রতিবাদকারীরা৷ শাহবাগ গণজাগরণ মঞ্চের তরফ থেকেও প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছে৷
ছবি: bdnews24.com
7 ছবি1 | 7
অনুষ্ঠানে উপস্থিত অতিথি আরিফা রহমান রুমার কাছে জানতে চাওয়া হয় হেফাজতের দাবি অনুযায়ী আওয়ামী লীগ কাজ করে কিনা৷ প্রশ্ন ওঠে, এই ‘আঁতাত' কতটা সত্য৷ এর উত্তরে আরিফা রহমান রুমা জানান, তিনি এই ‘আঁতাত' শব্দের সাথে দ্বিমত পোষণ করেন৷ তিনি আরো বলেন, ‘‘আওয়ামী লীগ বাংলাদেশের সকল জনগণের জন্য কাজ করে৷ আর হেফাজতে ইসলাম দেশের বাইরের কোনো সংগঠন নয়৷ দেশের জনগণের মধ্যে তারাও রয়েছেন৷ কওমি শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছিলেন এত বছর ধরে, তাদের মূলস্রোতে নিয়ে আসার কাজ করছে সরকার৷ কারণ, এই জনগোষ্ঠীকে মানবাধিকারের প্রশ্নে মূলস্রোতে নিতে হবে৷''
আজকের পর্বে আরো আলোচিত হয় হেফাজতে ইসলামের অভ্যন্তরীণ ভাঙনেরকথা, ভাস্কর্য বিতর্কে সরকার ও হেফাজতের সংলাপ ও হেফাজতের সাথে বর্তমান সরকারের সম্পর্কের নানা দিক৷ উঠে আসে সংবাদমাধ্যমের ভূমিকার প্রশ্নটিও৷