1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেফাজত বনাম গণজাগরণ

জাহিদুল হক১৭ জুন ২০১৩

চারটি সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের ভরাডুবির কারণ বিশ্লেষণ চলছে এখন৷ এমনকি ফেসবুক আর ব্লগেও এ নিয়ে চলছে আলোচনা, বিতর্ক৷

ছবি: REUTERS

তাজমুল আখতার তাঁর ফেসবুকে লিখেছেন, সিটি নির্বাচনে পরাজয়ের জন্য আওয়ামী লীগের অনেক কর্মী গণজাগরণ মঞ্চকে কাঠগড়ায় দাড় করাচ্ছে৷ তাঁরা বলছেন, গণজাগরণের কারণেই হেফাজতের সৃষ্টি আর হেফাজতের কারণেই আওয়ামী লীগের পরাজয়৷ হেফাজত নাকি আওয়ামী লীগকে জনগণের কাছে ধর্মবিরোধী হিসেবে পরিচিত করে তুলতে পেরেছে৷

এই সব অভিযোগের প্রেক্ষিতে তাজমুল আখতার বলছেন, আওয়ামী লীগ যখন মুসলিম লীগ থেকে আলাদা হয়ে গিয়েছিল তখনো আওয়ামী লীগের গায়ে ‘ধর্মবিরোধী অপবাদ' লাগানো হয়েছিল৷ ‘‘কিন্তু ৫৪, ৭০ সালের নির্বাচনে এই অপবাদ কাজে লাগে নাই কারণ বঙ্গবন্ধু বাংলার মানুষকে স্বপ্ন দেখাতে সক্ষম হইছিলেন৷ তৎকালীন আওয়ামী নেতাকর্মীরা মানুষের ঘরে ঘরে গিয়ে আসল কথাটা বোঝাতে সক্ষম হয়েছিলেন৷''

ছবি: Reuters

১৯৯৬ আর ২০০৮ সালের নির্বাচনের সময়ও আওয়ামী লীগের বিরুদ্ধে এমন অপপ্রচার চালানো হলেও কোনো কাজ হয়নি বলে মন্তব্য তাজমুল আখতার৷ ‘‘কিন্তু এই বার সরকারের সফলতার কথাগুলো জনগণের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের কর্মীরা৷ সুতরাং সিটি নির্বাচনে পরাজয়ের দোষ আওয়ামী লীগের, গণজাগরণের না,'' মন্তব্য তাঁর৷

তাজমুল আখতারের এই স্ট্যাটাসটি শেয়ার করেছে ‘শাহবাগে সাইবার যুদ্ধ’ নামের একটি ফেসবুক গ্রুপ৷ স্ট্যাটাসের নীচে অনেকে মন্তব্য করেছেন৷ রায়হান উদ্দীন বলছেন, যুদ্ধপরাধীদের বিচার চাওয়া আওয়ামী লীগের হারার কারণ হতে পারে বলে তিনি মনে করেন না৷

রুবেল চৌধুরীর মন্তব্য, যারা গণজাগরণ মঞ্চকে দায়ী করার চেষ্টা করছেন তারা আসনে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন৷

গণজাগরণ মঞ্চের কর্মীদের উদ্দেশ্য করে মো: সাদেক লিখেছেন, ‘‘আপনারা দেশের একতা ধ্বংস করেছেন৷ দেশে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি এবং নির্বিচার হত্যাকাণ্ডের ঘটনার জন্য আপনারাই দায়ী৷''

নুরুজ্জামান আকন্দ মানিক সিটি নির্বাচনে পরাজয়ের কারণ গণজাগরণ মঞ্চ নয় বলে লিখেছেন, নাস্তিক ইস্যুটা কাজে লাগিয়েছে বিএনপি-জামাত৷

আজুল পেনা লিখেছেন, ‘‘যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করার ইচ্ছা নাই আওয়ামী লীগের৷ ইচ্ছা থাকলে আরো আগেই বিচার প্রক্রিয়া শুরু করতো৷ এখন পরবর্তী নির্বাচনে ভোট চাওয়ার জন্য রায় কার্যকরের ইচ্ছা প্রকাশ করে সেটা আটকিয়ে রাখবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ