1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিনব জন্মদিন উদযাপন

৪ অক্টোবর ২০১৮

সুপারস্টার উইল স্মিথ করেছেন এই কাণ্ড৷ নিজের ৫০তম জন্মদিনটি পালন করেছেন বাঞ্জি জাম্পিং করে৷ তা-ও হেলিকপ্টার থেকে! ভিডিওটি তাঁর অফিসিয়াল পেজে প্রকাশ হবার পর রীতিমতো সাড়া ফেলে দিয়েছে৷

ছবি: Getty Images/AFP/F. Fife

জন্মদিন উদযাপনের কত রকমের শখ থাকে মানুষের৷ যাঁরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাঁরা তো আরো এককাঠি সরেস৷ সেই পালে আরো হাওয়া দিতেই যেন হলিউড সুপারস্টার উইল স্মিথ বেছে নিলেন বাঞ্জি জাম্পিংকে৷ তা-ও হেলিকপ্টার থেকে৷ হেলিকপ্টার থেকে বাঞ্জি জাম্পিং খুবই বিপদজনক৷ কোনো স্থির জায়গা থেকে নয়, দুলতে থাকা হেলিকপ্টার থেকে ঝাঁপ দিতে হয়৷

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের খাদে লাফিয়ে পড়েছেন উইল স্মিথ৷ বিশ্লেষকরা বলছেন, তিনি ৫৫০ ফুট ওপর থেকে লাফ দিয়েছেন৷ তাঁর কোমরে বাধা ছিল ২০০ ফিট লম্বা স্থিতিস্থাপক দড়ি৷

বিখ্যাত ‘মেন ইন ব্ল্যাক’ ছবির তারকার সঙ্গে এ সময় তাঁর পরিবারের সদস্যরা ছিলেন৷ স্মিথ বলেন, যখন তিনি অনেক ছোট ছিলেন, তখন প্রথম এসেছিলেন গ্র্যান্ড ক্যানিয়নে৷ তখন এর খাদের গভীরতা দেখে ভয় পেয়েছিলেন৷ তিনি বলেন, ছোটবেলায় নানা ভয় তাঁকে তাড়া করত৷ তেমনই এক ভয়কে জয় করলেন এই সব্যসাচী অভিনেতা৷

৮ মিনিট ৩৪ সেকেন্ডের ভিডিওটি তিনি তাঁর অফিসিয়াল ইউটিউব পেজে প্রকাশ করেন তাঁর জন্মদিন ২৫ সেপ্টেম্বর৷ পরের এক সপ্তাহেই তা দেখা হয়েছে দেড় কোটিরও বেশি বার৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ