1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হেলেনা জাহাঙ্গীর আটক

৩০ জুলাই ২০২১

ক্ষমতাসীন আওয়ামী লীগে পদ হারানো ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাব৷ আটকের সময় তার বাড়ি থেকে  মদ, হরিণের চামড়া, ক্যাসিনো বোর্ডসহ, অবৈধ নানা সরঞ্জাম উদ্ধার করার কথা জানানো হয়েছে ৷

Bangladesch Verhaftung Helena Jahangir, Geschäftsfrau
ছবি: bdnews24.com

হেলেনা জাহাঙ্গীরকে বৃহস্পতিবার মধ্যরাতে তার গুলশানের বাড়ি থেকে আটকের পর র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তাকে আটক করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদ করা হবে৷ তার বাসায় মদ, হরিণের চামড়া, ক্যাসিনো বোর্ড, ওয়াকিটকিসহ বেশ কিছু অবৈধ সরঞ্জাম পাওয়া গেছে৷”

পরে গভীর রাতে মিরপুরে হেলেনার জয়যাত্রা ফাউন্ডেশন এবং জয়যাত্রা আইপি টিভি ভবনেও অভিযান চলানো হয় বলে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসেন জানান৷

র‌্যাব বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে অভিযান শুরু করে সম্প্রতি আলোচনায় উঠে আসা হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাড়িতে৷ রাত ১২টার দিকে ফ্ল্যাট থেকে র‌্যাবের সদস্যদের সঙ্গে বেরিয়ে আসেন হেলেনা জাহাঙ্গীর৷ হেলেনার মুখে ছিল মাস্ক পরনে ছিল বেগুনি রঙের জামা ও হলুদ ওড়না৷ তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশে দুবার হাতও নাড়েন৷ তারপর র‌্যাব সদস্যরা তাকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়৷

অভিযানে হেলেনার বাসা থেকে বিদেশি মদ, ওয়াকিটকি সেট, বিদেশি মুদ্রা, ক্যাসিনো খেলার সরঞ্জাম ও হরিণের চামড়া জব্দ করার কথা সাংবাদিকদের জানান র‌্যাবের নির্বাহী হাকিম পলাশ কুমার বসু৷ তিনি বলেন, "জব্দকৃত আলামত ও সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আরো বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা জাহাঙ্গীরকে আমরা গ্রেপ্তার করেছি৷ বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে অতি শীঘ্র বিস্তারিত ইনফর্ম করবো৷”

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর পরিচালক হেলেনা জাহাঙ্গীর জয়যাত্রা গ্রুপের কর্ণধার৷ জয়যাত্রা টেলিভিশনের চেয়ারপার্সন হেলেনা নিজেকে আইপি টিভি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হিসেবেও পরিচয় দেন৷

হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটিতে সদস্য ছিলেন৷ কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদেও ছিলেন তিনি৷

‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ' নামের একটি ‘ভূইফোঁড়' সংগঠনের সভাপতি হওয়ার খবর প্রচার হলে তাকে দুই কমিটি থেকেই সম্প্রতি বাদ দেয় আওয়ামী লীগ৷ 

হেলেনা এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী এবং কুমিল্লায় আব্দুল মতিন খসরুর আসনে উপনির্বাচনে প্রার্থী হতে চেয়েও দলের মনোনয়ন পাননি৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ