1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোপ সোলো’র দিকেই নজর সবার

১৫ জুলাই ২০১১

টানা তৃতীয়বার বিশ্বকাপ জয়ের সুযোগ হারিয়েছে স্বাগতিকরা৷ জার্মানিতেই আয়োজন, অথচ জার্মান দল বিদায় নিল কোয়ার্টার ফাইনালে৷ জার্মানরা তাই প্রমীলা বিশ্বকাপের চূড়ান্ত খেলা নিয়ে আগ্রহ খানিকটা হারাতেই পারে৷

Hope Solo, Torfrau der US-amerikanischen Frauenfußball-Nationalmannschaft, am Donnerstag (23.06.2011) beim Training der Fußball-Nationalmannschaft im Ostragehege in Dresden. Vom 26.06. bis zum 17.07.2011 findet die FIFA Frauen-Weltmeisterschaft in Deutschland statt. Foto: Thomas Eisenhuth dpa/lsn
হোপ সোলোছবি: picture alliance/ZB

কিন্তু পুরো বিশ্ব, বিশেষ করে মার্কিনিরা কিন্তু এবার নড়েচড়ে বসেছে৷ তাদের দল খেলছে ফাইনাল৷ প্রতিপক্ষ জাপান৷ মার্কিন প্রমীলারা জয়ের আশা করতেই পারে৷ বিশেষ করে তাদের গোলে যখন আছেন, হোপ সোলো৷ তিনি এখন শুধু যুক্তরাষ্ট্রের সকার নয়, পুরো প্রমীলা ফুটবলকেই জনপ্রিয় করে তুলছেন সাধারণ মানুষের কাছে৷ রাতারাতি বাড়ছে তাঁর খ্যাতি৷ এক সপ্তাহে টুইটারে হোপের ভক্ত বেড়েছে নব্বই হাজার৷

২৯ বছর বয়সি হোপ সোলো এখনো বিশ্বকাপ ছুঁতে পারেননি৷ এবার ফাইনালে পৌঁছানোয় তাই সেই সুযোগ ছাড়তে চাইবেন না কিছুতেই৷ মার্কিন কোচি পিয়া জুন্ডহাগেও হোপ-এর প্রশংসায় পঞ্চমুখ৷ তাঁর কথায়, সে খুব দক্ষ গোলরক্ষক৷ বিশ্বকাপের চলতি আসরে ভালো সাফল্য দিখেয়েছে৷ হোপ শুধু গোলরক্ষকই নয়, সে আমাদের কাছে রক্ষণভাগের পঞ্চম খেলোয়াড় এর মত৷

সারা বিশ্বের মানুষ আমাদের দেখছে, কেননা আমরা সত্যিই ভালো ফুটবল খেলছি : হোপছবি: AP

নিজের সাফল্যে উচ্ছ্বসিত হোপ সোলো'র বক্তব্য, আমি অনুভব করি পুরো দেশই আমাদের সাফল্যের পেছনে রয়েছে৷ সারা বিশ্বের মানুষ আমাদের দেখছে, কেননা আমরা সত্যিই ভালো ফুটবল খেলছি৷

যাহোক, এই তারকা খ্যাতির কারণে হোপ সোলো'র পাণিপ্রার্থীর সংখ্যাও কিন্তু বাড়ছে৷ ফেসবুকে পাতা রয়েছে, ‘‘হোপ সোলো ম্যারি মি''৷ জার্মানির খেলার মাঠেও হোপ ভক্তরা এমন প্লাকার্ড নিয়ে গ্যালারিতে ভিড় জমাচ্ছে৷ গুগল-এর খোঁজ সেবায় রীতিমত বিশেষ জায়গা করে নিয়েছে বিবাহ সংক্রান্ত বাক্যটি৷ এই নিয়ে মার্কিন গণমাধ্যমে আলোচনার শেষ নেই৷ এই মার্কিন তন্বীকে, পুরুষরা মনে করছে এমন এক মেয়ে, যাকে নিয়ে মায়ের কাছে যাওয়া যায়, যার সঙ্গে রান্নাঘরে সময় কাটানো যায়, মোদ্দা কথা যার সঙ্গে সংসার গড়া যায়৷ এই জনপ্রিয়তা তাই গতানুগতিক যৌনসর্বস্ব তারকা খ্যাতি নয়৷

‘‘হোপ সোলো ম্যারি মি''...জার্মানির খেলার মাঠেও হোপ ভক্তরা এমন প্লাকার্ড নিয়ে গ্যালারিতে ভিড় জমাচ্ছেছবি: dapd

বিশেষজ্ঞরা বলছেন, রবিবার প্রমীলা বিশ্বকাপের চূড়ান্ত খেলায় শুধু হোপ সোলোকে দেখতে হলেও মাঠে থাকবে অনেক ভক্ত৷

হোপ সোলে সম্পর্কে আরো কিছু তথ্য

জন্ম: জুলাই ৩০, ১৯৮১৷ উচ্চতা ১.৭৫ মিটার৷ অবস্থান: গোল রক্ষক৷ আন্তর্জাতিক আসর: ১০০ (১৪ জুলাই, ২০১১ পর্যন্ত)৷ ক্লাব: বোকা রেটন ম্যাজিকজ্যাক (মার্কিন)৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ