1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোমস নগরী

৩ মার্চ ২০১২

সিরিয়ায় আসাদ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণের কারণে হোমস নগরী যেন একটি ধ্বংসস্তূপ৷ প্রায় ৭০০ মানুষ নিহত হয়েছে আসাদ বাহিনীর গোলাবর্ষণে৷ তুরস্ক এই হামলাকে যুদ্ধাপরাধ বলে অভিযোগ করেছে৷

epa03096824 An undated handout photograph made available by the Local Coordination Committees in Syria on 08 February 2012, shows damages inside a home reportedly following shelling at the Baba Amr neighborhood of Homs, Syria. Syrian government forces on 08 February pushed deep into the restive central province of Homs, killing at least 68 people including the deaths of a reported 18 babies, opposition activists told dpa. EPA/LOCAL COORDINATION COMMITTEES LCC/HANDOUT BEST QUALITY AVAILABLE. EPA IS USING AN IMAGE FORM AN ALTERNATIVE SOURCE, THEREFORE EPA COULD NOT CONFIRM THE EXACT DATE AND SOURCE OF THE IMAGE. HANDOUT EDITORIAL USE ONLY/NO SALES +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

ভয়াবহ নৃশংসতা

গত মাসের শুরু থেকে হোমস শহরে ব্যাপক সাঁড়াশি অভিযান শুরু করে আসাদের অনুগত সেনাবাহিনী৷ এরপর তাদের আক্রমণের মুখে গত বৃহস্পতিবার শহর ছাড়তে বাধ্য হয়েছে আসাদ বিরোধী বিদ্রোহী সেনারা৷ হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, গত ২৭ দিনে প্রায় ৭০০ মানুষ প্রাণ হারিয়েছে৷ আহত হয়েছে কয়েক হাজার মানুষ৷ নিজ দেশের জনগণের ওপরই আসাদের সেনারা প্রতি ঘন্টায় প্রায় ১০০টি গোলা নিক্ষেপ করেছে বলে জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ৷ হোমস শহরের বাবা আমর এলাকাতে বেশ কয়েকজন সাংবাদিকের বরাত দিয়ে হিউম্যান রাইটস ওয়াচ যে বিবরণ দিয়েছে তা সত্যিই ভয়াবহ৷ তারা জানায় বাবা আমর এলাকাতে প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অব্যাহতভাবে গোলা এসে আঘাত হেনেছে৷ ১২২ মিলিমিটার হাউইট্জার, ১২০ মিলিমিটারের মর্টার এবং রুশ নির্মিত ২৪০ মিলিমিটার মর্টারের গোলা হোমসের বাড়ি ঘরগুলোকে বিধ্বস্ত করে দিয়েছে৷ এক সাংবাদিক জানান, গত ৬ ফেব্রুয়ারি তিনি দুই ঘন্টায় ২০০টি বিস্ফোরণ শুনেছেন৷ আরেক সাংবাদিক জানান, গত ১৬ ফেব্রুয়ারি তিনি মাত্র ১৫ মিনিটে ৫৫ বার বিস্ফোরণের শব্দ পান৷ হিউম্যান রাইটস ওয়াচ এই হামলা বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে৷

গোলায় বিধ্বস্ত বাড়ি ঘরছবি: AP

যুদ্ধাপরাধের অভিযোগ

এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি মুনও সিরিয়ার সেনাবাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আসাদ বাহিনী হোমসে নির্মমতা দেখাচ্ছে৷ এদিকে সিরিয়ার প্রতিবেশী দেশ তুরস্কের পক্ষ থেকে যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হয়েছে৷ এই অভিযোগ তুলেছেন তুর্কি পররাষ্ট্র মন্ত্রী আহমেদ দাভুতোগ্লু৷ শনিবার ইস্তান্বুলে সফররত ইটালির পররাষ্ট্র মন্ত্রী জিলিও তেরজির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন চলাকালে তিনি এই অভিযোগ তুলেন৷ দাভুতোগ্লু বলেন, সিরিয়ার সেনাবাহিনী প্রতিদিন মানবতার বিরুদ্ধে অপরাধ করে চলেছে৷ তারা যেসব নৃশংসতা এবং অপরাধ করে যাচ্ছে তাতে যুদ্ধাপরাধের চিহ্ন রয়েছে৷ এর মাধ্যমে সিরিয়ার সরকার সব ধরণের আলোচনার পথ বন্ধ করে দিয়েছে৷ সংবাদ সম্মেলনে তুরস্ক এবং ইটালির উভয় পররাষ্ট্র মন্ত্রী হোমস শহরে ত্রাণ সংস্থাকে বাধা দেওয়ার জন্য দামেস্কের নিন্দা জানান৷

দেরাতে বিস্ফোরণ

এদিকে দেরা শহরে আজ এক গাড়ি বোমা বিস্ফোরণে সাত ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেল৷ সিরিয়ার সরকারি সংবাদ মাধ্যম দেরা শহরে বিস্ফোরণের জন্য সরকার বিরোধীদের দায়ী করেছে৷ তারা এটিকে আত্মঘাতী হামলা বলে জানিয়েছে৷ তবে সরকার বিরোধীরা এর সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করেছে৷ অন্যদিকে নিহত দুই সাংবাদিকের লাশ ফেরত দেওয়ারও খবর পাওয়া গেছে৷ বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে যে নিহত মার্কিন সাংবাদিক মারি কলভিন এবং ফরাসি চিত্র সাংবাদিক রেমি ওচলিকের লাশ আজ হস্তান্তর করেছে সিরিয়ার কর্তৃপক্ষ৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ