1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোমস রক্ষায় আন্তর্জাতিক সহায়তা চাচ্ছে সংগ্রামীরা

৭ নভেম্বর ২০১১

সিরিয়ার হোমস শহরের বেসামরিক নাগরিকদের রক্ষায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে সেদেশের গণতন্ত্রকামীরা৷ গত কয়েকদিন ধরে শহরটিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে সরকারি সেনারা৷

বিশ্বের বিভিন্ন শহরে সিরিয়া সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ দেখা যাচ্ছে (ফাইল ফটো)ছবি: dapd

হোমস শহরের সর্বশেষ অবস্থা

সিরিয়ার অবরুদ্ধ শহর হোমস৷ সাম্প্রতিক সময়ে গণতন্ত্রের দাবিতে এই শহরেই সবচেয়ে বেশি আন্দোলন, বিক্ষোভ দেখা গেছে৷ সেদেশের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিচ্ছে গণতন্ত্রকামীরা৷ তাদের এই আন্দোলন দমনে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে বাশার প্রশাসন৷ গত কয়েকদিন ধরে হোমস শহরে চলছে সেনা অভিযান৷ গত কয়েকঘণ্টায় সেখানে নিহতের সংখ্যা ২৩ বলে দাবি বার্তা সংস্থাগুলোর৷ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল দাবি করেছে, হোমস শহরে মানবিক বিপর্যয় শুরু হয়েছে৷ সেখানকার বেসামরিক নাগরিকদের রক্ষায় তাই জাতিসংঘ, ইসলামিক সম্মেলন সংস্থা এবং আরব লিগের প্রতি আহ্বান জানিয়েছে এই কাউন্সিল৷ এক বিবৃতিতে সংগঠনটি হোমসে এখনই আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোরও আহ্বান জানিয়েছে৷

ছবি: picture alliance/dpa

সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল

সিরিয়া সরকারের বিরোধীদের নিয়ে তৈরি হয়েছে এই কাউন্সিল৷ এটি দাবি করেছে, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত হোমসে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে সরকারি সেনারা৷ রাতভর সেখানে গোলাবর্ষণ করা হয়৷ অগুনতি বেসামরিক নাগরিককে হত্যার সঙ্গেও সরকারি সেনারা জড়িত বলে দাবি করেছে সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল৷ বিভিন্ন সূত্রের বরাতে বার্তাসংস্থাগুলো জানাচ্ছে, হোমস বিপর্যস্ত এক নগরীতে পরিণত হচ্ছে৷ সেখানে খাদ্য নেই, পানি নেই, বিদ্যুৎ নেই৷ এছাড়া লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার সেনাবাহিনী ত্যাগী যোদ্ধারা সম্ভবত হোমস শহরে সরকারি সেনাদের প্রতিরোধের চেষ্টা করছে৷ এতে উভয়পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে৷

আন্তর্জাতিক উদ্যোগ

সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে আরব লিগের প্রাথমিক উদ্যোগ খুব একটা কার্যকর বলে মনে হচ্ছে না৷ গত দোসরা নভেম্বর বাশার প্রশাসন সেদেশে শান্তি উদ্যোগ বাস্তবায়নে আরব লিগের সঙ্গে ঐক্যমত্যে পৌঁছায়৷ কিন্তু সেই ঐক্যমত্যের পর এখন পর্যন্ত সিরিয়ায় অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে৷ এই সংকট নিয়ে তাই আগামী শনিবার কায়রোতে আবারো বৈঠকে বসবে আরব লিগ৷ এদিকে সিরিয়া সরকার দাবি করছে, সেদেশের সশস্ত্র গুণ্ডাদের মদদ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ জাতিসংঘের হিসেব অনুযায়ী, সিরিয়ায় গত মার্চ থেকে চলা সরকারবিরোধী আন্দোলনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা তিন হাজারের বেশি৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ