1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোম অফিসে নিঃসঙ্গ ম্যার্কেল

২৭ মার্চ ২০২০

জার্মানির অনেক মানুষের মতো চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও বাসা থেকে কাজ করতে বাধ্য হচ্ছেন৷ করোনা ধরা না পড়লেও তাঁকে বিচ্ছিন্ন থাকতে হচ্ছে৷ নিঃসঙ্গ বোধ করলেও তিনি এভাবে কাজ করে সন্তুষ্ট৷

ছবি: picture-alliance/dpa/K.-J. Hildenbrand

সংক্রমণের ক্ষেত্রে করোনা ভাইরাস যে কোনো বাছবিছার করে না, আক্রান্তদের তালিকা দেখলে তা স্পষ্ট হয়ে যায়৷ ধনী-দরিদ্র, রাজনীতিক বা সাধারণ মানুষ – কেউই এই ভাইরাসের কবল থেকে মুক্ত নয়৷ জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সুস্থ থাকলেও করোনায় আক্রান্ত এক ডাক্তারের সান্নিধ্যে আসার কারণে তাঁকে গত রবিবার থেকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রয়েছেন৷ ফলে বাসা থেকেই তিনি কাজ করছেন৷ বৃহস্পতিবার জি-টোয়েন্টি ও ইইউ নেতাদের সঙ্গে ভিডিও ও টেলিফোন কনফারেন্স করেছেন তিনি৷

তবে চরম ব্যস্ততা সত্ত্বেও এমন নিঃসঙ্গ অবস্থায় থাকতে তাঁর ভালো লাগছে না৷ সবার সঙ্গে যোগাযোগ সত্ত্বেও সরাসরি সহকর্মীদের সান্নিধ্যের অভাব বোধ করছেন জার্মান চ্যান্সেলর৷ ম্যার্কেল বলেন, মন্ত্রিসভার বৈঠকে সশরীরে হাজির থাকতে না পেরে তাঁর খারাপ লাগছে৷ হোম অফিস করা বড় চ্যালেঞ্জ হলেও কিছু নিয়ম যে মেনে চলতে হয়, ম্যার্কেল সে বিষয়ে নজর আকর্ষণ করেন৷ যেমন টেলিফোন বা ভিডিও কনফারেন্সে সবাই একসঙ্গে কথা বললে চলে না৷ সুযোগ পেলে তবেই কথা বলতে হয়৷ তাছাড়া সম্মেলনের সময় চেয়ার ছেড়ে উঠে অন্যদের কাছে গিয়ে যেভাবে ঐকমত্য অর্জনের চেষ্টা করা যায়, ভিডিও কনফারেন্সের সময় তা সম্ভব নয়৷ তবে সব মিলিয়ে বাসায় বসেও ভালোই কাজ করা যায় বলে মনে ম্যার্কেল মনে করেন৷

কবে ম্যার্কেলের ‘গৃহবন্দিদশা' শেষ হবে, তা এখনো স্পষ্ট নয়৷ দু-দুবার পরীক্ষা সত্ত্বেও তাঁর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি৷ শুক্রবার এক সরকারি মুখপাত্র জানিয়েছেন, ডাক্তার ও বিশেষজ্ঞদের মতামতের উপর তা নির্ভর করবে৷ তবে আগামী সপ্তাহ থেকে তিনি হয় সশরীরে অথবা টেলিফোনে মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করবেন৷

জার্মান চ্যান্সেলর অদূর ভবিষ্যতে ‘মুক্তি' পেলেও দেশের মানুষের জন্য কড়াকড়ি শিথিল করতে এখনই প্রস্তুত নন৷ তাঁর মতে, বিপদ মোটেই কেটে যায়নি৷ তাই তিনি দেশের মানুষের কাছে ধৈর্য ধরে রাখার আবেদন করেছেন৷ বর্তমান শাটডাউনের ফলে কতটা সুফল পাওয়া যাচ্ছে এবং তার ভিত্তিতে বিপদের আশঙ্কার পূর্বাভাষ বোঝার সময় এখনো আসেনি বলে মনে করেন ম্যার্কেল৷ স্বাস্থ্যমন্ত্রী, রবার্ট কখ ইনস্টিটিউট এবং অন্যান্য বিশেষজ্ঞরা মিলে প্রতিনিয়ত পরিস্থিতি খতিয়ে দেখছেন৷

এসবি/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ