1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হোলি ও নারী

৮ মার্চ ২০১২

রঙের উৎসবের দিনেই নারী দিবস৷ দুটি কারণেই এবছরের ৮ই মার্চ স্মরণীয় হয়ে থাকবে৷ রঙ মাখানোর উৎসবের পাশাপাশি তাই নারীর ভূমিকাও বিশেষ গুরুত্ব পাচ্ছে৷

ছবি: AP

বাঙালির দোল উৎসবকে বিশেষ রূপে আপন করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর৷ শান্তিনিকেতনের সেই বসন্ত উৎসব তাই আজও বড় এক আকর্ষণ৷ একেবারে অন্য মেজাজে মেতে ওঠে আশ্রম প্রাঙ্গণ৷ সেখানেও ঢল নেমেছে অসংখ্য মানুষের৷

হোলি, দোল বা বসন্ত উৎসব – যে নামেই ডাকা হোক না কেন, রঙের এই উৎসবে মেতে উঠেছে দক্ষিণ এশিয়ার একাধিক অঞ্চলের মানুষ৷ ভারতের একটা বড় অংশ ও নেপালেই সবচেয়ে বেশি সাড়া ফেলে এই উৎসব৷ আবির ও তরল রঙে আপাদমস্তক ঢাকা পরিচিত মানুষগুলিকেও চট করে চেনা যায় না৷

অতএব পথেঘাটে নির্বিঘ্নে চলেফেরা করা কঠিন৷ কোথা থেকে রঙের হামলা হবে, তা বলা কঠিন৷ তাই ভরসা টুইটার৷ বলিউড তারকারা নিজেদের পছন্দের মানুষদের সঙ্গে হোলি খেলায় মেতেছেন৷ সেইসঙ্গে ভক্তদেরও বার্তা পাঠিয়েছেন টুইটার'এর মাধ্যমে৷ অক্ষয় কুমার লিখেছেন, ‘‘এই রঙীন উৎসবে আমি হয়তো আপনাদের মুখে রঙ মাখাতে পারছি না, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনিই আপনাকে আরও রঙ দেবেন৷'' বিপাশা বসু তাঁর ভক্তদের সাবধানে হোলি খেলার ডাক দিয়েছেন৷ তবে রঙ নয়, তাঁর কাছে হোলির মূল আকর্ষণ যে সুস্বাদু মিষ্টি, সেই দুর্বলতাও গোপন করেন নি৷ হোলি উপলক্ষ্যে বার্তা পাঠিয়েছেন দিলীপ কুমার, অমিতাভ ও অভিষেক বচ্চন থেকে শুরু করে ফরহান আখতার – সবাই হোলির আনন্দে মাতোয়ারা৷

নারী দিবসে পুরুষতন্ত্রের প্রতিবাদের জ্বলন্ত ছবিছবি: picture-alliance/dpa

আজকের যুগে নারীর ভূমিকা ও তার ভাবমূর্তির ক্ষেত্রে বলিউড'এর ভূমিকা কী? শুধু বাণিজ্যিক স্বার্থেই নারীদের বিশেষ চরিত্রে তুলে ধরা উচিত, নাকি সমাজে সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে চলচ্চিত্রেরও ভূমিকা আছে? আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আজ এই প্রশ্নও উঠে আসছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ