শনিবার, ১১ই মার্চ, ২০১৭৷ ওয়াশিংটন ডিসি-র একটি অ্যাপল স্টোরে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার পড়েছিলেন এক মাথাগরম ভারতীয়-মার্কিন মহিলার হাতে৷ শ্রী চৌহান পরে সেই ভিডিও টুইটারে পোস্ট করেন৷
বিজ্ঞাপন
স্পাইসার অ্যাপল স্টোরে ঢুকেছিলেন কিছু কেনাকাটা করতে৷
‘একজন ফ্যাসিস্টের হয়ে কাজ করতে কেমন লাগে?' তাঁকে প্রশ্ন করলেন ৩৩ বছর বয়সি শ্রী চৌহান৷ ইঙ্গিতটা দৃশ্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি৷
উত্তরে স্পাইসার ভদ্রভাবে হাসলেন৷
তারপর চৌহান ট্রাম্পকে একজন জাতিবাদী হিসেবে অভিহিত করলেন যিনি ‘দেশদ্রোহ করেছেন'৷
‘এটা এমনই একটা মহান দেশ যা আপনাকে এখানে থাকতে দেয়', বললেন স্পাইসার৷
স্পাইসারের এই মন্তব্য পরে জাতিবাদী হিসেবে গণ্য করা হয়েছে কেননা ‘এখানে থাকতে দেওয়ার' একটি অর্থ হলো, ‘আপনার এখানে থাকার কোনো সহজাত অধিকার নেই'৷
চৌহান পরে ডেইলিমেইল ডট কমকে বলেন যে, তাঁর এই ঘটনা সম্পর্কে কোনোরকম দুঃখ নেই৷ ‘‘আমি মার্কিন জনগণের হয়ে কিছু উত্তর পাবার চেষ্টা করছিলাম'', বলেন চৌহান৷
শ্রী চৌহানের বাস ওয়াশিংটনে৷ তিনি ‘পেরেন্টস ইন পার্টনারশিপ' নামের একটি দাতব্য সংগঠনের হয়ে কাজ করেন৷ সংগঠনটি বাবা-মায়েদের তাদের ছেলে-মেয়েদের শিক্ষাপদ্ধতিতে আরো বেশিভাবে সংশ্লিষ্ট হওয়ার উৎসাহ দেয়৷
চৌহান দৃশ্যত আউশভিৎস নাৎসি বন্দিশিবিরের একটি ছবি দেখে স্পাইসারকে চ্যালেঞ্জ করার প্রেরণা পান৷ স্পাইসারকে তিনি রাশিয়ার সঙ্গে তাঁর – এবং ট্রাম্পের – সম্ভাব্য যোগাযোগ নিয়েও প্রশ্ন করেন৷ ‘আমাদের দেশকে ধ্বংস করার ব্যাপারে আপনার কেমন লাগে, সন?' চৌহানকে এ প্রশ্ন করতেও শোনা যায়৷
মার্কিন মিডিয়ায় চৌহানের এই পদক্ষেপ সম্পর্কে মত দ্বিধাবিভক্ত: অনেকে এর সপক্ষে; অন্যরা এর বৈধতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন৷
এসি/ডিজি
ডোনাল্ড ট্রাম্পের মজার ৯টি উক্তি
ট্রাম্পকে পছন্দ বা অপছন্দ যা-ই করুন, তিনি যে পুরোদস্তুর একজন এন্টারটেইনার বা বিনোদনকারী তা আপনিও হয়ত মানবেন৷ এবার ছবিঘরে থাকছে তার অদ্ভুত ও মজার কিছু উক্তি৷
ছবি: Getty Images/B. Pugliano
৭/১১?
‘‘আমি ওখানেই ছিলাম, আমি দেখছিলাম পুলিশ আর দমকলবাহিনী ছোটাছুটি করছে৷ ৭/১১ এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিধ্বস্ত হওয়ার ঠিক পর মুহূর্তের ঘটনা৷’’ ট্রাম্প আসলে ৯/১১-র কথা বলতে গিয়ে ভুল তারিখ বলেছিলেন৷
ছবি: Reuters/C. Allegri
গোপনাঙ্গের ইঙ্গিত
‘‘এই হাতগুলোর দিকে তাকান, এগুলো ছোট? (রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী মার্কোর উদ্দেশে) সে বলেছে, যেহেতু আমার হাতগুলো ছোট, তাই অন্য অঙ্গগুলোও ছোট৷ কিন্তু আমি বলছি, না, সেখানে কোনো সমস্যা নেই৷’’ (আসলে ট্রাম্প এখানে পুরুষাঙ্গ বোঝাতে চেয়েছেন৷)
ছবি: Reuters/M. Segar
অন্যের স্ত্রীর ঢাক পেটানো
প্রতিদ্বন্দ্বী প্রার্থী টেড ক্রুজের উদ্দেশ্যে টুইটারে: ‘‘টেড আমার স্ত্রী মেলানিয়ার একটি ছবি তার প্রচারণায় ব্যবহার করেছেন৷ সাবধান টেড, আমিও তোমার স্ত্রীর ঢাক পেটাতে পারি৷’’
ছবি: Reuters/M. Segar
মেয়ে
‘‘ইভাঙ্কা যদি আমার মেয়ে না হতো তাহলে আমি তার সঙ্গে হয়ত প্রেম করতাম৷’’ ইভাঙ্কা ট্রাম্পের বয়স ৩৪ বছর৷
ছবি: picture-alliance/AP Photo/J. Scott Applewhite
হিলারির স্বামী সন্তুষ্টি
‘‘হিলারি যেখানে নিজের স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, সেখানে পুরো অ্যামেরিকার জনগণকে কীভাবে সন্তুষ্ট করবেন?’’ ট্রাম্পের ইশারা বিল ক্লিনটন আর মনিকার সেই স্ক্যান্ডালের প্রতি৷
ছবি: DW/R. Spina
হিলারি প্রসঙ্গ
‘‘হিলারি ক্লিনটনের জনপ্রিয়তা আসলে ‘নারী’ স্ট্যাম্প এর জন্য৷ সত্যি কথা হলো, তিনি যা অঙ্গীকার করছেন, তার কিছুই দিতে পারবেন না৷ যদি হিলারি পুরুষ হতেন, তাহলে ৫ ভাগও ভোট পেতেন না৷ তিনি নারী বলেই এত ভোট পাচ্ছেন৷ আর মজার ব্যাপার হলো, নারীরা তাকে একদম পছন্দ করেন না৷’’
ছবি: Getty Images/S. Platt
বারাক ওবামার জন্মনিবন্ধন জাল
‘‘একটা গুরুত্বপূর্ণ সূত্র জানিয়েছে, বারাক ওবামার জন্ম নিবন্ধন আসলে জাল-’’ ট্রাম্পের উদ্দেশ্য ওবামার জন্ম যে যুক্তরাষ্ট্রে নয় তা খুঁজে বের করা এবং মানুষকে জানানো৷
ছবি: Getty Images/J.-J. Mitchell
ট্রাম্পের আইকিউ
‘‘আমার আইকিউ সাধারণের চেয়ে অনেক বেশি৷ দুঃখিত, এ নিয়ে আপনাদের দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ, এতে আপনাদের কোনো হাত নেই৷’’
ছবি: picture alliance/AP Photo/E. Vucci
মেক্সিকোর মানুষ
‘‘যখন মেক্সিকো যুক্তরাষ্ট্রে মানুষ পাঠায়, তারা তাদের সেরা মানুষদের পাঠায় না৷ এমন মানুষদের পাঠায় যাদের সমস্যা রয়েছে আর সেই সমস্যাগুলো তারা আমাদের উপর চাপিয়ে দেয়৷ সেইসব মানুষ মাদক আনে, অপরাধ আনে, পাশাপাশি তারা ধর্ষক৷ কেবল অল্প কয়েকজন ভালো মানুষ৷’’