গুগল প্লে-ও ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সরকার। দীর্ঘদিন মেটা-র উপর নিষেধাজ্ঞা জারি ছিল ইরানে।
ইরানে হোয়াটসঅ্যাপ থেকে নিষেধাজ্ঞা উঠলছবি: Jens Büttner/dpa/picture alliance
বিজ্ঞাপন
মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের উপর দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা জারি রেখেছিল ইরান। ব্যবহার করা যেত না গুগল প্লে স্টোর। অর্থাৎ, যেখান থেকে বিভিন্ন অ্যাপ ডাউনলোড করা যায়। মঙ্গলবার ইরানের সরকারি সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, প্রেসিডেন্টের উপস্থিতিতে মন্ত্রিসভার এক বৈঠকের পর এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়। জানিয়ে দেয়া হয়, এখন থেকে দেশে হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে ব্যবহার করা যাবে।
পরবর্তী প্রজন্মের ইন্টারনেট ‘মেটাভার্স’
ফেসবুকের মার্ক জাকারবার্গ মেটাভার্সকে বলছেন, পরবর্তী প্রজন্মের ইন্টারনেট৷ মাইক্রোসফট টিমসের মতো প্ল্যাটফর্ম আর ফোর্টনাইট, মাইনক্রাফট, রোব্লকসের মতো ভিডিও গেমে এখনই সেই ইন্টারনেটে স্বাদ পাওয়া যাচ্ছে৷
ছবি: Andre M. Chang/ZUMAPRESS/picture alliance
মেটাভার্স কী?
আপনার একটি সাধারণ দিনের কথা ভাবুন৷ সারাদিন অফিসে একের পর এক মিটিং করলেন৷ এক ফাঁকে এক সহকর্মীর সঙ্গে কথা বলে তার সঙ্গে সন্ধ্যায় কনসার্টে যাওয়ার পরিকল্পনা করলেন৷ এরপর কনসার্ট শেষ করে বাসায় ফেরার পথে দোকান থেকে টি-শার্ট কিনলেন৷ কিন্তু পার্থক্য হচ্ছে, এর সবকিছুই আপনি করলেন ঘরে বসে! হ্যাঁ, ঠিক শুনেছেন, ঘরে বসে৷ এটাই মেটাভার্স৷
ছবি: Andre M. Chang/ZUMAPRESS/picture alliance
কীভাবে কাজ করে?
ফেসবুকের মার্ক জাকারবার্গ মেটাভার্সকে বলছেন, পরবর্তী প্রজন্মের ইন্টারনেট৷ গত আগস্ট মাসে ফেসবুক ‘হরাইজন ওয়ার্করুমস’ চালু করেছে৷ এর মাধ্যমে ‘ওকুলাস কোয়েস্ট টু’ হেডসেট ব্যবহার করে একটি অফিসের কর্মীরা ঘরে বসে ভার্চুয়ালি মিটিং করতে পারেন৷ উপরের ছবিটা দেখলে কিছুটা ধারনা পাওয়া যাবে৷ আপনি যদি এতে অংশ নিতে চান তাহলে আপনার ‘ভার্চুয়াল অবতার’ তৈরি করতে হবে৷ ভার্চুয়াল রিয়ালিটি ব্যবহার করে এটা সম্ভব হবে৷
ছবি: Facebook/dpa/picture alliance
এখনও প্রাথমিক পর্যায়ে
মেটাভার্সের বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে আছে৷ তবে ব্লুমবার্গ ইন্টেলিজেন্স গত জুলাই মাসে জানিয়েছে, ২০২৪ সাল নাগাদ মেটাভার্সের বাজারমূল্য ৮০০ বিলিয়ন ডলার হতে পারে৷ মেটাভার্সের সম্ভাবনা অনুমান করে ফেসবুক, মাইক্রোসফট, এপিক গেমসের মতো কোম্পানিগুলো ইতিমধ্যে এই খাতে বিনিয়োগ শুরু করে দিয়েছে৷ তবে এটি পুরোপুরি সফল হতে বিভিন্ন কোম্পানির মধ্যে সমন্বয় হতে হবে, যা একটি বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে৷
ছবি: imago/Westend61
গেমাররা এখনই মেটাভার্সের মধ্যে আছেন
সেকেন্ড লাইফ (ছবি), ফোর্টনাইট, মাইনক্রাফট ও রোব্লকস ভিডিও গেমগুলো বিশ্বব্যাপী অনেক জনপ্রিয়৷ সেখানে গেমাররা একসঙ্গে কাজ করেন, একজন আরেকজনকে সহায়তা করেন, বিভিন্ন ইভেন্টে অংশ নেন এবং বাস্তব জগতের টাকা দিয়ে ভার্চুয়াল পণ্য ও সেবা কেনেন৷ এসবকিছুই মেটাভার্সের অংশ৷ এছাড়া মাইক্রোসফট টিমস ও স্লেকের মতো প্ল্যাটফর্মগুলোও মানুষকে মেটাভার্সের ধারনার সঙ্গে পরিচিত করে তুলছে৷
ছবি: imago/Friedrich Stark
এনএফটি প্রযুক্তি
মেটাভার্সের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে পারে ‘নন-ফানজিবল টোকেন’ বা এনএফটি৷ এ বছরের শুরুত কয়েকটি ছবি দিয়ে তৈরি একটি কোলাজের জেপিজি ফাইল ৫৮৯ কোটি টাকায় বিক্রি হয়েছে৷ ইতিমধ্যে ডিজিটাল রিয়েল এস্টেট ও প্রোপার্টির এনএফটির বেচাকেনা শুরু হয়েছে৷ আর্ট ডিলার ‘সদবিস’ সম্প্রতি একটি ডিজিটাল রিয়েল এস্টেট কিনে সেখানে ভার্চুয়াল আর্ট শো করেছে৷
ছবি: DW
ক্রিপ্টোকারেন্সির ব্যবহার
এনএফটি কেনা ও এর মালিকানার হিসাব এথারিয়াম ব্লকচেইনে রাখা হচ্ছে৷ এটা বিটকয়েনের পর সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্স ইথারের নেটওয়ার্ক৷ ফলে ভবিষ্যতে মেটাভার্সের মূল অবকাঠামো হয়ে উঠতে পারে এনএফটি ও এথারিয়াম৷
ছবি: Colourbox
6 ছবি1 | 6
দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাত্তার হাশেমি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইন্টারনেটের উপর যে একাধিক নিষেধাজ্ঞা ছিল, তা একে একে তোলা হচ্ছে। হোয়াটসঅ্যাপ এবং গুগল প্লে খুলে দেওয়া তার প্রথম পদক্ষেপ।
ফেসবুক, এক্স, ইউটিউবের উপর অবশ্য এখনো নিষেধাজ্ঞা বহাল আছে। ২০১৮ সালে আদালতের নির্দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল টেলিগ্রামও। এই প্ল্যাটফর্মগুলির উপর থেকে এখনো নিষেধাজ্ঞা তোলা হয়নি। তবে ভিপিএন ব্যবহারের ক্ষেত্রে ইরানে কোনো আপত্তি নেই। ফলে ভিপিএন ব্যবহার করে সহজেই এই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করেন ইরানের বহু মানুষ।
ইরানের প্রশাসনের বক্তব্য ছিল, সামাজিক মাধ্যম ব্যবহার করে দেশের মানুষ সরকারবিরোধী আন্দোলন গড়ে তোলে। সে জন্যই এতদিন এই সমাজমাধ্যমগুলি বন্ধ করে রাখা হয়েছিল। তবে এখন এই নিষেধাজ্ঞা ধীরে ধীরে তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।