১৪ বিলিয়ন ইউরোর বিনিময়ে হোয়াটসঅ্যাপ কিনে নিয়ে কার্যত প্রযুক্তি বিশ্বে সাড়া জাগিয়েছে ফেসবুক৷ অনেকের মনেই প্রশ্ন, কী এই হোয়াটসঅ্যাপ? কেনই বা এত দাম তার? চলুন নজর দেয়া যাক, হোয়াটসঅ্যাপের ইতিহাসের দিকে৷
বিজ্ঞাপন
ইয়াহুর দুই সাবেক কর্মী ব্রায়ান অ্যাক্টন এবং জ্যান কুম ২০০৯ সালে হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠান করেন৷ মূলত ইংরেজি শব্দ ‘হোয়াটস আপ' থেকে ‘হোয়াটসঅ্যাপ' নামটি নিয়েছেন তারা৷ আর ধারণাটা অনেকটা স্কাইপের মতোই৷ এক স্মার্টফোন থেকে আরেক স্মার্টফোনে মেসেজ পাঠানো যাবে বিনা খরচায়, মুঠোফোন সেবাদাতার ইন্টারনেট সংযোগ ব্যবহার করে৷ এক্ষেত্রে বাড়তি কোনো ডাটা চার্জ প্রযোজ্য হবে না৷ স্কাইপও একই পদ্ধতিতে ভয়েস ডাটা ট্রান্সফার করে৷
কয়েকটি সর্বাধুনিক প্রযুক্তির খবর
আজকাল প্রযুক্তি এত দ্রুত বদলায় যে কোনটা যে সর্বাধুনিক আর কোনটা নয়, সেটা বোঝা যায় না৷ তবে সব সর্বাধুনিক প্রযুক্তিই যে কাজের তা কিন্তু নয়৷ এই ছবিঘরে থাকছে কয়েকটি প্রযুক্তির কথা৷ পড়ে দেখুন তো কোনটা আপনার চাই?
ছবি: DW/Jennifer Fraczek
স্মার্টফোন যখন ক্যামেরা
শিরোনাম পড়ে মনে হতে পারে এ আর নতুন কি? স্মার্টফোনের সঙ্গে তো ক্যামেরা থাকেই৷ কিন্তু এখানে যার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে একটা লেন্স, যেটা ওয়াই-ফাই-এর মাধ্যমে স্মার্টফোনের সঙ্গে যুক্ত করা যায়৷ সেক্ষেত্রে স্মার্টফোনের স্ক্রিনটা হয়ে যায় ‘ভিউফাইন্ডার’৷ আরও জানা যাবে এই ভিডিওটি দেখলে http://www.youtube.com/watch?v=VgihmrJg7cw ৷
ছবি: picture-alliance/dpa
বাঁকানো স্ক্রিনের টিভি
এটি স্যামসাং-এর ৫৫ ইঞ্চি আলট্রা-এইচডি টেলিভিশন৷ এর বিশেষত্ব, এটি বিশ্বের প্রথম ইউএইচডি টিভি যার স্ক্রিনটা বাঁকানো৷ কবে নাগাদ এবং কত দামে এই টিভিটি কিনতে পাওয়া যাবে সেটা এখনো জানায়নি স্যামসাং৷ সনিও সম্প্রতি বাঁকানো স্ক্রিনের টিভি এনেছে৷ সুতরাং বলা যায়, ভবিষ্যতটা বাঁকানো টিভির৷
ছবি: Reuters
হাওয়ায় লিখুন!
কলম দিয়ে লেখার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার৷ কিন্তু শূন্যে বা হাওয়ায় লেখা যেতে পারে, এমনটা ভেবেছেন কখনও৷ ‘৩ডুডলার’ কলম দিয়ে সেটা সম্ভব৷ এটাকে বলা হচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি কলম৷ বিস্তারিত জানতে যেতে পারেন এই ওয়েবসাইটে http://www.the3doodler.com/ ৷
ছবি: the3doodler.com
গুগল গ্লাস
গুগলের এই চশমাটি নিয়ে আলোচনা কম হয়নি৷ ইন্টারনেট সংযোগের কারণে এই চশমা দিয়ে করা যাবে অনেক কিছুই৷ শোনা যাচ্ছে, আগামী বছরের কোনো এক সময় সেটা বাজারে আসতে পারে৷
ছবি: picture alliance/ZUMA Press
স্মার্টওয়াচ
স্মার্টওয়াচের কাজ শুধু সময় প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয়৷ এর কর্মকাণ্ড পিডিএ-র (ব্যক্তিগত ডিজিটাল সহযোগী) সঙ্গে তুলনা করা যেতে পারে৷ তবে স্মার্টওয়াচে পিডিএ-র সকল সুবিধা ছাড়াও রয়েছে ক্যামেরা, ম্যামোরি কার্ড এবং ওয়াইফাই সুবিধা৷ ইতিমধ্যেই বাজারে স্মার্টওয়াচ পাওয়া যাচ্ছে৷ গুগল আর অ্যাপলের স্মার্টওয়াচও শিগগিরই পাওয়া যাবে৷
ছবি: picture-alliance/dpa
ল্যান্ডফোন + স্মার্টফোন
প্যানাসনিক এর ‘কেএক্স-পিআরএক্স১৫০’ প্রথমে দেখলে মনে হবে স্মার্টফোন৷ কিন্তু আসলে এটা ল্যান্ডফোন৷ জার্মানির বাজারে এই হাইব্রিড ফোনের দাম ১৯৯ ইউরো৷
ছবি: DW/D. Visevic
বিশ্বের সবচেয়ে বড় টিভি
বলুন তো, এই টিভিটা কত ইঞ্চির? ১১০ ইঞ্চি মাত্র! সামস্যাং কোম্পানির এই টিভিটি বিশ্বের সবচেয়ে বড়৷ ২০১৪ সালের মার্চ এপ্রিল নাগাদ এটি বাজারে আসবে৷ কিনতে চান সেটা? দাম ৬২ হাজার ডলার মাত্র!
ছবি: imago/Stefan Zeitz
ট্যাবলেট, নোটবুক একসঙ্গে
কম্পিউটার জগতে নতুন খবরের মধ্যে রয়েছে ট্যাবলেট আর নোটবুকের সংযোগ৷ উদাহরণ হিসেবে বলা যেতে পারে ‘এসার অ্যাস্পায়ার পিথ্রি’-র কথা৷ এই যন্ত্রটিকে নোটবুক হিসেবে যেমন ব্যবহার করা যাবে, তেমন কি-বোর্ডটি ভাঁজ করে এটিকে বানানো যাবে ট্যাবলেট৷
ছবি: DW/Jennifer Fraczek
8 ছবি1 | 8
হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠাতারা শুরু থেকেই তাদের অ্যাপ-কে বিজ্ঞাপনদাতা, গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণ থেকে দূরে রেখেছেন৷ এই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য যাতে তৃতীয় কোনো পক্ষ না পায়, সে ব্যাপারে সচেষ্ট তারা৷ নীতিগত এসব ব্যাপার ব্যবহারকারীদের আস্থা অর্জনে সহায়তা করেছে৷
বিশেষজ্ঞরা মনে করছেন, ফেসবুক বিপুল অর্থের বিনিময়ে অ্যাপ-টি কিনে একটি ভিন্ন ইঙ্গিত দিচ্ছে৷ অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমের এই ওয়েবসাইটটি এখন মুঠোফোন এবং ট্যাবলেটের দিকে নজর দিচ্ছে৷ কারণ মানুষ এখন ক্রমশই কম্পিউটারের চেয়ে বিভিন্ন মোবাইল ডিভাইস ব্যবহারের বেশি আগ্রহী৷ তাই ব্যবসার স্বার্থে মোবাইল ডিভাইসেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা জরুরি৷
শুধু ফেসবুক নয়, মাইক্রোসফটও ভবিষ্যৎ দেখছে মোবাইল ডিভাইসে৷ যে কারণে কিছুদিন আগে পাঁচ বিলিয়ন ইউরোর বেশি খরচ করে নোকিয়ার মোবাইল ইউনিট কিনে নেয় প্রতিষ্ঠানটি৷
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ যে কেউ বিনামূল্যে ব্যবহার করতে পারেন৷ তবে ব্যবহারের দ্বিতীয় বছর থেকে ৯৯ সেন্ট বাৎসরিক ফি দিতে হয়৷ এই সেবা ব্যবহার করে স্মার্টফোন থেকে সহজেই ছবি, ভিডিও, অডিও এবং টেক্সট মেসেজ পাঠানো যায়৷ মেসেজ পাঠানোর বিকল্প এই উপায় দ্রুতই স্মার্টফোন ব্যবহারকারীদের নজর কাড়ে৷
বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ৪৫০ মিলিয়নের বেশি৷ প্রতিদিন পাঁচ বিলিয়ন মেসেজ আদানপ্রদান হয় এই অ্যাপের মাধ্যমে৷ ক্যালিফোর্নিয়ায় অবস্থিত প্রতিষ্ঠানটির কার্যালয়ে রয়েছেন ৫০ জন কর্মী৷ এদের মধ্যে ত্রিশজনই ইঞ্জিনিয়ার৷