1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যাকারদের মোকাবিলা করা

১১ সেপ্টেম্বর ২০১৯

ইন্টারনেটে কারচুপি ও প্রতারণার দৃষ্টান্তের অভাব নেই৷ সাধারণ মানুষ থেকে শুরু করে বড় কোম্পানি হ্যাকারদের হামলার শিকার হতে পারে৷ উপযুক্ত প্রস্তুতি ও মহড়ার মাধ্যমে এমন বিপদের মাত্রা সীমিত রাখা সম্ভব৷

Computer hardware Cyberkrieg Symbolbild
ছবি: picture-alliance/picturedesk.com/H. Ringhofer

হ্যাকারদের হামলা সামলানোর প্রত্যক্ষ অভিজ্ঞতা ক'জনেরই বা হয়েছে? ডয়চে ভেলের সাংবাদিক মিলাটেডেস স্মিট এমনই এক মহড়ায় অংশ নেবার সুযোগ পেয়েছিলেন৷ সঙ্গে আরও কয়েকজন সাংবাদিক ছিলেন৷ আইবিএম কোম্পানির এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এই মহড়ায় তাঁদের সহায়তা করছেন৷ এ ক্ষেত্রে হ্যাকাররা এক এটিএম যন্ত্র অকেজো করে দিয়েছে৷ মিলাটেডেস বলেন, ‘‘আজ আমি এমন এক কোম্পানির কর্ণধারের ভূমিকা নিচ্ছি, যে মস্ত বড় সমস্যায় পড়েছে৷ কারণ তাঁর কোম্পানিতে সাইবার হামলা ঘটেছে৷''

আইবিএম কোম্পানির সাইবার নিরাপত্তা উপদেষ্টা আলেক্সান্ড্রা ক্রোন বর্তমান পরিস্থিতি সম্পর্কে একটা ধারণা দিতে গিয়ে বলেন, ‘‘সাইবার হামলা মোকাবিলা করতে জার্মানিতে প্রায় ৬৭ শতাংশ কোম্পানির কোনো পরিকল্পনা নেই৷ যাদের আছে, তাদের অর্ধেকই কোনো মহড়া চালান না৷ সাইবার হামলার মতো কঠিন পরিস্থিতিতে চাপের মুখে পড়লে তারা একেবারেই প্রস্তুত নয়৷ ক্ষতিকারক সফটওয়্যার সিস্টেম বন্ধ করে দিলে সেই হামলার ধাক্কা কোম্পানির জন্য যতটা সম্ভব কম রাখার চেষ্টা করতে হয়৷''

জার্মানির গয়নার দোকানের চেন ভেম্পে সম্ভবত সাইবার হামলার জন্য যথেষ্ট প্রস্তুত ছিল না৷ হ্যাকাররা সেই দুর্বলতার সুযোগ নিয়ে কোম্পানির নেটওয়ার্কে অনেক তথ্য এনকোড করেছিল৷ ফলে সেগুলি নাগালের বাইরে চলে যায়৷ সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী কোম্পানি মুক্তিপণ দিয়ে সেগুলি ছাড়াতে বাধ্য হয়েছিল৷ এমন অবস্থা এড়াতে আলেক্সান্ড্রা ক্রোন পরামর্শ দিয়ে বলেন, ‘‘আমরা কোম্পানিগুলিকে ডার্ক সাইট রাখার পরামর্শ দেই৷ এমন ওয়েবসাইট প্রস্তুত রাখা যায় এবং বিপদ দেখা দিলে চালু করা যায়৷ সেখানে ক্রেতা বা গ্রাহকেরা চলমান পরিস্থিতির খবর পেতে পারেন৷''

এটিএম যন্ত্র যখন হ্যাকারদের কবলে

04:28

This browser does not support the video element.

জার্মানির ভেম্পে কোম্পানির তুলনায় ডেনমার্কের জাহাজ কোম্পানি মেয়ার্স্ক এমন হামলার জন্য আরও ভালভাবে প্রস্তুত ছিল৷ সেখানে এক ক্ষতিকারক সফটওয়্যার একাধিক তথ্য প্রযুক্তি প্রণালী অকেজো করে দিয়েছিল৷ কিন্তু কোম্পানি এমন অবস্থার জন্য প্রস্তুত ছিল৷ সেই পরিকল্পনার আওতায় এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমেও গ্রাহকদের সঙ্গে যোগাযোগ রেখে কাজ চালিয়ে যাওয়া সম্ভব ছিল৷

কোম্পানিগুলির প্রস্তুতির সীমা রয়েছে বলে মনে করেন সাইবার নিরাপত্তা উপদেষ্টা আলেক্সান্ড্রা ক্রোন৷ তাঁর মতে, ‘‘একেবারে শতভাগ নিরাপত্তা সম্ভব নয়৷ কোনো কোম্পানি কতটা ঝুঁকি নিতে চায়, তার উপর নিরাপত্তার মাত্রা নির্ভর করছে৷ তবে আমাদের মতে, বিপজ্জনক পরিস্থিতির জন্য আগে থেকে প্রশিক্ষণ নেওয়া সম্ভব৷ তাতে পরিণতি কিছুটা সামলানো যায়৷''

মহড়ার সময় কাল্পনিক ব্যাংকও এক উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে সন্দেহজনক ইমেল পেয়েছে৷ হ্যাকাররা তাঁকে ব্ল্যাকমেল করছে৷ কয়েক ঘণ্টার মধ্যে ব্যাংককে অপরাধী হ্যাকারদের অ্যাকাউন্টে টাকা জমা দিতে হবে৷ কিন্তু সেই ইমেল যে জাল, তা প্রমাণ করা সম্ভব হয়েছে৷ এমন পরিস্থিতি সম্পর্কে আলেক্সান্ড্রা ক্রোন বলেন, ‘‘হুমকির পরিস্থিতি কীভাবে আরও জোরালো হয়ে উঠছে, তা আমরা দেখতে পাচ্ছি৷ এমনকি আইবিএম-এ থেকেও আমরা দেখতে পাচ্ছি, ঝুঁকি বা দুর্বলতা কীভাবে বাড়ছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে হামলার সুযোগ বাড়ছে৷ হামলাকারীদের হাতে আরও হাতিয়ার এসে পড়েছে৷ যেমন ফিশিং মেল প্রায় এক তৃতীয়াংশ হামলার হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে৷''

অনেক চেষ্টা করেও মহড়ায় অংশগ্রহণকারীরা হামলার মোকাবিলা করতে ব্যর্থ হলেন৷ আলেক্সান্ড্রা ক্রোন এ বিষয়ে বলেন, ‘‘এখানে হামলার যে কৌশলের মহড়া চলছে, তার আওতায় সেই সব ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয়েছে, যাঁরা কর্মসূত্রে ভ্রমণ করছেন৷ ওয়াইফাই নেটওয়ার্কে আমরা কারচুপি করেছি৷ মনে হবে, বিমানবন্দরের নিজস্ব ওয়াইফাই নেটওয়ার্কে যুক্ত হয়েছি৷ কিন্তু হ্যাকাররা আসলে সেটি নকল করেছে৷''

ডয়চে ভেলের সাংবাদিক মিলাটেডেস স্মিট মহড়া সম্পর্কে নিজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বলেন, ‘‘যেমনটা ভেবেছিলাম, বিষয়টা ততটা রোমাঞ্চকর ও কঠিন হয় নি৷ তা সত্ত্বেও নতুন কিছু শিখতে পারলাম৷ কোম্পানির কর্ণধার হিসেবে একই সঙ্গে অনেক তথ্য নিয়ে ভাবনাচিন্তা করতে হয়৷ খুব দ্রুত সেই কাজ করতে হয়, কারণ প্রত্যেক মিনিটে ক্ষতি ও লোকসানের মাত্রা বাড়তে পারে৷''

তবে সুখের কথা, এ ক্ষেত্রে শুধু সাইবার হামলার মহড়া হয়েছে৷

মিল্টো স্মিট/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ