1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিযুক্তরাজ্য

হ্যাকিংয়ের শিকার ব্রিটেনের নির্বাচনি সংস্থা

৯ আগস্ট ২০২৩

ব্রিটেনে নির্বাচনি সংস্থা ইলেক্টোরাল কমপ্লেক্স দুই বছর আগে হ্যাকিংয়ের শিকার হয়েছিল৷ এতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ই-মেইল, ভোটার উপাত্তের নাগাল পেয়েছিল হ্যাকাররা৷

২০১৯ সালে ব্রিটেনের জাতীয় নির্বাচনে লন্ডনের একটি ভোটকেন্দ্র
২০২১ সালে সাইবার হামলার ঘটনাটি ঘটে (ফাইল ছবি)ছবি: Matthias Oesterle/Zuma/picture alliance

মঙ্গলবার সংস্থাটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে৷ ইলেক্টোরাল কমপ্লেক্স জানিয়েছে, ২০২১ সালের এই ঘটনাটি তারা গত বছর উদঘাটন করতে পেরেছে৷ এই বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য জানায়নি সংস্থাটি৷ ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, দেশটির চার কোটি ভোটারের তথ্য ভাণ্ডারে চালানো এই সাইবার হামলারকোনো কুল কিনারা এক বছরেও করা যায়নি৷ এই ঘটনায় জনগণের কাছে ক্ষমা চেয়েছে ইলেক্টোরাল কমিশন৷

ইলেক্টোরাল কমিশনের প্রধান নির্বাহী শন ম্যাকনেলি এক বিবৃতিতে বলেছেন, ‘‘আমরা জানি, শত্রুরা কিসের নাগাল পেয়েছিল, কিন্তু ঠিক কোন ধরনের ফাইলে তারা ঢুকতে পেরেছিল বা আদৌ পেরেছিল কিনা সে ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি৷''

সংস্থাটির মতে, এই ঘটনা আবারও দেখিয়ে দিয়েছে যে, ব্রিটেনের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এখনও হ্যাকারদের লক্ষ্যবস্তু৷ ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়া হস্তক্ষেপ করেছে এমন তথ্য উদঘাটিত হওয়ার পর পশ্চিমা দেশগুলোর কাছে নির্বাচনি ব্যবস্থার নিরাপত্তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে৷

২০২০ সালে ব্রিটিশ পার্লামেন্টের একটি কমিটি জানিয়েছিল ২০১৪ স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে গণভোটেও রাশিয়া হস্তক্ষেপ করে৷ একই অভিযোগ আছে ব্রেক্সিটের গণভোট নিয়েও৷

এফএস/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ