1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘হ্যাঙওভার টু’ থেকে বাদ পড়লেন মেল গিবসন

২২ অক্টোবর ২০১০

হিট কমেডি মুভি সিরিজ ‘হ্যাঙওভার টু’ থেকে বাদ পড়লেন হলিউড স্টার মেল গিবসন৷ ব্যক্তিগত জীবনে নানা কেলেঙ্কারিতে জর্জরিত এই হলিউড তারকা ‘দ্য হ্যাঙওভার’-এ এক ট্যাটু শিল্পীর মূল চরিত্রে অভিনয় করেন৷

Hollywood-Star Mel Gibson
বান্ধবীর সঙ্গে মেল গিবসনছবি: picture-alliance/ dpa

‘হ্যাঙওভার টু'-তে তিনি চরিত্রটি ফিরে পাবার জন্যে অনেক চেষ্টা করেছেন৷

হিট কমেডি মুভির পরিচালক টড ফিলিপস বৃহস্পতিবার জানিয়েছেন, ছবিটির শিল্পী এবং কুশলীদের কাছ থেকে মেল গিবসনকে ছবিতে নেওয়ার ব্যাপারে আপত্তি এবং বিরোধিতার পরে তাকে বাদ দেওয়া হয়েছে৷ ‘হ্যাঙওভার টু'-তে শিল্পী নির্বাচনের সিদ্ধান্তের পরে পরিচালক টড ফিলিপস-এর বরাত দিয়ে গিবসনের বাদ পড়ার খবরটি প্রথম প্রকাশ করে পিপল ডট কম-এর হলিউড প্রতিবেদক৷

ওয়ার্নার ব্রাদার্স'এর সঙ্গে এক যৌথ বিবৃতিতে ফিলিপস বলেন, ‘‘ছবিতে মেল থাকলে দারুণ হতো এবং আমার অর্থাৎ স্টুডিওর পুরো সমর্থনই তাঁর প্রতি ছিল৷ কিন্তু এটাও আমি জানি যে, একটি চলচ্চিত্র নির্মাণ করা, একার কোন ব্যাপার নয়, এটি একটি যৌথ প্রচেষ্টা, এবং আমার সিদ্ধান্ত ছবির অন্যান্য কলাকুশলীর সম্পূর্ণ সমর্থন পায়নি৷'' তবে মেলকে ‘হ্যাঙওভার টু'-তে নেওয়ার ব্যাপারে কে বিরোধিতা করেছে তা উল্লেখ করেননি ফিলিপস৷

থাইল্যান্ডের ব্যাংককের সেটে ধারণ করা হবে চলচ্চিত্রটি৷ এতে অভিনয় করবেন জ্যাক গ্যালিফিয়ানাকিস, ব্র্যাডলি কুপার, এড হেমস এবং জাস্টিন বার্থা৷ ২০০৯ সালে নির্মিত ‘দ্য হ্যাঙওভার'-এও তাঁরাই অভিনয় করেছেন৷ তবে মূল চরিত্রে ছিলেন মেল গিবসন৷ বক্স অফিস হিট করা এই ছবিটির কাটতি ছিল ৪৬৭ মিলিয়ন ডলারেরও বেশি৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ