1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যারি পটার

১ এপ্রিল ২০১২

জাদুবিদ্যা যেমন সবসময় কাজ করে না, ঠিক তেমনই হ্যারি পটারের জাদু অস্কারের ক্ষেত্রে ফেল মেরে গেছে৷ দশ বছর ধরে সর্বসমেত ১২টি অস্কারের জন্য মনোনীত হয়েও তার একটিও জয় করতে পারেনি হ্যারি পটার৷

FILE- In this file film publicity image released by Warner Bros. Pictures, from left, Emma Watson, Rupert Grint and Daniel Radcliffe are shown in a scene from "Harry Potter and the Deathly Hallows: Part 2." (AP Photo/Warner Bros. Pictures, Jaap Buitendijk, File)
ছবি: AP

হ্যারি পটার ছবিগুলি আটবারের প্রচেষ্টায় ‘‘অ্যান্ড দ্য অস্কার গো'জ টু...'', এই ম্যাজিক ফর্মুলাটি শুনতে পেল না, এটা কি করে হয়? না আর্ট ডাইরেকশন, না ভিজুয়াল এফেক্টস, না মেক-আপ, না সিনেম্যাটোগ্র্যাফি, না কস্টিউম ডিজাইন, না মিউজিক৷ শেষবারের প্রতিযোগিতায় ‘‘হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ - পার্ট টু'' মনোনীত হয়েছিল আর্ট ডাইরেকশন, মেক-আপ এবং ভিজুয়াল এফেক্টস'এর জন্য৷ কিন্তু তার মধ্যে দু'টি অস্কার জিতল মার্টিন স্করসেসে'র ‘‘হিউগো''; মেক-আপ'এর অ্যাওয়ার্ডটি পেল প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের জীবনকাহিনিকে ভিত্তি করে নির্মিত ছবি, ‘‘দ্য আয়রন লেডি''৷

হ্যারি পটারের লেখিকা জে কে রোলিংছবি: AP

অথচ ‘‘হিউগো'' তো বাণিজ্যিক সাফল্যের হিসেবে ‘‘ডেথলি হ্যালোজ দুই''-এর ধারেকাছেই আসতে পারে না৷ ছবিটির বিশ্বজোড়া বক্স অফিস সেলস'এর পরিমাণ ১৩০ কোটি ডলার৷ বিশ্বের বিভিন্ন ফিল্ম ও মোশান পিকচার অ্যাকাডেমি হ্যারি পটার'কে সুনজরে দেখেন না কেন, সেই রহস্যের সমাধান কিন্তু এখনও কেউ করে উঠতে পারেনি৷

একটা সম্ভাবনা হয়তো এই যে, হ্যারি পটার বই ও ছবিগুলোর আশ্চর্য সাফল্য যুগপৎ সাধারণ মানুষ এবং পণ্ডিতদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে৷ এবার মনস্তত্ববিদদের বিচার করে দেখার পালা, এক পৃথিবী মানুষ, নারী-পুরুষ থেকে ছোট ছেলেমেয়ে, সবাই যখন এক খোকা জাদুগরের কাল্পনিক কাহিনি নিয়ে এ'ভাবে মেতে ওঠে, তখন সেই ‘ফেনমেনন' থেকে আধুনিক জগৎ ও সভ্যতা সম্পর্কে কি সিদ্ধান্ত করা যেতে পারে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী/রয়টার্স
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ