1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যারি-মেগানের 'দায়িত্ব' নিলেন না ট্রাম্প

৩০ মার্চ ২০২০

হঠাৎ ক্যানাডা থেকে সপরিবারে যুক্তরাষ্ট্রে চলে গেছেন প্রিন্স হ্যারি। এখন নাকি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেই থাকবেন। ডনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন, হ্যারি-মেগানের নিরাপত্তার খরচ যুক্তরাষ্ট্র দেবে না।

ছবি: picture-alliance/AP/K. Wiggleswirth

এ বছরই আর ব্রিটিশ রাজপরিবারের প্রতিনিধিত্ব না করে স্বাধীনভাবে জীবন যাপনের সিদ্ধান্ত নেন হ্যারি-মেগান দম্পতি। তার কয়েক মাস আগেই ক‌্যানাডায় বসবাস শুরু করেছিলেন তারা। তবে সেখানে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিলেও করোনা ভাইরাসের কারণে ক্যানাডা সীমান্ত বন্ধ করার আগেই ব্যক্তিগত বিমানে নিউ ইয়র্কে পাড়ি জমান তারা। 

প্রিন্স হ্যারি এবং মেঘান মার্কলের বিয়ে

01:34

This browser does not support the video element.

রোববার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন এই দম্পতির নিরাপত্তার খরচ তিনি দেবেন না, "আমি রানির খুব ভালো অনুরাগী এবং যুক্তরাজ্যের ভালো বন্ধু। হারি এবং মেগান রাজ পরিবার ছেড়ে ক্যানাডায় স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিয়েছিলেন। এখন তারা ক্যানাডা ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে এসেছেন। যুক্তরাষ্ট্র তাদের নিরাপত্তার খরচ দেবে না।"

ট্রাম্পের এমন সোজাসাপ্টা কথার পর হারি-মেগানের পক্ষ থেকে জানানো হয়, নিরাপত্তার খরচ যুক্তরাষ্ট্রের কাছ থেকে নেয়ার কোনো ইচ্ছা তাদের নেই। তাদের এক মুখপাত্রের বিবৃতি উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, "ইতিমধ্যে বেসরকারি খরচে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।"

এসিবি/কেএম (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ