1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হ্যার্বার্ট ফন কারায়ান’এর ১০৪তম জন্ম বার্ষিকি

৫ এপ্রিল ২০১২

পশ্চিমের ধ্রুপদী সংগীত জগতের এক অসাধারণ ব্যক্তিত্ব হ্যার্বার্ট ফন কারায়ান৷ অস্ট্রিয়ার এই দক্ষ সংগীত নির্দেশককে বলা হয় ইউরোপের অর্কেস্ট্রা সংগীতের মহাপরিচালক৷ জার্মানি সহ বিশ্বের নানা দেশে পালিত হচ্ছে তাঁর জন্ম বার্ষিকি৷

ছবি: picture-alliance/KPA Copyright

কারায়ান'এর সংগীত নির্দেশনার কলাকৌশল মুগ্ধ ও বিমোহিত করতো অসংখ্য সংগীত অনুরাগীদের৷ সংগীতে সুর মূর্ছনা রণিত হতো যেন তাঁর অন্তরে৷ অসংখ্য সংগীতের স্বরলিপি ছিল তাঁর মুখস্থ, পরিচালনা করতেন তন্ময় হয়ে, চোখ বন্ধ করে৷

হ্যার্বার্ট ফন কারায়ান'এর জন্ম ১৯০৮ সালের ৫ই এপ্রিল, অস্ট্রিয়ার সালসবুর্গ শহরে৷ চার বছর বয়সে পিয়ানো দিয়ে শুরু হয় তাঁর সংগীত শিক্ষা৷ তারপর মোজার্টিউম সংগীত বিদ্যালয়ে পিয়নো ও কম্পোজিশনে শিক্ষা লাভ করেন তিনি৷ বিশ বছর বয়সেই ভিয়েনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্কেস্ট্রা পরিচালনার দায়িত্ব পান তিনি৷ ২৬ বছর বয়সে জার্মানির আখেন শহরে সংগীত পরিচালনা করে সবচেয়ে অল্পবয়সী নির্দেশক হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন৷

হ্যার্বার্ট ফন কারায়ানছবি: picture-alliance/dpa

১৯৩৮ সালে বার্লিনে থিতু হন কারায়ান৷ সেখানে জার্মান স্টেট অপেরায় বিখ্যাত জার্মান গীতিকার ও সুরস্রষ্টা রিশার্ড ভাগনারের অপেরা ‘ট্রিসটান'-এর সংগীত পরিচালনা করে সবাইকে অবাক করে দেন তিনি৷ সেই থেকেই শুরু হয় ধ্রুপদী সংগীত জগতে হ্যার্বার্ট ফন কারায়ান'এর সফল অগ্রযাত্রা৷

পশ্চিমা ধ্রুপদী সংগীতের কালজয়ী সুরস্রষ্ঠা বেটোফেন, মোজার্ট, শুমান, চাইকোভস্কি ও আরো অনেকের অমর সৃষ্টকর্মকে কারায়ান তাঁর দক্ষ সংগীত পরিচালনার মাধ্যমে নিখুঁত আর প্রাণবন্ত করে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের সংগীত দরবারে৷ পেয়েছেন খ্যাতি ও সাফল্য৷

১৯৫৪ সালে ‘বার্লিন ফিলহার্মনিক'-এ আজীবন মহাপরিচালকের পদে নির্বাচিত হোন কারায়ান৷ জাতীয় ও আন্তর্জাতিক বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি৷ পেয়েছেন ভিয়েনা শহরের সম্মানিত নাগরিকের খেতাব৷ প্রায় ১৩০ জন সুরকারের ৭০০-রও বেশি সংগীত কর্মের নির্দেশক তিনি৷ ৩ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর৷ ১৯৮৯ সালের ১৬ই জুলাই সালসবুর্গে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন অর্কেস্ট্রা সংগীত জগতের এই মহান ব্যক্তিত্ব হ্যার্বার্ট ফন কারায়ান৷

প্রতিবেদন: মারুফ আহমদ

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ