সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়৷ এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারির প্রস্তাবে সম্মতি দেয়া হয় বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
সিদ্ধান্তের কথা জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘‘আমাদের নাগরিকত্ব সংক্রান্ত যে আইন আছে, সেই আইনে বলা আছে কোনো নাগরিক যদি বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে সে বাংলাদেশের নাগরিকত্ব কনটিনিউ করতে পারবে৷ কোন কোন দেশের জন্য সেটা প্রযোজ্য, সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে দেওয়া আছে৷''
তিনি জানান, নতুন দেশগুলোর মধ্যে আছে আফ্রিকার ১৯টি দেশ, দক্ষিণ অ্যামেরিকার ১২টি এবং ক্যারিবীয় অঞ্চলের ১২ দেশ৷ এছাড়া এ তালিকায় স্থান পাচ্ছে ওশেনিয়ার দেশ ফিজি৷
মাহবুব হোসেন বলেন, ‘‘আগে ৫৭টি দেশ ছিল, এখন পৃথিবীর অন্যান্য দেশে যারা গেছেন, সেই দেশের তারাও বাংলাদেশের নাগরিকত্ব কন্টিনিউ রাখতে চান৷ সেজন্য আরও ৪৪টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে৷ অর্থাৎ সব মিলিয়ে ১০১টি দেশকে করা হয়েছে৷ সেটা মন্ত্রিসভা চূড়ান্ত অনুমোদন দিয়েছে৷ তারা চাইলে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবেন৷”
শক্তিশালী পাসপোর্ট: কোন দেশের কেমন অবস্থান?
বিশ্বের কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী তা নিয়ে প্রতি বছর র্যাংকিং প্রকাশ করে যুক্তরাজ্য ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান হ্যানলি অ্যান্ড পার্টনার্স৷ ২০২৫ সালের সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ।
ছবি: picture alliance/Bildagentur-online/Tetra
যেভাবে সূচকটি তৈরি
কোন দেশের পাসপোর্ট দিয়ে কতটি দেশে ভিসামুক্ত ও অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায় ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিট (আইএটিএ) এর এই তথ্যের ভিত্তিতে সূচকটি তৈরি করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স৷
ছবি: imago/Paul von Stroheim
সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট
এ বছরের সূচকে এককভাবে শীর্ষে অবস্থানে আছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা ১৯৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান। ১৯৩ দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন জাপানের পাসপোর্টধারীরা।
ছবি: imago/AFLO
সার্কে শক্তিশালী মালদ্বীপ
সূচকে এ বছর সবার নিচে আফগানিস্তানের (১০৬তম) অবস্থান। আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৮টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (১০৫তম), ইরাক (১০৪তম) ও পাকিস্তান ও ইয়েমেন (১০৩তম)। শ্রীলঙ্কার অবস্থান ৯৬তম৷ নেপাল ১০১তম৷ ভারতের অবস্থান ৮৫তম। র্যাংকিং-এ মালদ্বীপের অবস্থান ৫৩৷
ছবি: picture-alliance/Dinodia Photo Library
বাংলাদেশের উন্নতি
শক্তিশালী পাসপোর্টের তালিকায় গত বছরের চেয়ে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ৷ বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। আর ১৪৮টি দেশে ভ্রমণে ভিসা প্রয়োজন হয়।
হেনলির তথ্য অনুযায়ী ভুটান, গাম্বিয়া, লেসোথো, ফিজি, বলিভিয়া, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, ভানুয়াতু ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে বাংলাদেশিদের৷ শ্রীলঙ্কায় যাওয়া যাবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ভিসার মাধ্যমে৷
ছবি: picture-alliance/Huber
অন অ্যারাইভাল ভিসা
এশিয়ার দেশেগুলোর মধ্যে মালদ্বীপ, নেপাল, তিমুর লেস্টেতে বাংলাদেশি পাসপোর্টে অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়৷ এছাড়া আফ্রিকার কেইপ ভার্দ, কমোর্স দ্বীপপুঞ্জ, গিনিয়া-বিসাউ, কেনিয়া, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেনেগাল, সিচেলেস, সিয়েরা লিয়ন, সোমালিয়া, টোগো, উগান্ডায় রয়েছে এমন সুবিধা৷ ওসেনিয়া অঞ্চলের সামোয়া, টুভালু আর দক্ষিণ অ্যামেরিকার বলিভিয়াতেও যাওয়া যাবে অন অ্যারাইভাল ভিসাতে৷
ছবি: picture-alliance/NurPhoto/N. Maharjan
6 ছবি1 | 6
আফ্রিকার ১৯ দেশের মধ্যে আছে- মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিসিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোয়ানো ও মরিশাস৷
দক্ষিণ আমেরিকার ১২ দেশ মধ্যে আছে- ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, একুয়েডর, চিলি, উরুগুয়ে ও গায়ানা৷
ক্যারিবীয় অঞ্চলের ১২ দেশের মধ্যে আছে- কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস।
এই দেশগুলোতে নাগরিত্ব গ্রহণ করা কোনো বাংলাদেশি চাইলে দেশেও নাগরিকত্ব অব্যাহত রাখতে পারবেন৷