1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শহীদুল আলম কারামুক্ত

২০ নভেম্বর ২০১৮

বরেণ্য আলোকচিত্রী শহীদুল আলম ১০৭ দিন পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন৷ মঙ্গলবার রাত সাড়ে আটটার পর তিনি ঢাকার কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান৷ মুক্তি পাওয়ার পর তিনি তাঁর ধানমন্ডির বাসায় গিয়েছেন৷

Fotograf und Aktivist Shahidul Alam aus dem Gefängnis entlassen in Bangladesch
ছবি: bdnews24.com

বাংলাদেশে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন চলাকালে ‘উসকানিমূলক মিথ্যা’ তথ্য দেয়ার অভিযোগে গত ৫ আগস্ট শহীদুল আলমকে তাঁর ধানমন্ডির বাসা থেকে আটক করা হয়৷ পরের দিন তাঁর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়৷ এরপর তাঁকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ৷ নিম্ন আদালত দুই দফা তাঁর জামিন আবেদন নাকচ করে৷ এরপর ১৭ সেপ্টেম্বর হাইকোর্টে জামিনের আবেদন জানান হয়৷ গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) শহীদুল আলমের জামিন মঞ্জুর করেন হাইকোর্টের বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রর্বতী’র আদালত৷ সাধারণ বিবেচনায় ওইদিনই তাঁর কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা থাকলেও মুক্তি পাননি৷ এরপর শুক্র-শনিবার ছিল সাপ্তাহিক ছুটি৷ আশা করা হয়েছিল রবিবার তিনি মুক্তি পাবেন৷ কিন্তু ওইদিনই জামিন স্থগিতের আবেদন জানায় রাষ্ট্রপক্ষ৷ তবে শেষ পর্যন্ত ওই আবেদনটি আদালতে ‘মুভ’ না করায় তিনি মুক্তি পেলেন৷

সারা হোসেন

This browser does not support the audio element.

মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা তাঁর জামিন স্থগিতের আবেদন করেছিলাম৷ কিন্তু সেটা শুনানির জন্য আদালতের তালিকায় আসেনি৷ তাই আইনের স্বাভাবিক প্রক্রিয়ায়ই তিনি মুক্তি পেয়েছেন৷ আদালত তো তাঁর জামিন স্থগিত করেননি৷ আর জামিন স্থগিত না করলে তো তাঁকে আটকে রাখা যায় না৷’’

মাহবুবে আলম

This browser does not support the audio element.

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম জানান, ‘‘মঙ্গলবার বিকেলে জামিনের যে কাগজ নিয়ে আসা হয়েছিল, সেটাতে ঠিকানা ভুল ছিল৷পরে সেটা আদালতের মাধ্যমে সংশোধন করে আবার সন্ধ্যার মধ্যেই তাঁর স্বজনরা পৌঁছে দেন৷ এরপর যাচাই-বাছাই শেষে রাত সাড়ে ৮টায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে৷’’
শহীদুল আলমের মুক্তির সময় তাঁর আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সঙ্গে ছিলেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘তাঁর মুক্তির মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে, এখনো দেশের বিচার ব্যবস্থা ভেঙে যায়নি৷ আমি অনেক খুশি৷ অনেক বেড়াজালের পরও তিনি মুক্তি পেয়েছেন এতে আমি আনন্দিত৷’’


তিনি আরো বলেন, ‘‘শহীদুলকে আগের চেয়ে  কিছুটা দুর্বল দেখাচ্ছে৷ তবে তিনি বলেছেন, ‘আমি ভালো আছি৷’ যাঁরা এখনো কারাগারে আছেন, তাঁরা ভালো নেই৷ তিনি সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন৷ যাঁরা  দেশে-বিদেশে তাঁর মুক্তির জন্য কাজ করেছেন, সবার প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন৷’’
শহীদুল আলমের সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান, ‘‘তিনি এখন কথা বলতে চাচ্ছেন না৷ সংবাদ মাধ্যমের প্রতিও তিনি কৃতজ্ঞতা জনিয়েছেন৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ